নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্রোশিয়ার ক্রোধ বধে আরাধোনার আর্জেনটিনা
============================
সৌদি আরবের সাথে হেরে যাওয়া আর্জেনটিনা গ্রুপ পর্ব পার হবে কিনা তা নিয়ে সংশয়ে পরে গিয়েছিল পুরো বিশ্বের ফুটবল বোদ্ধারা। বিশ্বে ছড়িয়ে থাকা সমর্থকদের ভালে ভাঁজ ছিল পারবে তো! সব হিসেব নিকেশ পাতায় ডলে মেক্সিকোকে মেরে, পোল্যান্ডকে পংঙ্গু করে গ্রুপ পর্বের শীর্ষস্থান নিয়ে শেষ ষোলতে পদার্পন করেছে দাপটের সাথে। প্রথম নক-আউট পর্বে অষ্ট্রেলিয়াকে আউট করে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের সাথে নব্বই মিনিটে প্রায় জিতা ম্যাচ একশ-বিশ মিনিট খেলে যথেষ্ট নাকানি-চুবানী খেয়ে অবশেষে পেনাল্টি শটে গোলকিপারের অস্বাধারন গোল-সেইভ নৈপূন্যে সেমি ফাইনালের টিকিট হাতে পেয়েছে মেসি মশাই।
অপর দিকে ক্রোশিয়া গ্রুপ পর্বে এক ম্যাচ জয় আর দুই ম্যাচ ড্র করে মোট ৫ পয়েন্ট নিয়ে ক্রোধের দাপটেই নক-আউট পর্বে পদার্পন করেছে তবে তাদের খেলার তুলনায় ভাগ্য বেশি সহায় ছিল বলে মনে হয়। প্রথম নক-আউট পর্বে জাপানের সাথে পুরো নব্বই মিনিট সমানে সমান লড়াই করে সমতা নিয়ে পরবর্তী ত্রিশ মিনিটেও সাপে-নেউলে লড়াই করে অবশেষে পেনাল্টি শটে সমাধান। জাপানের গোলকিপার অতটা দক্ষ মনে হলো না। অপরদিকে ক্রোশিয়ার গোলকিপার পরপার গোল সেইভ করে দলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেয়। শক্তিশালী ব্রাজিলের সাথে জিতবে এমন বাজি তুখোড় বাজিকররাও হয়তো অনুমান করতে পারেনি। ব্রাজিলের ছন্দময় আক্রমন, আচমকা আক্রমন, কর্নার-ফ্রি কিক সবই এক এক করে ব্যার্থ হতে হতে নব্বই মিনিট পার হয়ে পরবর্তী ত্রিশ মিনিটও অতিক্রম করে ক্রোশিয়ার ক্রোধের মুখে হার মানে পেনাল্টি শটের সমাধানে।
ফুটবল পরাশক্তি বেলজিয়াম-ব্রাজিল বধের কবিরাজ-ক্রোশিয়ার ক্রোধ বধে আজ মাঠে নামবে সম্ভ্যাব্য সর্বকালের সেরা খেলোয়ার মেসি মশাইয়ের নেতৃত্বে আর্জেনটিনা। বিলিয়ন ডলার প্রশ্ন সবার মনে,"আজ কি পারবে আর্জেন্টিনা ক্রোশিয়ার ক্রোধকে প্রশমিত করতে!!!"
বাস্তবতার নিরিখে অনুমান -
=> বিশ্বকাপ সেমিফাইনালে কখনও হারেনি আর্জেন্টিনা
=> খেলা এ পর্যন্ত যতটুকু দেখেছি তাতে আর্জেন্টিনাকেই খেলোয়াড়ি শক্তিতে বেশি পেশিবহুল মনে হচ্ছে
=> মেসি মশাই ফর্মের তুঙ্গে আছে, এতো নিখুঁদ ভাবে সুযোগ সৃষ্টিকরা ফুটবল যাদুকরের প্রভাবে আর্জেন্টিনা এগিয়ে থাকবে
=> ডি মারিয়া পুরোপুরি ফিট থাকলে মেসি মশাই ক্রোশিয়ার রক্ষনভাগ লন্ডভন্ড করে দেওয়ার সম্ভ্যাবনা আছে।
=> খেলা সম্ভ্যবত প্রথম ৯০ মিনিটেই সমাধান হবে।
=> আর্জেন্টিনা জয়ের সম্ভ্যাবনা গুগুল মামা বলছে ৫২%, আমার মতে ৭৫%
সবশেষে, টানটান উত্তেজনার জমজমাট একটা খেলা দেখার স্বপ্ন দেখছি।
১৪ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১৩
ফুয়াদের বাপ বলেছেন: অনুমানে একমত হওয়ায় ধন্যবাদ।
২| ১৩ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১২
মোহাম্মদ গোফরান বলেছেন: আর্জেন্টিনা নার্ভাস না হয়ে স্বাভাবিক খেলা খেললে আজকে জিতবে। শুধু মেসির দিকে তাকিয়ে না থেকে সব স্টাইকারকে গোল দেয়ার চেষ্টা করতে হবে।
১৪ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১৫
ফুয়াদের বাপ বলেছেন: প্রথম দিকের খেলা দেখে মনে হচ্ছিল ক্রোয়েশিয়া তো ভালোই খেলছে, বল তো সারাক্ষনই তাদের দখলে। কিন্তু আর্জেন্টিনার ম্যাচ পরিকল্পনায় কিছুটা ভিন্নতা ছিল মনে হচ্ছে। ক্রোয়েশিয়া যে আর্জেন্টিনার সিলেবাস গতরাতে স্টাডি করেছে বাস্তবে ভিন্নতা দেখেছে-ফলাফল ৩-০
৩| ১৪ ই ডিসেম্বর, ২০২২ রাত ৩:৩৬
নূর আলম হিরণ বলেছেন: ক্রোয়েশিয়া বধ করেছে ৩-০ তে আর্জেন্টিনা।
১৪ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১৯
ফুয়াদের বাপ বলেছেন: হুম, আর্জেন্টাইন সমর্থকরা অর্থবোধক রাত জেগেছে কাল। ছন্দ-গাতির তীর-ধনুকে কিভাবে ক্রোয়েশিয়ার ক্রোধ রোধ করেছে তা নির্ঘূম অপলক চোখে দেখেছে আর ক্ষনে ক্ষনে প্রান শক্তির সবটুকু দিয়ে চিৎকার করে আনন্দ নীলাকাশের সাদা মেঘে ভাসিয়ে দিয়েছে...
