নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অত্যন্ত সহজ কিসিমের মানুষ...জীবনটাকে সহজভাবে দেখতেই পছন্দ করি...

ফুয়াদের বাপ

সাদা মনের মানুষ...

ফুয়াদের বাপ › বিস্তারিত পোস্টঃ

করোনায় শিক্ষার বিকল্প চিন্তা

১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৩

স্পিনিশ ফ্লুর পরে করোনাই পৃথিবীর বুকে বড় ধাক্কা। দেশ থেকে দেশে-শহরের পর শহর লক ডাউনে লন্ডভন্ড স্বাভাবিক সব কার্যক্রম। ঘরে বসে অফিস করবে কয়েকমাস আগেও এটা ছিল অলীক কল্পনা। ছোট-বড় সব ব্যাবসাতে লেগেছে ধামাকা ধাক্কা।

কিন্ডার গার্ডেন-স্কুল-কলেজ-ইউনিভার্সিটি-কোচিং সেন্টার-প্রাইভেট টিউশান সব ধরনের শিক্ষা প্রাতিষ্ঠানিক ভাবে পুরোপুরি বন্ধ। বিদ্যালয় বন্ধে ছাত্র-ছাত্রীরা প্রথম প্রথম পেয়েছিল বিনোদনের ঘ্রান, কেউ কেউ করোনাকে বৃদ্ধাঙুল দেখিয়ে ঘুরে বেরিয়েছে গ্রামের বাড়ি কিংবা সৈকত পাড় কক্সবাজার। কিন্তু কিছুদিন যেতে না যেতেই টের পাওয়া শুরু হয়েছে মহামারি করোনা দুই দিনের জন্য আসে নাই। বরং পৃথিবী জুড়ে ঘুরে বেড়াবেন বহুকাল অন্য ভাইরাসদের মতো (কলেরা/বসন্ত/...)।

দিনে পর দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকাতে ভেঙে পড়তে শুরু হয়েছে শিক্ষা বর্তমান কাঠামো ব্যাবস্থা। অনেক শিক্ষা প্রতিষ্ঠানই পাঠদানের বিকল্প চিন্তা করছেন -

=> ইউটিউভে লাইভ ক্লাস অথবা স্কুলের নামে ইউটিউভ চ্যানেলে ভিডিও আপলোড
=> ফেইসবুকে লাইভ ক্লাস
=> ঝুম/মাইক্রোসফট টিম এর মতো সফটওয়ার ব্যাবহার করে লাইভ ক্লাস

কিন্তু এভাবে কি আসলে পাঠদান সম্ভ্যব হচ্ছে? করোনার কারনে যেখানে পেটে ভাতের যোগান দিতেই অনেক নিন্ম আয়ের মানুষ হিমসিম খাচ্ছে সেখানে ইন্টারনেট প্যাকেজ কিনে লাইভ ক্লাস করানোর সামর্থ্য অনেকের নাই।

পক্ষান্তরে, পরীক্ষা পদ্ধতি কি হতে পারে যদি এভাবেই অনলাইন ভিত্তিক শিক্ষা চলতে থাকে? দূরদেশের প্রফেশনাল ডিগ্রি ACCA, CMA এর মতো পরীক্ষাগুলো দিতেও ব্রিটিশ দুতাবাসের নেতৃত্বে পরীক্ষায় বসতে হয়। সেখানে করোনাকে কেন্দ্র করে ঘরে বসে পরীক্ষা পদ্ধতি নীতি কিভাবে নিবে?

সময় গড়িয়ে যাচ্ছে, শিক্ষার সাথে সম্পৃক্ত কর্তৃপক্ষকে এখনই ভাবতে হবে শিক্ষার যুতসই বিকল্প পন্থা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১১:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালো পোস্ট।
খুবই ভালো লেগেছে।

শুভ কামনা সব সময়।

২০ শে জুলাই, ২০২০ সকাল ১১:০৬

ফুয়াদের বাপ বলেছেন: আপনার মূলবান মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ...

২| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: করোনা দরিদ্র দেশ গুলোকে শেষ করে দিলো।

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৫৭

ফুয়াদের বাপ বলেছেন: সাথে সরকারের সহায়তার অপ্রতুলতা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.