নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোরা আলাভোলা আমজনতা
==================
মোরা আলাভোলা আমজনতা
ভালো-মন্দ বুঝিনা
পারলে পাদুকা পিঠে নেই
চাষী-চন্ডাল চিনিনা।
মোদের চক্ষু গেছে চড়কগাছে
ন্যায়-অন্যায় দেখিনা
কান দুইটা চিলেই নিছে
কোন কিছুই শুনিনা।
মোদের দুষ্ট লোকে মিষ্টি বলে
ব্যাংক লুটে সরকার
শেয়ার বাজারে হজবরল
হায়হুতাশে হাহাকার।
টিনের চশমা খুলে দেখি
দেশের কত্তো উন্নয়ন
মেগা প্রকল্প মেগা ঋনে
মধুর মাছি ভনভন।
মোরা আলাভোলা আমজনতা
কিছু বলার সাধ্য নাই
মোদের পেটে ক্ষুধা-পিঠে বোঝা
টিসিবির ট্রাকে যাই।
লেখা: ২২-১২-২০২২
২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৭
ফুয়াদের বাপ বলেছেন: আমরা সত্যি সত্যিই আলাভোলা আমজনতা।
২| ২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৮
বাকপ্রবাস বলেছেন: বুঝিনা - খুজিনা
দেখিনা - লেখিনা
সরকার - দরকার
উন্নয়ন - .....
নাই - যাই (ওকে)
অন্ত্যমিলগুলো এভাবে না করলে ছন্দ ঠিক থাকেনা
২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৫
ফুয়াদের বাপ বলেছেন: প্রিয় কবি, পরামর্শের জন্য ধন্যবাদ। আপনাদের লেখা পড়ে প্রতিনিয়ত শিখি।
৩| ২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাঙালি = সরল !
২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৫
ফুয়াদের বাপ বলেছেন: আমরা অধিকাংশই আলাভোলা আমজনতা।
৪| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৬
নেওয়াজ আলি বলেছেন: মুখ দেখে টিসিবি দেয় এবং খায় তারা। ইউনিয়ন বোর্ড অফিসে গিয়ে সব দেখে আসলাম। চেয়ারম্যান যেনো চোর নয় ডাকাত ১০০ তার জন্য। মনে হয় বেচে খায়।
২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৬
ফুয়াদের বাপ বলেছেন: চারপাশের সবই লোটপাটের কারখানা। চেয়ে চেয়ে দেখা ছাড়া কিচ্ছু করার থাকে না আলাভোলা আমজনতার।
৫| ২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমরা সত্যি সত্যিই আলাভোলা আমজনতা।
আমরা আলাভোলা নই। আমাদের আলাভোলা করে রাখা হয়েছে।
২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৮
ফুয়াদের বাপ বলেছেন: একমত, ক্রসফায়ার/গুমকে ভয় পাওয়া ছাড়া স্বাধারন জনগনের উপায়ও নেই।
৬| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
সত্যি কথার ছড়া
২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৮
ফুয়াদের বাপ বলেছেন: প্রতিনিয়ত কষাঘাতের আঘাতে বাধ্য হয়ে মোরা আলাভোলা আমজনতা। তবে, ঘুমন্ত আগ্নেয়গীরি যখন জেগে উঠে তখন চারপাশ পুড়িয়ে খাঁক করে দেয়।
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২০
রাজীব নুর বলেছেন: প্রতিটা লাইন ই সত্য।