নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অত্যন্ত সহজ কিসিমের মানুষ...জীবনটাকে সহজভাবে দেখতেই পছন্দ করি...

ফুয়াদের বাপ

সাদা মনের মানুষ...

ফুয়াদের বাপ › বিস্তারিত পোস্টঃ

নি:স্বার্থ ক্রিয়া

২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪২


ছবি: অন্তর্জাল

"Do everything with a good heart and expect nothing in return and you will never be disappointed"

স্বার্থ ছাড়া দুনিয়া অন্ধকার। স্বার্থ ছাড়া কেউ সহজে সহায়তা করেনা। নি:স্বার্থ ক্রিয়া কল্পনা মাত্র। তথাপি কিছু পাগল পৃথিবীতে আছে যারা স্বস্বার্থ ছাড়াই ক্রিয়া সম্পাদন করে যায় আজীবন।

রেডিয়েশন কণা আবিষ্কারের পর বিজ্ঞানী মাদামকুরি চাইলে তার আবিষ্কৃত ফরমূলা বিক্রি করে রাতারাতি ধনী-আয়েশী জীবন যাপন করতে পারতেন। কিন্তু পাগল বিজ্ঞানী স্ব-স্বার্থ বলি দিয়ে মানব জাতির জন্য উম্মুক্ত করে গেছেন তার আবিষ্কার।

বই পাগল "পালন সরকার" সাইকেলে চড়ে গ্রামের পর গ্রাম চষে বেড়িয়ে বিনা মূল্য বই বিতরন করে জ্ঞান আরোহনে উৎসাহ দিয়ে গেছেন বছরের পর বছর।

গাছ পাগল "সামসুদ্দিন মন্ডল" নওগাঁর মহাদেবপুরে বিভিন্ন গ্রামীণ সড়কের দু’ধারে স্বেচ্ছাশ্রমে ১৪ হাজার তালবীজ রোপণ করেছেন যেন ক্লান্ত পথিক চলার পথে একটু ছায়া-বাতাস পায়।

=> পাখি পাগল পাখিদের জন্য আবাসস্থল বানিয়ে দিচ্ছে
=> "এক টাকার আহার" প্রকল্প ক্ষুধার্ত মানুষে আহার দিচ্ছে
=> "বিদ্যানন্দ ফাউন্ডেশন" পথশিশুদের প্রাথমিক শিক্ষা দিয়ে যাচ্ছে
=> "আমজনতার হোটেল" একটি সংগঠন যারা বিনা পয়সায় ক্ষুধার্তদের মেহমান মর্যাদা দিয়ে খাবার দিচ্ছে

বিনম্র শ্রদ্ধা এমন সব নি:স্বার্থ ক্রিয়া করে যাওয়া মানুষদের।

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫০

মিরোরডডল বলেছেন:



বিনম্র শ্রদ্ধা এমন সব নি:স্বার্থ ক্রিয়া করে যাওয়া মানুষদের।

সহমত

=< "এক টাকার আহার" প্রকল্প ক্ষুধার্ত মানুষে আহার দিচ্ছে
=< "আমজনতার হোটেল" একটি সংগঠন যারা বিনা পয়সায় ক্ষুধার্তদের মেহমান মর্যাদা দিয়ে খাবার দিচ্ছে


আরো একটু ডিটেইলস জানতে চাই প্লীজ ।

২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৪

ফুয়াদের বাপ বলেছেন: @ মিরোরডডল, ফেবুতে এই নামে তাদের পেইজ আছে। আশা করি বিস্তারিত তাদের পেইজ থেকে জানতে পারবেন। আমি যাষ্ট তাদের একজন ফলোয়ার।

২| ২৪ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০২

মোহামমদ কামরুজজামান বলেছেন: স্বার্থপর এ দুনিয়ায় এবং স্বার্থের জটিলতার মাঝেও কিছু কিছু নিঃস্বার্থ মানুষ ও তাদের পাগলামী (মানবীয়) কাজের জন্যই পৃ্থিবী আজও এত সুন্দর।

২৪ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৩

ফুয়াদের বাপ বলেছেন: হুম, ঠিকই বলেছেন। করোনার তান্ডবে পৃথিবী যখন দিশেহারা তখন কিছু পাগল ঠিকই ঘুরে বেরিয়েছে ক্ষুধার্ত মানুষের অন্নের অন্বেশনে, পৌঁছে দিয়েছে দ্বারে দ্বারে।

৩| ২৪ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:



স্বার্থ কঠিন সত্যে পরিণত হয়েছে দারিদ্রতার কারণে

২৪ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

ফুয়াদের বাপ বলেছেন: স্ব-স্বার্থ চরিতার্থে অনেকেই যেখানে বিকল্প পথে পরিচালিত হয় সেখানে কিছু মানুষ নি:স্বার্থভাবে কাজ করে যায় পরের তরে।

