নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
A+ এর বাম্পার ফলন
==============
A+ এর বাম্পার ফলন/ছড়াছড়ি হলেও শিক্ষার মান নিয়ে প্রশ্ন আছে বিজ্ঞজনের মনে। A+ প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরিক্ষায় নূন্যতম পাশ মার্ক তুলতে না পারে তখন তাদের অর্জিত মেধা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। আমাদের সময় পরীক্ষার হলে ঘাড় ঘুরাতে পারতাম না এতো কড়া গার্ড দিতো শিক্ষকরা। আর এখন নাকি কড়া গার্ড দেওয়া তো দূরের কথা বরং পরীক্ষা চলাকালীন নাকি প্রয়োজনে দেখাদেখি করে লেখার সুযোগ করে দেয়।
ঠিকঠাক পড়াশোনা না করে যারা A+ মেধাবী হবে এবং পরবর্তীতে তারাই হবে ভবিষ্যতের ডাক্তার,ইঞ্জিনিয়ার। মেধাহীন A+ ডাক্তারের হাতে হবে অপারেশান-চিকিৎসা। বাধ্য হয়ে ভারতমুখী হবে সচ্ছল রোগীরা, গরীবের মরন যাত্রা। হয়তো এমনই মেধাহীন A+ ইঞ্জিনিয়ারের হাতে তৈরি হবে আরেকটা রানা প্লাজা-ভবন।
শিক্ষাই জাতির মেরুদন্ড। মেধাহীন এমন A+ বাম্পার ফলন শিক্ষা ব্যাবস্থা ক্যান্সারের মতো জাতির মেরুদন্ড খেয়ে ফেলতেছে।
কথায় আছে "যদি কোন জাতিকে দীর্ঘমেয়াদী সময়ের জন্য ধ্বংস করতে চাও তবে তার শিক্ষা ব্যবস্থাকে আগে ধ্বংস করে দাও"
- ছবির তথ্যসুত্র জানিনা। ফেবু থেকে পাওয়া ছবি।
২| ৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:০৫
জুল ভার্ন বলেছেন: আওয়ামী উন্নয়নের ডামাডোলে মেধার বিষ্ফোরন!
৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৫
ফুয়াদের বাপ বলেছেন: রাষ্ট্রক্ষমতায় কোন যে দলই থাকুক শিক্ষা ব্যাবস্থা যেন ধ্বংস হয়ে না যায়-প্রত্যাশা।
৩| ৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: দুই হাজার সালের পর থেকেই বাংলাদেশে লেখাপড়ার মান কমে গেছে।
৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৩
ফুয়াদের বাপ বলেছেন: এগিয়ে যাওয়া পৃথিবীতে জাতি হিসেবে টিকে থাকতে যথার্থ শিক্ষার কোন বিকল্প নাই।
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০০
সোনাগাজী বলেছেন:
আপনার সময়ের পড়ালেখা নিয়ে লেখেন, তখন শিক্ষামন্ত্রী কে ছিলেন?