নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অত্যন্ত সহজ কিসিমের মানুষ...জীবনটাকে সহজভাবে দেখতেই পছন্দ করি...

ফুয়াদের বাপ

সাদা মনের মানুষ...

ফুয়াদের বাপ › বিস্তারিত পোস্টঃ

সত্য-মিথ্যা

১৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৪

মিথ্যার পরে মিথ্যা রেখে
মিছেই সাজাও মিথ্যাটাকে
মিথ্যায় গড় বসতবাড়ি
মিথ্যায় মোড় জীবনটাকে।

সত্যটাকে আড়াল করতে
মিথ্যাটাকে সৃষ্টি করো,
ঐমিথ্যাটাকে আড়াল দিতে,
শত মিথ্যার মূলে ধর।

এভাবে মিথ্যাটাকে সৃষ্টি দিতে
শত সত্য ধ্বংস করো,
গোখরা সাপের ছোবল মেরে
সত্যটাকে হত্যা করো।

সত্য কথায় গা জ্বলে তাই-
তেলে-বেগুনে ঝলসে উঠো,
সত্যর ভয়ে ভেতর কাঁপে-
মিথ্যা রাখো হাতের মুঠো।

কিন্তু মিথ্যার নেই জানা হায়-
সত্যর কি শুভ্র শক্তি,
সত্যর অনলে মিথ্যা পুড়ে খাঁক,
সত্যর হয় শেষে মুক্তি।

সত্যর নাউ দশবার ডুবে তবু-
একবার উঠবেই হেসে,
মিথ্যা সেতো খড়কুটার মতো-
সাগরে যাবে ভেসে।

সত্য যদি একবার জ্বলে-
হবে সূর্য্যের মতো দীপ্তমান,
মিথ্যা সেদিন পালাবে গহরে,
মিথ্যার মান হবে ম্লান।

সত্য সেদিন সত্যিই গাইবে
সত্যর শুচী সাম্যগান,
মিথ্যার হবে ধ্বংস-বিনাশ
সত্যই রবে অনির্বান।

১৮-১১-২০১৪

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর কাব্য

মানুষ কী করে অকপটে মিথ্যা বলে। আমি দেখেছি সামান্য কথাও যা কোনো অপকার উপকার হবে তাও মিথ্যে বলে বেটাগিরি বেটিগির জাহির করে

১৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:১৩

ফুয়াদের বাপ বলেছেন: ভালোভাবে মিথ্যা বলতে পারাটাও একটা আর্ট। মিথ্যা গল্প/কথা যার সাথে বলছেন সে যদি বুঝতে না পারে যে মিথ্যা বলছেন তাহলে তার কাছে তাই সত্য। এমন অনেক দেখেছি মিথ্যা এমন সুন্দর করে বলে যে তার এতটুকু অনুশোচনা নেই বরং সত্যর মতো করেই মিথ্যা জাহির করে।

যারা এমন মিথ্যা বলে দুনিয়া পার করে,পরে পরকালে ধরা খাবে এতে কোন মিথ্যা নাই।

২| ১৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: সত্যি ফিরে ফিরে আসে
ছড়া সুন্দর হয়েছে।

১৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৬

ফুয়াদের বাপ বলেছেন: উৎসাহ দেবার জন্য ধন্যবাদ।

৩| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ৮:১৬

জুল ভার্ন বলেছেন: কী সাবলীল মিথ্যা!
অসাধারণ সুন্দর লিখেছেন।

২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৮

ফুয়াদের বাপ বলেছেন: প্রশংসার জন্য আন্তরিক ধন্যবাদ রইলো।

৪| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:২৯

স্প্যানকড বলেছেন: মিথ্যে হয় না সব যদি দিলে থাকে রব ! ভালো থাকবেন।

২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৯

ফুয়াদের বাপ বলেছেন: পাঠ পরবর্তী সুন্দর মন্তব্যে প্রীত হলাম, ধনে পাতার শুভেচ্ছা।

৫| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।

২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৭

ফুয়াদের বাপ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

৬| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্য সবসময় সুন্দর
মিথ্যা ধ্বংস ডেকে আনে।

সুন্দর কাব্য।

২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:১৫

ফুয়াদের বাপ বলেছেন: প্রশংসায় উৎসাহ দেবার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.