৪| ১৪ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:২৫
বিটপি বলেছেন: বাস্তবতার নিরিখে অনুমানঃ
বিশ্বকাপ সেমিফাইনালে কখনও হারেনি আর্জেন্টিনা
- এবারেও হারলোনা
খেলা এ পর্যন্ত যতটুকু দেখেছি তাতে আর্জেন্টিনাকেই খেলোয়াড়ি শক্তিতে বেশি পেশিবহুল মনে হচ্ছে
- দারুণ পেশিশক্তি দেখিয়েছে সেমিফাইনালে। তবে ফ্রান্সের বিপক্ষে পেশির চেয়ে ক্ষিপ্রতা বেশি দরকার হবে।
মেসি মশাই ফর্মের তুঙ্গে আছে, এতো নিখুঁদ ভাবে সুযোগ সৃষ্টিকরা ফুটবল যাদুকরের প্রভাবে আর্জেন্টিনা এগিয়ে থাকবে
- তৃতীয় গোলের সুযোগ যেভাবে তৈরি করে দিয়েছে - এক কথায় অসাধারণ!
ডি মারিয়া পুরোপুরি ফিট থাকলে মেসি মশাই ক্রোশিয়ার রক্ষনভাগ লন্ডভন্ড করে দেওয়ার সম্ভ্যাবনা আছে।
- ডি মারিয়ার কাজ আল্ভারেজ খুব সুচারূভাবেই সম্পন্ন করেছে।
খেলা সম্ভ্যবত প্রথম ৯০ মিনিটেই সমাধান হবে।
- তাই হয়েছে।
আর্জেন্টিনা জয়ের সম্ভ্যাবনা গুগুল মামা বলছে ৫২%, আমার মতে ৭৫%
- একদম ঠিক।
এরকম দুর্দান্ত অনুমান ক্যামনে করলেন, বলুন তো? আবার দেখুন, গত বিশ্বকাপের গ্রুপ পর্বে এই ক্রোয়েশিয়ার কাছেই কিন্তু ৩ গোল খেয়েছিল আর্জেন্টিনা।
১৪ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৮
ফুয়াদের বাপ বলেছেন: ১) ফাইনালে আর্জেন্টিনা বরাবরই নার্ভাস লেভেলে থাকে যা ২০১৪ বিশ্বকাপে জার্মানীর সাথে দেখেছি - ফাইনালে ফ্রান্স আর্জেন্টিনাকে ফ্রাই করার সম্ভ্যাবনা আছে।
২) সৌদির সাথে প্রথম খেলায় হারার পর থেকে কিন্তু খেয়াল করবেন আর্জেন্টিনার খেলার উন্নতি দেখার মতো। প্রতিপক্ষের কে এবং তাদের খেলার রণকৌশল কি ধরনের হতে পারে তা বিবেচনায় নিয়ে প্রতি ম্যাচেই আর্জেন্টিনা খেলার কৌশল/খেলোয়াড় পরিবর্তন করেছে। ফ্রান্সের সাথে গতির ক্ষিপ্রতা তো লাগবেই সাথে ওদের ভুল পাস/ডি-বক্সের সামনে অযথা বল প্যাচানো দিকে বাড়তি নজর দিতে হবে।
৩) ফাইনালে আলভারেজ-ডি-মারিয়া-মেসি একসাথে খেললে কি ভয়ংকর আক্রমন হতে পারে তা কল্পনা করছি।
পরিশেষে ধন্যবাদ অনুমানের প্রতিটি পয়েন্ট ধরে ধরে এমন সুন্দর মন্তব্য করার জন্য।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: আপনি নিশ্চিত থাকুন এবার কাপ আর্জেন্টিনা পাবে।
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১০
জগতারন বলেছেন:
=< বিশ্বকাপ সেমিফাইনালে কখনও হারেনি আর্জেন্টিনা
=< খেলা এ পর্যন্ত যতটুকু দেখেছি তাতে আর্জেন্টিনাকেই খেলোয়াড়ি শক্তিতে বেশি পেশিবহুল মনে হচ্ছে
=< মেসি মশাই ফর্মের তুঙ্গে আছে, এতো নিখুঁদ ভাবে সুযোগ সৃষ্টিকরা ফুটবল যাদুকরের প্রভাবে আর্জেন্টিনা এগিয়ে থাকবে
=< ডি মারিয়া পুরোপুরি ফিট থাকলে মেসি মশাই ক্রোশিয়ার রক্ষনভাগ লন্ডভন্ড করে দেওয়ার সম্ভ্যাবনা আছে।
=< খেলা সম্ভ্যবত প্রথম ৯০ মিনিটেই সমাধান হবে।
=< আর্জেন্টিনা জয়ের সম্ভ্যাবনা গুগুল মামা বলছে ৫২%, আমার মতে ৭৫%
সহমত !