![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক বছর চার মাস পর নিরাপদ ব্লগার হবার সৌভাগ্য অর্জন করলাম। সামহোয়ার ব্লগ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ। এই ব্লগের পাঠক প্রায় ১০-১২ বছর ধরে। লেখার চাইতে পড়তেই বেশি ভালোবাসি। সামু থেকে শিখেছি-জেনেছি অনেক। সামুর উত্থানে লেখনীর ভরা যৌবন যেমন দেখেছি তেমন দেখেছি রাষ্ট্রীয় নিষেধাজ্ঞায় কিভবে বুক চিতিয়ে সামনে এগিয়ে যেতে।
শুভ হোক সামুর আগামী পথচলা। আগের মতো মৌলিক লেখকে মুখরিত হোক সামু পাড়া। এই প্রত্যাশায়-শুভ ব্লগিং।
আবারো ধন্যবাদ সামহোয়ার কর্তৃপক্ষকে।
১৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫১
ফুয়াদের বাপ বলেছেন: ধন্যবাদ। চেষ্টা থাকে ভালো পাঠক হবার।
২| ১৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:১০
খায়রুল আহসান বলেছেন: নিরাপদ ঘোষিত হওয়ায় হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা!
আশাকরি ফুয়াদকে এবং ফুয়াদের মাকে ইতোমধ্যে এ আনন্দ উপলক্ষে মিষ্টিমুখ করিয়েছেন।
১৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪১
ফুয়াদের বাপ বলেছেন: শুভেচ্ছা প্রদানে আন্তরিক ধন্যবাদ জানবেন।
৩| ১৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৪
নতুন নকিব বলেছেন:
আপনি তো বেশ পুরনো এখানে। লেখক হিসেবে না হলেও পাঠক হিসেবে তো ছিলেন। সেই অর্থে আপনার সেইফ স্ট্যাটাস পেতে সময়টা একটু বেশিই মনে হয়েছে।
পোস্ট দিয়ে আনন্দের বিষয়টি সবার মাঝে ভাগাভাগি করে দেয়ায় অভিনন্দন। এখানে আগামীর পথচলা শুভ হোক।
১৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৭
ফুয়াদের বাপ বলেছেন: হুম, মনের গহীনে একটু আনন্দ অনুভূত হচ্ছে তাই শেয়ার করলাম সেইফ হবার সুন্দর সংবাদটি।
আপনি আমার একজন ফেভারিট লেখক যার লেখা পড়ে অনেক জেনেছি-শিখেছি। আল্লাহ আপনার লেখনীতে বরকত বর্ষিত করুক দোয়া করি।
৪| ১৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৩
জুল ভার্ন বলেছেন: ফুয়াদের বাপ খুশী, আমরাও খুশী
১৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫০
ফুয়াদের বাপ বলেছেন: যাক অতপর হারিকেনের আলোয় আলোকিত শুভাকাঙ্খী মধুর মাছিকে পাইলাম। আন্তরিক ধন্যবাদ জানবেন।
৫| ১৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৪
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন।
আপনি কি নিজেই আস্তেধীরে সেইফ হতে চেয়েছিলেন, নাকি ব্লগে ১ বছর ৪ মাসে আপনার তেমন কোন অবদান ছিলো না?
১৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৪
ফুয়াদের বাপ বলেছেন: ভালো বকেছেন প্রিয় লেখক।
এখানে আমার কোন হাত (ডান-বাম) ছিল বলে মনে হয়না, যা করার কতৃপক্ষই করেছেন। ধীর হবার কারন কী হতে পারে জানিনা। হয়তো লাল ফিতার ফাইলে আটকে ছিল অনুমোদনের অপেক্ষায়।
অবশেষে এসে নিরাপদ এলাকায়, এতেই খুশি।
৬| ১৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:০১
মোহামমদ কামরুজজামান বলেছেন: অভিনন্দন, ফুয়াদের বাপ (আমার ভাই) কে, নিরাপদ ব্লগার হিসাবে ছাড়পত্র পাওয়ায়।
এখন চলতে থাকুক লেখার কলম আর আমরা পেতে থাকি নতুন নতুন লেখা।
১৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৬
ফুয়াদের বাপ বলেছেন: আন্তরিকতার সাথে ধন্যবাদ জানবেন।
কতটুকু লিখতে পারবো তা তো জানিনা তবে পড়তে পারবো সুযোগ পেলেই। চেষ্টা থাকবে ভালো পাঠক হবার।
৭| ১৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৭
মেহেদি_হাসান. বলেছেন: অভিনন্দন আপনাকে, শুভ ব্লগিং
১৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৬
ফুয়াদের বাপ বলেছেন: দিল থেকে দোয়া আর শুভেচ্ছা। ভালো থাকবেন নিরন্তর।
৮| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ৮:২৯
স্প্যানকড বলেছেন: সুস্বাগত ! এইবার ব্লগ কাঁপিয়ে ছাপিয়ে প্লাবিত করে দেন। ভালো থাকবেন নিরন্তর।
১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:০২
ফুয়াদের বাপ বলেছেন: প্রতিনিয়ত আপনার লেখা থেকে কিছু না কিছু জানছি-শিখছি। কতটুকু লেখতে পারবো জানিনা তবে ভালো পাঠক হবার মনবাসনা আছে-থাকবে।
৯| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ৯:০৩
