নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি-অন্তর্জাল থেকে সংগ্রহ করা
=> সুস্থ্য থাকতে চান - দৌঁড়ান
=> হাইপ্রেশার থেকে মুক্ত থাকতে চান - দৌঁড়ান
=> হার্টে/ব্রেনের ভেনের চর্বি গলাতে চান - দৌঁড়ান
=> ফ্যাটি লিভার থেকে বাঁচতে চান - দৌঁড়ান
=> তারন্য ধরে রাখতে চান - দৌঁড়ান
=> ডায়াবেটিক রোগ থেকে মুক্তি চান - দৌঁড়ান
তবে সাথে দরকার -
=> ভালো ঘুম (কমপক্ষে ৮ ঘন্টা যার মধ্যে ৩/৪ ঘন্টা গভীর ঘুম)
=> পুষ্টিকর খাবার
=> টেনশান মুক্ত মন
২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:২৯
ফুয়াদের বাপ বলেছেন: সাঁতার কাটার সুযোগ সবার নেই। আবার অনেকে সাঁতার জানে না। ছোট-বড় সবার জন্য সাঁতারের চেয়ে দৌড়ই সহজ ব্যায়াম।
২| ২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৯
জুল ভার্ন বলেছেন: দৌড়ে দৌড়ে জীবনের ছয় দশক কাটিয়ে দিলাম, এখনো দৌড়ের উপ্রেই আছি।
২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:১৯
ফুয়াদের বাপ বলেছেন: দৌড়ের উপর থাকলে সুস্থ্য থাকার সম্ভ্যাবনা বেশি থাকে। নিজে দৌড়ের উপর থাকুন, অন্যকে দৌড়ের উপর রাখুন। নিজে সুস্থ্য থাকুন, অন্যকে সুস্থ্য রাখুন।
৩| ২২ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:২৯
জহিরুল ইসলাম সেতু বলেছেন: এতো দৌঁড়ের উপরে আছি ভাই, তারপর আরো দৌঁড় !!!
২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৫
ফুয়াদের বাপ বলেছেন: সুস্থ্য থাকতে একটু কষ্ট সহ্য করতে হবে। সুস্থ্য থাকুন দোয়া রইলো...
৪| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৫১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মাইরের উপর ঔষধ নাই।
২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৬
ফুয়াদের বাপ বলেছেন: শারিরিক ব্যায়াম অনেকটা নিজেকে মাইর দেওয়ার মতোই।
৫| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪১
রাজীব নুর বলেছেন: না দৌড়িয়ে, হাটলে হবে না?
২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৬
ফুয়াদের বাপ বলেছেন: হাটলে হবে, তবে দৌড় বেশি কার্যকর।
৬| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: হাঁটা, দৌড়, সাঁতার স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভাল।
২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:১৭
ফুয়াদের বাপ বলেছেন: হুম, দৌড়ের উপর থাকলে অসুখও দৌড়ের উপর থাকবে ইনশাআল্লাহ।
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন: দৌড়ের উপরের ঔষধ হচ্ছে সাঁতার।