নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বকাপের নিজস্ব বিশ্লেষণ
================
কাতার বিশ্বকাপ ২০২২ গোল্ডেন কাপের দ্বিতীয় রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত বেশ জমজমাট হবে মনে হচ্ছে। শীর্ষ ষোল প্রায় নিশ্চিত। বাংলাদেশের সমর্থকদের অধিকাংশ বিভক্ত ব্রাজিল/আর্জেন্টিনায়। তবে কাপ ঘরে নেবার মতো প্রথম রাউন্ডে ভালো খেলছে আরো কিছু দল। সেগুলোর মধ্যে আমি এগিয়ে রাখবো নেদারল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স এবং স্পেন-কে।
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতার সম্ভ্যাবনা -
আর্জেন্টিনা দ্বিতীয় পর্বে খেলবে অস্ট্রেলিয়ার সাথে এবং জিতার সম্ভ্যাবনা ৭৫%। মানে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা খেলবে নেদারল্যান্ড/আমেরিকার সাথে এবং এখানে জিতার সম্ভ্যাবনা ৬৫%। সেমিফাইনালে খেলতে হবে ইংল্যান্ড (সম্ভ্যাব্য)/ ফ্রান্সের (সম্ভ্যাব্য) সাথে এবং জিতার সম্ভ্যবনা ৪০%। যদি ফাইনালে যায় তবে খেলতে হতে পারে ব্রাজিল/স্পেন/পূর্তুগাল এবং জিতার সম্ভ্যাবনা ৫০%-৫০%।
ব্রাজিল বিশ্বকাপ জিতার সম্ভ্যাবনা -
ব্রাজিল দ্বিতীয় পর্বে খেলবে ঘানা (সম্ভ্যাব্য) সাথে এবং জিতার সম্ভ্যাবনা ৯০%। মানে কোয়ার্টার ফাইনালে খেলবে সুইজারল্যান্ড(সম্ভ্যাব্য)/পূর্তুগালের সাথে এবং এখানে জিতার সম্ভ্যাবনা ৭৫%। সেমিফাইনালে খেলতে হবে স্পেন (সম্ভ্যাব্য)/জার্মানি(সম্ভ্যাব্য) সাথে এবং জিতার সম্ভ্যাবনা ৬৫%। যদি ফাইনালে যায় তবে খেলতে হতে পারে আর্জেন্টিনা/ইংল্যান্ড/ফ্রান্স/নেদারল্যান্ড এর সাথে এবং জিতার সম্ভ্যাবনা ৫০%-৫০%।
উপরের বিশ্লেষন অলস মস্তিষ্কের চিন্তার ফসল।
ছবি সুত্র - নিজের বানানো
লেখা:০১/১২/২০২২
০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৬
ফুয়াদের বাপ বলেছেন: আবজাব চিন্তার সাথে সহমত আছেন, মানে স্ব-ভাবনা কিছুটা হলেও ঠিক আছে।
২| ০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্রাজিল আর আর্জেন্টিনার যেকোন একটা দল কাপ নেবে যদি দুটো দলই ফাইনাল খেলে!
০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৬
ফুয়াদের বাপ বলেছেন: হাহাহা...ভালো বলেছেন। আমার মনে হয় না ফাইনাল ব্রাজিল-আর্জেন্টিনা খেলবে। স্পেন/ফ্রান্স/ইংল্যান্ড/নেদারল্যান্ড এর কোন একটা থাকতে পারে ফাইনালে সাথে ব্রাজিল/আর্জেন্টিনা কোন একটা।
৩| ০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১০
রাজীব নুর বলেছেন: হ্যাঁ এরকমই হবে।
বিশ্লেষণ ঠিকই আছে। কাছাকাছি।
০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৮
ফুয়াদের বাপ বলেছেন: অফিসের কাজের ফাঁকে অলস সময়ের চিন্তায় অনুমান করার চেষ্টা করলাম কি হতে পারে দ্বিতীয় রাউন্ড থেকে ফাইনাল অব্দি খেলার ধরন...
৪| ০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সম্ভবতো এবারের ফাইনালটা অন্য রকম হবে।
০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২৭
ফুয়াদের বাপ বলেছেন: ফাইনালে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখবো মনে হয়...
৫| ০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৪
গেঁয়ো ভূত বলেছেন: সব তো ঠিকই আছে, মাগার আর্জেন্টিনা আর ব্রাজিল ফাইনাল এ গেলে আংগো ক্রেজি সাপোর্টার গো কি অইবো?????????
সেটাতো একটা ভাবনার মতো বিষয় !
০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২৮
ফুয়াদের বাপ বলেছেন: দুই দলেরই এক্সটা ক্রেজি সাপোর্টার আছে।
৬| ০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:১২
জুল ভার্ন বলেছেন: উপস্থিত ৫২ জনের মধ্যে আমিই একমাত্র আর্জেন্টিনা সাপোর্টার যে গত রাতে আর্জেন্টিনা পোল্যান্ডের খেলা দেখিনি.....
আজ একটি সরকারি অফিসে একটা সেমিনারে অংশগ্রহণ করেছিলাম..... সরকারের ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও আমরা প্রায় ৪০ জন ব্যবসায়ী উপস্থিত ছিলাম। আমি ছাড়া সবাই ছিলেন ঘুমকাতুরে। একপর্যায়ে সেমিনার সভাপতি সরকারের অতিরিক্ত সচিব স্বীকার করলেন- "রাত জেগে আর্জেন্টিনা-পোল্যান্ড খেলা দেখেছি- তাই ঘুম পাচ্ছে!"
প্রসঙ্গটা উল্লেখ করার কারণ হলো, খেলায় আমার পছন্দ অপছন্দ আছে, প্রেডিকশন আছে তারপরও প্রত্যাশা- এশিয়া, আফ্রিকার কোনো দেশ চ্যাম্পিয়ন হোক।
০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩০
ফুয়াদের বাপ বলেছেন: সৌদিতেও অনেকটা একই অবস্থা। সকালে অফিসে এসে দেখি সৌদি কলিগরা এখনো আসেনাই। রাত জেগে খেলা দেখা আর নিজ দেশ হারার কষ্ট। দেরিতে অফিসে এসেও খেলা নিয়ে ক্ষোভ আলোচনা।
৭| ০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪৭
নেওয়াজ আলি বলেছেন: দ্বিতীয় রাউন্ড হতে খেলা জমজমাট হয়ে উঠবে। দুই বড় দলের বাহিরে নতুন কেউ কাপ জিতলে ভালো হতো।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিশ্লেষণ ঠিক আছে, অলস মস্তিষ্কের না।