নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সঙ্গীর বুক যেন স্বর্গীয় সুখ
================
সঙ্গীর বুক যেন নির্ভরতার সব সুখ
যার বুকে মাথা রেখে কষ্ট ভুলা যায়,
অমৃত সুধা-সুখ দেয়া যায়-নেয়া যায়,
স্বপ্ন দেখা যায় অদেখা আগামীর।
সঙ্গীর বুকজমিন যেন স্বর্গের ভূখন্ড
ক্লান্ত দুপুরের শীতল-বিশ্রাম একদন্ড।
বিশ্বাসের নি:শ্বাস রাখার সেরা ক্ষেত্র,
সে বুকেই সুখের নোনা জল ছলছল নেত্র।
সঙ্গীর বুকে মাথা যেন প্রস্ফোটিত সুখ-পদ্ম
সেই সঙ্গীর বুকেই রচে জীবনের সব গদ্য
সঙ্গীর বুকে অনুভব করি স্বর্গীয় সেই সুখ
অদেখা স্বর্গ সুখ চাইনা যদি পাই এই বুক।
লেখা:১৯/১১/২০২২
ছবির উৎস: গুগুল মামা
২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৯
ফুয়াদের বাপ বলেছেন: সত্যি বলতে ছবিটাই স্বপ্ন বুনেছে কথাগুলোর। ভালো থাকবেন নিরন্তর।
২| ২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:১০
মোহাম্মদ গোফরান বলেছেন: একটি চমৎকার কবিতা।
২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:০০
ফুয়াদের বাপ বলেছেন: মানুষ বড়ই বিশ্বয়কর প্রানী। অল্প আদরেই খুব বেশি সুখ খুঁজে পায়। প্রিয় মানুষটার বিশ্বাসী বুকটাই মনে হয় পুরো পৃথিবী।
৩| ২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:৫৭
খায়রুল আহসান বলেছেন: 'সঙ্গীর বুক' নিয়ে আপনার ভাবনাগুলো চমৎকার।
সঙ্গীর বুক হয়ে উঠতে পারে এক শান্তির সরোবর
জীবন যখন হয়ে ওঠে ঋঞ্ঝাময়, খরতাপে প্রখর।
২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:০৩
ফুয়াদের বাপ বলেছেন: ভাবনাগুলো মাথায় যেভাবে ঘুরে ঠিক সেভাবে গুছিয়ে লিখতে পারিনা শব্দ ভান্ডারের অভাবে। যে প্রিয় মানুষটার সাথে সারাজীবনের পথ পাড়ি দেবার স্বপ্ন দেখে তার বুকটা হওয়া চাই শীতল শান্তির আতুরঘর।
৪| ২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৮
বাকপ্রবাস বলেছেন: সঙ্গীর বুক সঙ্গেই থাকুক ধরে রাখুক সুখদুখ
২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫১
ফুয়াদের বাপ বলেছেন: কবি ভাই সেই দোয়াই চাই।এই বুকটাই হোক স্বর্গ সুখ।
৫| ২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৬
ফুয়াদের বাপ বলেছেন: ধন্যবাদ ভাই।
৬| ১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৫
সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর- এর জন্যই আমার বুকে হাহাকার
এরকম সঙ্গীর নির্ভরতার সুখ দরকার।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:০৩
জুল ভার্ন বলেছেন: ছবির মতো কবিতাও ভালো হয়েছে।