৪| ২৪ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫২

জুল ভার্ন বলেছেন: উল্লেখিত সংগঠন গুলো আমাদের গর্বের।

২৪ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

ফুয়াদের বাপ বলেছেন: হুম, ঠিক বলেছেন।

৫| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ৯:০৪

জ্যাকেল বলেছেন: ধন্যবাদ। নিঃস্বার্থ হইবার ফলে কি হয় সেইটা বুঝার মত উন্নত মন কিংবা সুযোগ যৌবন কালে হওয়া খুবই কঠিন। অধিকাংশ মানুষের জীবিকা/সম্পদ নিয়ে সময় কাটিয়ে দেয়, সে জানতেও পারে না কত বড় অপরচুনিটি সে মিস করে গেছে।
নিজেকে নিঃস্ব করে পরকে সুখি করে দেবার মাঝে যে বিশাল সুখ আছে তা অনুধাবন অত্যন্ত অভিজ্ঞতার ফল। এইটা হাজারে এক হইবে কি না তাও সন্দেহ।

২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৫

ফুয়াদের বাপ বলেছেন: আমাদের মতো স্বার্থান্বেষী স্বাভাবিক মানুষ দ্বারা সহজে নি:স্বার্থবান হওয়া সম্ভ্যব না। পরোপকারী নি:স্বার্থচারী হতে হলে পাগল টাইপের হতে হয়। যেমনটা হতে পেরেছেন পালন সরকাররা।

আরো চাই আরো চাই নামের সংক্রামক রোগে আক্রান্ত আমাদের সমাজের অধিকংশ মানুষ।

পথশিশুর ক্ষুধাদূরীভূত পরবর্তী তার মুখের চওড়া হাসিটা ইলন মাস্কের সমস্ত সম্পদের চাইতেও বেশি দামি মনে করে যারা ঐ পথশিশুর ক্ষুধা অনুধাবন করে।

অতি সুন্দর মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৬| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এমন অনেক উদাহরন সমাজে আছে বলেই এখনো সমাজ টিকে আছে।
তবে কিনা সরকারী উপরের লেভেলের লোক এবং বড় প্রতিষ্ঠানগুলি চাইলে খুব সহজেই সমাজের অভুতপূর্ব সম্মৃদ্ধী সম্ভব।

২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৯

ফুয়াদের বাপ বলেছেন: প্রিয় লেখক, আমার অধিকাংশ মানুষই লোভ লেভেলের শীর্ষে অবস্থান করি তাই মানবিক মনটা শশান হয়ে যায়। নোংরা পোষাকে ক্ষুধার্ত মানুষগুলোকে দেখে নাক সিঁটকাই তবু পকেট হাতরে একটা পাউরুটি কেনার দশটাকা বের করি না।

কিছু নিবেদিত পাগল ছড়িয়ে আছে বলেই সমাজটা এখনো এতো সুন্দর।

৭| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৫০

শেরজা তপন বলেছেন: ভাল কিছু উদাহরন দিয়েছেন- যদিও কেউ কেউ এদের সব অর্জঙ্কে কলুষিত করতে চাইছে।

২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৪

ফুয়াদের বাপ বলেছেন: হুম, তাদের কার্যক্রম অনসরন করে করোনার ক্রান্তিকালে কিছু করার চেষ্টা করেছিলাম। কী যে সুখ ভাই বলে বুঝাতে পারবো না। এক একটা মানুষের চোখে মুখে কি যে সুখাশ্রু তা ভাষায় প্রকাশ করার মতো না।

হুম, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে কেউ কেউ। কিছু কিছু ক্ষেত্রে যৌক্তিক কারনও আছে। বেনামে কিছু ভুঁইফোর দাতা সংগঠন ইমোশান নিয়ে খেলা করে দেশ-বিদেশ থেকে টাকা সংগ্রহ করে নিজেরাই তা তছরুপ করে। দুই/চারটা বদের হাড্ডির জন্য ভালো একটা উদ্দ্যেগ ভেস্তে যায়।

ধন্যবাদ সুন্দর মন্তব্যর জন্য।

৮| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১:১১

রাজীব নুর বলেছেন: পড়লাম। জানিয়ে গেলাম।

২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৫

ফুয়াদের বাপ বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয় রাজীব ভাই।

৯| ২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:০৭

খায়রুল আহসান বলেছেন: ইন্সপায়ারিং পোস্ট। বিনা স্বার্থে পরোপকারী এসব ব্যক্তি/প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক শ্রদ্ধা!
জ্যাকেল এর মন্তব্যটা খুব ভালো লেগেছে, এবং সেটা ভাবাচ্ছে।

২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৬

ফুয়াদের বাপ বলেছেন: শ্রদ্ধেয়, আন্তরিক ধন্যবাদ জানাই আপনার উপস্থিতিতে। জ্যাকেল ভাইয়ের মন্তব্যটা বেষ্ট মন্তব্য আমার এই পোষ্টে।

১০| ২৫ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: কিছু পাগল ছিল বলেই দুনিয়াটা এত এগিয়েছে।

২৫ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪০

ফুয়াদের বাপ বলেছেন: হুম, এই পাগলদের বিনম্র শ্রদ্ধা আর সুযোগ পেলে সহায়তা

১১| ১১ ই মে, ২০২২ দুপুর ১:৫১

বিজন রয় বলেছেন: ফুয়াদের বাপ কেমন আছেন?

নতুন পোস্ট দিবেন নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.