নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হীমায়ীত স্ফূলীঙ্গ

হীমায়ীত স্ফূলীঙ্গ › বিস্তারিত পোস্টঃ

ডোন্ট হোপ, ডিসাইড........

১৬ ই মে, ২০১৪ দুপুর ১:৫১

জন বিমানবন্দরে গেছে। তার এক বন্ধুকে অভ্যর্থনা জানাতে। বন্ধুর ফ্লাইট আসবে আরও খানিকক্ষণ পরে। জনকে অপেক্ষা করতে হবে। সে একটা চেয়ারে বসে অপেক্ষা করছে। এই সময় এক ভদ্রলোক দুটো ব্যাগ নিয়ে বেরিয়ে এলেন। তিনি এগিয়ে গেলেন, বোঝাই যাচ্ছে, তাঁর পরিবারের দিকে।

তিনি প্রথমেই একটা চার-পাঁঁচ বছরের ছেলেকে জড়িয়ে ধরলেন। বললেন, ‘বাবা, কেমন আছ?’ছেলে বলল, ‘বাবা, আমরা তোমাকে খুব মিস করেছি।’বাবা বললেন, ‘আমিও খুব মিস করেছি তোমাদের।’

এরপর তিনি বছর দশেকের একটা ছেলেকে জড়িয়ে ধরলেন। বাবা, তুমি কেমন আছ।ভালো আছি বাবা। তুমি এসেছ, আরওভালোথাকব।

এরপর তিনি সেখানে দাঁড়িয়ে থাকা মহিলার কোলের বাচ্চাকে নিজের কোলে তুলে নিলেন। চুমু দিলেন অনেক কটা।তারপর তিনি তাঁর স্ত্রীকে আলিঙ্গন করে বললেন, ‘শেষটা কিন্তু কম নয়। এইটাই আসল। আই লাভ ইউ।

জন তাঁদের দিকে তাকিয়ে আছে। ভদ্রলোকের সঙ্গে তার চোখাচোখি হলো। জন সলজ্জ ভঙ্গিতে বলল, ‘আপনাদের সুখী পরিবারটিকে দেখে আমার খুব ভালো লাগছে। আমি আশা করি, আমার পরিবারটাও এই রকম সুখের হবে।

ভদ্রলোক হেসে বললেন, ‘আশা করলে হবে না, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৬

জেডআসাদস্‌ বলেছেন: It's not very easy to decide!!!!!!!

২| ১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

হীমায়ীত স্ফূলীঙ্গ বলেছেন: let's try ..... never loose hope .....

৩| ১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

লেখোয়াড় বলেছেন:
যখন তখন সিদ্ধান্ত নেয়া সম্ভব হয় না।
তবে কথাটি উৎসাহ ব্যঞ্জক।

৪| ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

হীমায়ীত স্ফূলীঙ্গ বলেছেন: ধন্যবাদ.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.