![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন মানেই সুখ আর বেদনা, যাতে সবাই খুজে বেড়ায় বেঁচে থাকার প্রেরণা :)
প্রিয় আনিতা,
আজ থেকে তোমার সাথে আমার
'RELATIONSHIP STATUS' এর
ইতি টানলাম ।
একটা কথা মনে রেখো শুধু 'LIKE'
করলেই ভালোবাসা হয় না । তোমার
মিষ্টি মিষ্টি কথা আর 'COMMENT'
এ আমি তোমার 'FAKE' প্রেমের
ফাঁদে পরেছিলাম । কিন্তু আজ
আমি আমার হৃদয়ের 'COVER'
থেকে তোমার 'PHOTO' 'DELETE'
করে দিলাম ।
তুমি যে আমাকে ভালোবাসো না তা আমি তখনই
বুঝেছি যখন তোমার জন্মদিনের
'EVENT' এ তোমার 'HOME' এ
আমাকে 'INVITE' করো নি । আমি ''
ব্লক থেকে বাসা চেইঞ্জ
করে তোমার '' ব্লকের বাসার
কাছে এসেছিলাম যেন আমার জানালার
'COVER' সরালেই
তোমাকে দেখতে পারি । কিন্তু
তুমি তা বুঝলে না । পাড়ার
সুন্দরী আপুর সাথে রাস্তায় একটু
'CHAT' করেছিলাম
বলে তুমি আমাকে যে গালি দিয়েছিলে তা সত্যিই
আমার হৃদয়ে প্রবলভাবে 'POKE'
করেছিল ।
তাছাড়া তোমাকে টিকমতো সময়
দিতে পারতাম
না বলে তুমি বলেছিলে আমার
পড়ালেখা 'DEACTIVATE' করে দিতে ।
কিন্তু আমি তা করি নি । তোমার
বাবার অফিসে চাকরির জন্য
'APPLICATION' করায় উনি আমার
'PROFILE' দেখেই আমাকে 'IGNORE'
করে দিলেন । উনি বুঝলেন
না যে 'PROFILE' দিয়ে মানুষ চেনা যায়
না । যা ই হোক , আজ
থেকে তোমাকে আমার হৃদয়
থেকে 'BLOCK' করলাম । ভালো থেকো ।
আর ভুলেও আমার মতো 'INNOCENT'
ছেলে 'SEARCH' কর না ।
আমার জীবনের 'NEWS FEED' এ
তোমাকে যেন আর না দেখি ...............।
ইতি
ফয়েজ
*'আনিতা' সম্পূর্ণ একটি কাল্পনিক
নাম । দয়্য করে কেও আমার
সাথে গুলিয়ে ফেলবেন না.....।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬
ফয়েজ আহমেদ সৈকত বলেছেন: valo bolechen....
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭
তুন্না বলেছেন: ভালো লাগা রইলো। ++++++++++++++++++++++++++
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
ফয়েজ আহমেদ সৈকত বলেছেন:
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০
আমি বাঁধনহারা বলেছেন:
আমার এক বান্ধবী ছিল।সংগত কারণে ওর নাম বলছি না।ওকে আমি অনেক কবিতা লিখে দিয়েছি।ওকে অনেক চিঠিও দিয়েছি।আমি ওর বাড়ি গিয়েছি।ওর জন্মদিনে আমি সাধ্যমত উপহার দিয়েছি।মাধ্যমিক পরীক্ষার পর সে ওর প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে করল।আমি গরিব বলে সে আমাকে বিয়ের দাওয়াত দেয় নাই।বিয়ের এক বছর পর:তার স্বামী তাকে তালাক দেয়।
আমি তার দুঃখের কাহিনী শুনে খুব ক্ষ্ট পেয়েছি।তাকে চিঠি লিখে তার স্বামীর কাছে ফিরে যেতে বলেছি।কিন্তু সে আমার চিঠির কোন উত্তর দেয় নাই।
সুন্দর এ বসুধায়
মেয়েদের চেনা বড় দায়!!!
তার কখনো হাসায়..
আবার কখনো কাঁদায়!!!
সারাজীবন একা থাকা ভালো
তবু কোন মেয়ের সাথে
প্রেম করা ঠিক নয়!!!
ভালো লাগল
+++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
ফয়েজ আহমেদ সৈকত বলেছেন: Obosshoi mone rakhbo! Apnar kotha shune valo laglo.
Amakeo mne rakhben kintu.....
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
ফয়েজ আহমেদ সৈকত বলেছেন: Obosshoi mone rakhbo! Apnar kotha shune valo laglo.
Amakeo mne rakhben kintu.....
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।