নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অত্যন্ত সহজ কিসিমের মানুষ...জীবনটাকে সহজভাবে দেখতেই পছন্দ করি...

ফুয়াদের বাপ

সাদা মনের মানুষ...

ফুয়াদের বাপ › বিস্তারিত পোস্টঃ

চলে যাবো একদিন

২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:০২

ঠিক চলে যাবো একদিন
===================
কোন একদিন ঠিক চলে যাবো
ধরার ধারে আর থাকবোনা,
পাখিরা গাইবে গান আগের মতোই,
সন্ধাতারা সাক্ষী হবে পূর্নীমা চাঁদের,
ঘাস মাড়ানো মেঠো পথ পরে রবে,
বাতাসের গন্ধরা খুঁজবে আমায়।

নিশ্চিত চলে যাবো কোন একদিন
রেখে যাবো সব শুভ্র শত-প্রেম,
অপূর্ন আশা, অব্যাক্ত ভালোবাসা,
পাওয়া না পাওয়ার ধূসর-হতাশা,
হৃদয় ভাঙার মৃদু ঝংকার,
সাঙ্গ হবে যত সব অহংকার।

ঠিক চলেই যাবো কোন একদিন
সব চাওয়া-পাওয়ার ইতি হবে এখানে,
চাইলেই কেউ আর পারবেনা-
তাতানো জ্বরের গায়ে হাত বোলাতে,
অভিমানে থাকা মনে ফুল ফোটাতে,
ভালোবাসা ঠিকই রয়ে যাবে অধরা।

লেখা: ২১/১১/২০২২

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:১০

বাকপ্রবাস বলেছেন: গণপ্রজাতন্ত্রী দখলদার বাংলাদেশ বর্তমান সরকারটারেও সঙ্গে নিয়ে যান

২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:২৭

ফুয়াদের বাপ বলেছেন: এই যে, দিলেন তো নিবৃত্তে চলে যাবার পথে বাঁধা। মন চেয়েছে, একলা একা যাবে চলে দূর আকাশের তারার ভিড়ে।

২| ২১ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

স্প্যানকড বলেছেন: চাইলেই যেতে দিচ্ছি না সহজে। ভালো থাকবেন খুব।

২১ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪১

ফুয়াদের বাপ বলেছেন: মানুষ ভালোবাসার পাগল, একটু আদর পেলে গা এলিয়ে দিতে চায়, হারিয়ে যাওয়া তো দূরের কথা।

৩| ২১ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

আহমেদ জী এস বলেছেন: ফুয়াদের বাপ,




পৃথিবীর ভার কমিয়ে যখন চলেই যাবেন তখন সহ-ব্লগার বাকপ্রবাসএর বলা জিনিষটাকে সাথে নিয়ে আর একটু ভার কমিয়ে গেলে ক্ষতি কি ? :P

বলেছেন, আপনি চলে গেলে বাতাসের গন্ধরা খুঁজবে আপনাকে। তাই কি ?
এখানটাতে খুঁজুন উত্তর -----খুব জানতে ইচ্ছে করে...............

২২ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৯

ফুয়াদের বাপ বলেছেন: প্রকৃতির সাথে সখ্যতা থাকার কারনে অনুভূতিতে মনে হচ্ছে প্রতিদিনের পরিচিত বাতাস হয়তো আমাকে খুঁজবে (বাতাস এখানে রূপক অর্থ-প্রিয় মানুষ যারা আপনাকে ভালোবাসতো তারা হয়তো কিছুদিন আপনাকে মনে রাখবে)।

"খুব জানতে ইচ্ছে করে" - সুন্দর লেখনী, মন্তব্য সেখানেই করলাম।

৪| ২১ শে নভেম্বর, ২০২২ রাত ৮:২৯

গেঁয়ো ভূত বলেছেন: চমৎকার সুন্দর কবিতা!
সবই মিছা রে ভাই, চলে যাওয়াই পরম সত্য।

২২ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৪০

ফুয়াদের বাপ বলেছেন: চলেই যাবো চরম সত্য তবে অল্প সময়ের জীবনে ভালোবাসাটুকু যেনো অধরা না থাকে। প্রিয় মানুষগুলোর ভালোবাসা সাথে থাকুক নাকে দম থাকা অব্দি।

৫| ২১ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: একদিন আমাদের সকলে চলে যেতে হবে।

২২ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৪১

ফুয়াদের বাপ বলেছেন: এটাই জগতের কঠিন সত্য...চলেই যেতে হবে।

৬| ২১ শে নভেম্বর, ২০২২ রাত ১০:১৩

জিনাত নাজিয়া বলেছেন: আমাদের জন্মই হয় মৃত্যুর জন্য। কবিতা খুব ভালো লেগেছে। কবির জন্য শুভকামনা।

২২ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৪২

ফুয়াদের বাপ বলেছেন: আমরা জন্মাই একটা নির্দিষ্ট তারিখে তবে মৃত্যুর তারিখ আমাদের কারো জানা নাই। শুধু জানি পৃথিবী থাকার যায়গা নয়, চলেই যেতে হবে কোন একদিন...

৭| ২২ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এটাই জগতের কঠিন সত্য...চলেই যেতে হবে।

কিন্তু আমি এখন মরতে চাই না। আমার মেয়েটা অনেক ছোট।

২২ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৩২

ফুয়াদের বাপ বলেছেন: দোয়া করি দীর্ঘজীবি হোন। রাজকন্যার সাথে থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.