নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হীমায়ীত স্ফূলীঙ্গ

হীমায়ীত স্ফূলীঙ্গ › বিস্তারিত পোস্টঃ

মা কে নিয়ে সেরা কটি উক্তি:........

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৬

১. আব্রাহাম লিংকন-

যার মা আছে সে কখনই গরীব নয়।



২. জর্জ ওয়াশিংটন-

আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা।

মায়ের কাছে আমি চিরঋণী।



৩. জোয়ান হেরিস--

সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়।

আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।



৪. এলেন ডে জেনেরিস- -

আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে,

কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।



৫. সোফিয়া লরেন--

কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়--

একবার তার সন্তানের জন্য আরেকবার নিজের জন্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.