নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়েজ আহমেদ সৈকত এর বাংলা ব্লগ :)

ফয়েজ আহমেদ সৈকত

জীবন মানেই সুখ আর বেদনা, যাতে সবাই খুজে বেড়ায় বেঁচে থাকার প্রেরণা :)

ফয়েজ আহমেদ সৈকত › বিস্তারিত পোস্টঃ

কিছু ভাবনা। অনুধাবন করতে পারলে খুশী হব।

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:১৯

চায়ের কাপ টা টেবিলের উপরই ছিল

। একটু আগে টেবিল

থেকে সরাতে গিয়ে দেখলাম, কাপের

নীচে টেবিলের উপর গোল হয়ে কিছু

পিঁপড়া জরো হয়েছে । হয়তো বাঁচার

তাগিদে, খাবারের সন্ধানে !!!! তাদের

বেঁচে থাকার সংগ্রাম আমার কাছে সহ্য

হলো না !!!! তাইতো আশেপাশে কিছু

একটা খুঁজলাম তাঁদের ধ্বংস করতে !!!!

কিন্তু কিছুই খুঁজে পেলাম না, তাই ফুঁ

দিয়ে উড়িয়ে দিতে চাইলাম

তাঁদের !!! কিন্তু তাতেও

কয়েকটি নিরীহ

পিঁপড়া ছাড়া সবকটিকে ধ্বংস

করতে পারলাম না !!!

শেষে একবারে কাছ থেকে ফুঁ দিলাম !!!!

উড়িয়ে দিলাম নিরীহ সবাইকে !!!!

ধ্বংস করে দিলাম তাঁদের

বেঁচে থাকার তাড়না !!!! সবলের

হাতে ধ্বংস হলো দুর্বলের কিছু

স্বপ্ন !!!!

* পৃথিবী এখন চলছেই সবলের জোর

করে পাওয়া জয় আর দুর্বলের

নিরীহের পরাজয়ের মাধ্যমে ।। !!!

অদ্ভুত এক খেলা এই পৃথিবীর !!!! :(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.