নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হীমায়ীত স্ফূলীঙ্গ

হীমায়ীত স্ফূলীঙ্গ › বিস্তারিত পোস্টঃ

নারী

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৮

1.যখন কোন নারী বলে তার মন খারাপ, তবে সে কাঁদছে না – তার মানে তার হৃদয় নিরবে কাঁদছে।



2. যখন কোন নারী আপনার কোন ভুলের কারনে আপনাকে এড়িয়ে যাচ্ছে – তাহলে ভাল হয় তার রাগ কমার জন্য কিছুটা সময় দিন, সে স্বভাবিক হলে আপনার ভুল স্বীকার করে অনুশোচনা করুন তার সামনে।



3. একজন নারী সেই পুরুষের মাঝে ঘৃনা করার মত কিছুই খুজে পায় না যাকে সে মনে-প্রানে ভালবাসে।



4. যখন কোন নারী একজন পুরুষকে সত্যিকারে ভালবাসে তাহলে সে ওই পুরুষকে একটি মুহুর্তের জন্যও সরাতে পারেনা – এমনকি যখন সে অন্যছেলে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে।



5. যে পুরুষকে নারী ভালবাসে সে যদি তার দিকে তাকিয়ে হাসে এবং তার চোখের তারায় ভালবাসার দৃষ্টিতে তাকায় – নারী তখন মোমেরমত গলে যায়।



6. নারী তার রূপের প্রশংসা শুনতে পছন্দ করে – তবে অনেকসময় সিদ্ধান্তহীনতায় ভোগে কিভাবে প্রতিক্রিয়া ব্যাক্ত করবে?



7. যদি কোন ছেলে একটি মেয়েরসাথে বিশেষ ভাবে (তার অনেক বান্ধবীর মাঝে শুধু তাকে) টিপ্পনী কাটে অথবা মজা করে কথা বলার চেষ্টা করে,তাহলে মেয়েটি ভেবে নেয় ছেলেটির তার প্রতি দুর্বলতা আছে। তাই যদি আপনি মেয়েটির সাথেশুধু বন্ধুত্বের সম্পর্ক রাখতে চান তাহলে তার সাথে অন্যদের মত করে কথা বলুন। অজান্তে মেয়েটিকে কষ্ট দিবেন না।



8. যদি আপনি কোন একটি মেয়েকে পছন্দ না করেন -সে আপনাকে পছন্দ করে, তাকে সরাসরি “না”বলবেন না। তাকে বুঝিয়ে বলেন আপনি তাকে কেন পছন্দ করেন না?



9. যদি কোন মেয়ে আপনাকে অবহেলা করা শুরু করে যাকে আপনি “না” বলেছেন, তাকে কিছুদিনের জন্য একা ছেড়ে দিন। যদি আপনি এখনো তাকে বন্ধু হিসেবে রাখতে চান তাহলে তার সাথে এ ব্যপারে কথা বলুন।



10. মেয়েরা গান, কবিতা, অংকন এবং লিখা লিখি সম্পর্কে যা তারা অনুভব করে তা প্রকাশ করতে পছন্দ করে। এ কারনে তারা ক্রিয়েটিভ কাজে ছেলেদের থেকে এগিয়ে।



11. নারীকে ভুলেও বলবেন না ”সকল অবস্থাতেই তুমি অকাজের”।



12. কোন বিষয়ে খুব বেশি গম্ভীর/ সিরিয়াস হয়ে থাকা নারীর মুড অফ

করে দেয়। তাই যেকোন বিষয় আলোচনার সময় কিছুটা নমনীয় থাকুন।



13. যখন একটি মেয়েকে তার পছন্দেরছেলে প্রথম বারের মত ফোন করে তাহলে মেয়েটি হয়তো এমনভাবে কথাবলবে যেন,সে কল পেয়ে খুশি হয়নি। কিন্তু যখন ছেলেটি ফোন কেটে দেবে তখন সে আনন্দে উচ্চ চিৎকার করা শুরু করবে এবং অন্য বান্ধবীদের ফোন করে খবরটি তার পরিচিত জনের মধ্যে ছাড়াবে।



14. “হাসি” একটি মেয়ের কাছে অনেক মুল্যবান।



15. যদি আপনি একটি মেয়েকে পছন্দ করেন – তাহলে তার সাথে বন্ধুত্ব করুন আগে। তাকে আপনাকে বোঝার সুযোগ দিন।



16. যখন কোন মেয়ে আপনাকে বলে”আমি পড়া নিয়ে ব্যাস্ত – এখন আমি বাহিরে যেতে পারবো না”.চাপা-চাপি করবেন না – কারন সে এখন বাহিরে যাবার মুডে নেই।



17. কোন একটি মেয়ের অনুভুতি বোঝার চেষ্টা করবেন না – সরাসরি জিজ্ঞেস করুন…



18. “I love you” লাইনটি নারীর কাছে একটি বড় আশ্বাস যে “সে আসলেই সুন্দরী”।



19. একটি মেয়ে কোন একটি ছেলের প্রেমে পড়ার পর আশ্চার্য হয়ে চিন্তা করে কেন সে এই ছেলেটিকে আগে নোটিশ/লক্ষ্য করেনি।



20. যদি আপনি কোন মেয়ের সাথে ভাব জমাতে চান তাহলে আগে অনেকগুলো প্রেমের গল্প পড়ুন।



21. যখন কলেজ/ বিশ্ববিদ্যালয়ের কোন গ্রুপ ফটো প্রিন্ট হয়ে আসে, মেয়েরা আগে দেখবে তারপাশে কোন ছেলে দাড়ানো ছিল? তার পর তার নিজের ছবির প্রতি নজর ফেলবে।



22. একটি মেয়ের আগের প্রেমিক কে সে তার স্মরনে রাখবে, কিন্তু বর্তমান প্রেমিককে সে তার হৃদয়ে রাখবে।



23. মেয়েরা মজা করতে পছন্দ করে।



24. প্রিয় মানুষের মুখের সাধারন একটা “হাই” শব্দ একটি মেয়ের পুরা একটি দিনকে আলোকিত করে তুলতে পারে।



25. একটি মেয়ের ঘনিষ্ঠ বান্ধবীই তার মনের সকল অবস্থা সম্পর্কে অন্যদের (এমনকি তার মা-বোনের) তুলনায় ভাল ধারনা রাখে।

এই জন্যই ত আমি...



26. মেয়েরা যে জিনিসটিকে খুব ঘৃনা করে তা হল “তার সুন্দরী বান্ধবীর সাথে প্রেম করার জন্য তার সাথে কোন ছেলের বন্ধুত্ব করা”।



27. নারীর কাছে ভালবাসা মানে ক্রমানুশারে – নিষ্ঠা,যত্নশীলতা এবং সুখ।



28. কিছু মেয়ে দর্শনীয় ছেলেকে,কেউ আবার বুদ্ধিমান কাউকে পছন্দ করে। তবে প্রায় সব মেয়েই সেই ছেলেকে পছন্দ করে যে তার প্রতি যত্নশীল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.