নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার স্বার্থহীন সম্পর্ক শুধু রোপালী চাঁদের সাথে
সুখ নিয়ে তোমার সাথে আর রেশারেশি করবোনা
তুমি তোমার অহংকারের অলংকার গলে রাখো
সুখে থাকো তোমার মতো তুমি,
উষ্ঠে ধুম্রশলাকা জ্বেলে-
তোমার অপেক্ষায় আর থাকবোনা।
আমি বরং সমুদ্র সৈকতে ধেয়ে আসা ঢেউগুলো গুনবো
সময় নিয়ে তোমার সাথে আর সমঝোতা করবোনা
তুমি তোমার যান্ত্রিকতার জীবনে রোবট হও
সময়ের হিসেব কষো তোমার মতো তুমি,
লোকাল বাসের হ্যান্ডেলে ঝুলে-
তোমার জন্য দৌড়ে আর আসবোনা।
আমার তামাটে ত্বক কালচে হোক ঠাঠানো রোদ্দেরে
রাগ নিয়ে তোমার সাথে আর আগুন খেলা খেলবোনা
তুমি তোমার রাগের অনলে পুড়ে খাঁক হও
পাথুরে-নিরব হয়ে-
তোমার মেজাজ গরম হজম করতে আর আসবোনা।
গোধলী বেলায় ডুবন্ত সূর্যের সাথে সখ্যতা হবে একদিন
সেদিন আলো-আঁধারীর আকাশে কষ্টগুলো ভাসাবো
ভুলো যাবো তোমাকে চিরতরে
হয়তো ভোরের পাখি হবো নতুন সকালে-
তবু, তোমার অপেক্ষায় আর থাকবেনা।
ছবি সংগ্রহ - গুগল মামা
©somewhere in net ltd.