নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অত্যন্ত সহজ কিসিমের মানুষ...জীবনটাকে সহজভাবে দেখতেই পছন্দ করি...

ফুয়াদের বাপ

সাদা মনের মানুষ...

ফুয়াদের বাপ › বিস্তারিত পোস্টঃ

মেসি মশাই এখন ঢাকার পল্টনে

০৮ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:১৮


ছবি: অন্তর্জাল থেকে নেওয়া

বিশ্বজুড়ে বিশ্বকাপের জ্বরে কাপছে ফুটবল প্রেমিরা। মেসি মশাইয়ের বয়স অনুপাতে এটাই সম্ভ্যাব্য শেষ বিশ্বকাপ। ঘরভর্তি মেসি মশাইয়ের কতশত পুরষ্কার। অধরা শুধু বিশ্বকাপে চুমু খাওয়া।

পত্রিকার পাতায় সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ছবি তরিৎ গতিতে ছড়িয়ে পড়ছে। কাতার বিশ্বকাপ ছেড়ে মেসি মশাই পল্টনে কি করেন!!! মেসি বসের উচিৎ পায়ে ফুটবল নিয়ে কসরৎ করা, হাতে হেভি অস্র নিয়ে নয়। সক্ষমতার সবটুকু যাদু হোক পায়ে-বলে কাতারের ময়দানে। পল্টনে পাইপ দিয়ে পটল তুলার কাজে সহায়তা করার কি দরকার।

মেসি মশাই ভাবে, "কাতারে এতো চমৎকার পায়ের যাদুর পর পল্টনে পাইপ হাতে এমন পারফর্মেন্সের পরেও ব্রাজিলয়ানরা আর্জেন্টিনারে পঁচায় ক্যান!!!"

যদিও গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশীদ দাবী করেছেন, আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে গুলি করা ব্যক্তি মেসি মশাই নন।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ব্যাপক বিনোদন

২| ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:২৫

ঢাবিয়ান বলেছেন: মেসি মহাশয় মাথায় হেলমেট , হাতে বন্দুক নিয়ে ব্রাজিল সাপোর্টার খুজে বেড়াচ্ছে মনে হয় !!

৩| ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩১

আহমেদ জী এস বলেছেন: ফুয়াদের বাপ,




এটাও শুনেছি, পুলিশের পাশে থেকেই এ্যাকশনে নামা এই মেসিকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছেনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি দেখে নাকি তাকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে! :|

কী অদ্ভুত স্বদেশ আমার!!!!!!!!!!!!!

৪| ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৭

নেওয়াজ আলি বলেছেন: দক্ষ পুলিশ হায়ার করা। এখন খুজে পাবে না

৫| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:
সামান্য রাবার বুলেটের ভয়ে?
২০ ২৫ টা পুলিশের দশ মিনিটের ধাওয়ায় কোটি কোটি মানুষ খিচুরীর হাড়ি ফেলে পালিয়ে গেল।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ২:৪৪

স্প্যানকড বলেছেন: হা হা হা.... ভাগ্যিস ব্রা পড়ে নাই ! =p~

৭| ০৯ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.