নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অত্যন্ত সহজ কিসিমের মানুষ...জীবনটাকে সহজভাবে দেখতেই পছন্দ করি...

ফুয়াদের বাপ

সাদা মনের মানুষ...

ফুয়াদের বাপ › বিস্তারিত পোস্টঃ

সৌদি প্রবাসীদের পক্ষ থেকে "অভিনন্দন" সৌদি আরব কে

২২ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৩


সৌদি প্রবাসীদের পক্ষ থেকে "অভিনন্দন" সৌদি আরব কে নৈন্দনিক ফুটবল যাদু দেখিয়ে শক্তিশালি আর্জেটিনাকে ১-২ গোলে পরাজিত করে কাতার বিশ্বকাপ ২০২২ যাত্রা শুরু করার জন্য।

শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে যাচ্ছিল আর্জেনটিনা। খেলার আট মিনিটের মাথায় পেনাল্টিতে প্রথম গোল দিয়েই জানান দিচ্ছিল শক্তিমত্তার। দ্বিতীয় গোল অফসাইডের চক্করে বাদ হলো। তুমুল নাটকীয়তার সাথে শেষ হলো প্রথমার্ধ। প্রথমার্ধে ডিফেন্স করতে করতেই সৌদি ক্লান্ত ছিল। দ্বিতীয়ার্ধে সৌদি কিছুটা আক্রমাত্বক খেলা শুরু করে এবং ফলাফল ১-১। টানটান উত্তেজনা পুরো মাঠ। আর্জেনটিনা মরিয়া হয়ে খেলতে শুরু করে। আক্রমনের পর আক্রমন করতে থাকে কিন্তু সৌদি গোলকিপার দেয়াল হয়ে দাড়িয়ে পাহাড়ায়। আর্জেনটিনার সব প্রচেষ্টা যখন ব্যার্থ হচ্ছে এমন সময় সৌদি আরব পাল্টা আক্রমনে গোল ব্যাবধান ১-২ করে ফেলে।

এর পরের গল্পটা ইতিহাস-সৌদি আরব ১-২ গোলে শক্তিশালি আর্জেনটিনাকে পরাজিত করলো।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা গ্রুপের আর দুই খেলায় জিতলে লোকে তাদেরকে শক্তিশালী দল মনে করবে। নতুবা তাদের এ জয় অঘটন হিসাবে বিবেচিত হবে।

২| ২২ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাটস অফ সৌদি গোল কীপার। সৌদি আরব ভালো ফুটবল খেলেছে। কাতারে দর্শক ফেভার ও ভ্যানু ফ্যাভার পেয়েছে ফলে কনফিডেন্স লেভেল দেখার মতো ছিল।

৩| ২২ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৩১

জুল ভার্ন বলেছেন: যোগ্যতর দল হিসেবেই সৌদি আরব জিতেছে।

৪| ২২ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৩৮

জগতারন বলেছেন:
সোউদি'রা দুই গোল হান্দাইয়া দিছে ?
ইহা একটি অঘটন (!)
১৯৯০ এমনই অঘটন ঘটেছিল।
চিন্ত নেই পরের দিক ঠিক হলে সব ঠিক ।

৫| ২৩ শে নভেম্বর, ২০২২ রাত ১২:২১

নেওয়াজ আলি বলেছেন: অভিনন্দন সৌদি আরবকে

৬| ২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: নবীজির দেশ বলে কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.