নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অত্যন্ত সহজ কিসিমের মানুষ...জীবনটাকে সহজভাবে দেখতেই পছন্দ করি...

ফুয়াদের বাপ

সাদা মনের মানুষ...

ফুয়াদের বাপ › বিস্তারিত পোস্টঃ

আবারো হেই মন্টুর বাপ!!!

১৩ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৫

প্রায় ২৩ বছর একটানা দাম্মাম পোর্ট পরিচালনার পর আমাদের বর্তমান প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। শীগ্রই আসছে নতুন প্রতিষ্ঠান। ম্যানেজমেন্ট লেভেলের প্রথম সারির সব পরিচালকগন থাকবেনা এটা অনুমেয়।

এমতাবস্থায়, আমার বস যিনি অর্থনৈতিক বিভাগের প্রধান উনিও থাকছেননা এটা প্রায় ধরেই নিয়েছে সবাই। বেতন নিয়ে বিরক্ত এমন অনেকেই মনে মনে কিছুটা খুশিই হয়েছিল এই ভেবে যে নতুন প্রতিষ্ঠান ও নতুন পরিচালকের নিকট নিজের কাজের মুর্শিয়ানা দেখাতে পারলে হয়তো ভবিষ্যত চাঁন্দের আলোর মতো উজ্জল। কিন্তু এই প্রত্যাশা হয়তো স্বপ্নই থেকে যাবে অনেকের কারন, কানাঘুষা শোনা যাচ্ছে নতুন প্রতিষ্ঠানের সাথে নতুন করে নিজের চাকরি নবায়ন করছেন পুরাতন অনেক পরিচালকগন।

এই ঘটনায় একটা কৌতুক মনে পড়ে গেল -

দুই ফেরেস্তা আনন্দে উদ্বেলিত এক মহিলাকে চেংদোলা করে বেহেস্তের দিকে নিয়ে যাচ্ছে। মহিলা আনন্দে আত্বহারা হয়ে ফেরেস্তাদের বিভিন্ন প্রশ্ন করে যাচ্ছে -

মহিলা - ও ফেরেস্তা ভাই বলেননা, আমারে কই লইয়া যাইতাছেন?
ফেরেস্তা - দুনিয়াতে ভালো কাজ করছেন তাই বেহেস্তে নিয়া যাইতাছি

মহিলা - ও ভাই ফেরেস্তা, বেহেস্তে কি ভালো ভালো খাওন পাওয়া যাইবো?
ফেরেস্তা - হুম, মন যা খেতে চাইবে তাই পাবেন

মহিলা - ভাইগো, দুনিয়াতো থাকতে রঙ-তামাশা করছিনা...
ফেরেস্তা - প্রশ্ন শেষ না হতেই উত্তর দিল - এখানে অবাধে নাচ-গান-যৌনতা যা ইচ্ছে করেতে পারবেন।

যৌনতার কথা শুনে কিছুটা লাজুক হয়ে গেল মহিলা, তাও লজ্জার সব বাধ ভেঙে জিজ্ঞেস করেই ফেলল -

মহিলা - বেহেস্তে আমার স্বামী কে হইবো?
ফেরেস্তা - দুনিয়াতে আপনার শেষ স্বামী যে ছিল সেই বেহেস্তে আপনার স্বামী হবে।

মহিলা এবার ঝাড়া দিয়ে নিজেকে ফেরেস্তাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে চিৎকার দিয়ে বলল, "আবারো হেই মন্টুর বাপ!"

আমাদের সাথে কাজ করে এমন অনেকের মনের অবস্থাও তাই, "আবারো হেই মন্টুর বাপ!"

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: হা হা হা
আহ আহ আহা
লেখা চৎকার হইছে।
কৌতুকের জন্য হা হা, আর কর্মচারিদের অবস্থার জন্য আহা..।

১৪ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১৬

ফুয়াদের বাপ বলেছেন: প্রীত হলাম আপনার মন্তব্য পেয়ে...ধন্যবাদ লেখায় উৎসাহ দেবার জন্য।

২| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: মজার পোষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.