ইসিয়াক বলেছেন:
অভিনন্দন ভাই ।
সামহোয়্যারইন ব্লগে আপনার পথচলা দীর্ঘ হোক।
১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:০২
ফুয়াদের বাপ বলেছেন: কবি ভাই, আন্তরিক ধন্যবাদ জানবেন।
১০| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১০:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন।
১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:০৩
ফুয়াদের বাপ বলেছেন: প্রিয় লেখক মাইদুল ভাই, ধন্যবাদ নিবেন।
১১| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩৭
আহমেদ জী এস বলেছেন: ফুয়াদের বাপ,
একজন নিরাপদ ব্লগারের সংখ্যা বাড়লো সামুতে। স্বাগতম এবং অভিনন্দন।
১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:০৪
ফুয়াদের বাপ বলেছেন: আমি আসলে নিরাপদ এলাকায় এলাম কি এলাম না তা নিয়ে ভাবিনি। ব্লগের লেখাগুলো পড়তে ঢু মারি সুযোগ পেলেই। পড়তে ভালো লাগে তাই। আপনাকে ধন্যবাদ জানাই।
১২| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার সেফ হতে অনেকটাই বেশি সময় লাগলো। এক্ষেত্রে আপনার ধৈর্যশীলতাকে প্রশংসা করতেই হবে। নুতন পথ চলার আনন্দই আলাদা। অভিনন্দন ও শুভেচ্ছা আপনাকে।
১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:০৬
ফুয়াদের বাপ বলেছেন: মডারেটর হয়তো আমার নিরাপদ করার ফাইলটা লাল ফিতায় বেঁধে রেখেছিল। নিরাপদ নতুন পথের সন্ধান পেয়েছি তাতেই খুশি। আপনাকেও অনুরোপ ধন্যবাদান্তে শুভেচ্ছা রইলো।
১৩| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন ও শুভ কামনা
১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:০৮
ফুয়াদের বাপ বলেছেন: মারাক্তকের উপরে ফ্যান আপনার লেখার। আপনার এক একটি লেখা এক একটি ডকুমেন্টারি। ব্লগে ঢু মারলে আপনার লেখা খুঁজি পড়ার জন্য।
প্রিয় লেখক ভালো থাবনে, ধন্যবাদ নিবেন।
১৪| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২৫
প্রামানিক বলেছেন: অভিনন্দন
১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:১০
ফুয়াদের বাপ বলেছেন: পুরাতন ব্লগার/লেখকদের অন্যতম একজন প্রামানিক ভাই। প্রীত হলাম আপনার উপস্থিতি পেয়ে। ধন্যবাদ জানবেন।
১৫| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২৯
রাজীব নুর বলেছেন: এখন লিখুন। মন খুলে লিখুন।
১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:১১
ফুয়াদের বাপ বলেছেন: মন খুলে লেখা কি তা আপনার সাবলিল লেখা/ব্লগ দেখে জানার-শেখার চেষ্টা করি। সাদামনের মানুষ-রাজীব নুর ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
১৬| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ৩:০০
নেওয়াজ আলি বলেছেন: ভালো থাকুন । ভালো বগ্লিং করুণ।
১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:১৩
ফুয়াদের বাপ বলেছেন: নেওয়াজ আলি ভাই নতুন কবিতা চাই। শব্দের সাথে খেলা করে এমন কাব্য। ভালো লাগে আপনার ব্লগিং। ধন্যবাদ নিবেন।
১৭| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৫৫
শেরজা তপন বলেছেন: আন্তরিক অভিনন্দন আপনাকে।
এবার লিখুন হাতখুলে- শুভ ব্লগিং
১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:১৪
ফুয়াদের বাপ বলেছেন: আমার আর এক প্রিয় লেখক আপনি। আপনার লেখা যেন এক একটি ডকুমেন্টারী। আপনার পরিশ্রমি লেখনী থেকে অনেক জেনেছি-শিখেছি-শিখছি প্রতিনিয়ত।
ভালো থাকবেন, ভালো লিখবেন প্রত্যাশা রইলো।
১৮| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভালো পোস্ট আর মন্তব্য করলে এত সময় লাগার কথা না।
১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:১৬
ফুয়াদের বাপ বলেছেন: হুম, হয়তো ঠিকই বলেছেন। অফিসের কাজের ফাঁকে ব্লগে সময় তেমন দিতে পারি না। যাষ্ট যতটুকু সময় পাই পড়ে যাই একনাগারে। ভালো লেখা/মন্তব্য করা তেমন হয়ে উঠে না।
শুভেচ্ছা নিরন্তর।
১৯| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: অভিনন্দন
১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:১৮
ফুয়াদের বাপ বলেছেন: মুরব্বি, আপনার লেখার ভক্ত একজন। আপনার উপস্থিতিতে মুগ্ধ হয়েছি। শুভেচ্ছা সাথে ধন্যবাদ নিবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভকামনা। শুভব্লগিং