নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লোডশেডিংয়ের উপকারীতা(রম্য)
====================
=> বাধ্য হয়ে ব্যাবহার কম হওয়ায় বিদ্যুৎ বিল কম আসে।
=> ইলিক্ট্রনিক্স সামগ্রী (টিভি/ফ্রিজ/ফ্যান) ব্যাবহার কম হওয়ায় টেকে বেশিদিন।
=> অন্ধকার রাতে ভরা পূর্নিমা চাঁদের রূপালী জোছনা উপভোগ করার সুযোগ পাওয়া যায়।
=> গরমের আরামে শরীর থেকে ঘামের সাথে প্রচুর বর্জ্য পদার্থ বের হয়ে যায়। এতে শরীর থাকে ঝরঝরে।
=> গরমের আরামে রাতে ঘুম কম হয় তাই প্রাত্যহিক কর্মঘন্টা বৃদ্ধি পায়। তাছাড়া রাতে সজাগ থাকার কারনে ঘরে চুরি আশংকা কমে।
=> সন্ধারাতে বিদ্যুৎ থাকার কারনে যদি কোন কারনে ঘুমিয়েও যান, নিশ্চিত থাকেন লোডশেডিং আপনাকে মধ্যেরাতে জাগিয়ে তুলবে। ভালোবাসার মানুষ পাশে থাকলে তো মধুক্ষন সাক্ষাত হানিমুন।
=> বেশি বেশি লোডশেডিং হলে অনেক বাংলা খিস্তি-গালি অটো চর্চায় থাকে। ফলে কারো সাথে কখনো গিট্টু লাগলে মুখ থেকে সহজেই মাস্তান স্টাইলে খিস্তি বের হবে।
=> লোডশেডিং থাকাকালীন সময়ে অনেক কল-কারখানার কাজ সাময়িক স্থগিত থাকে। বিদ্যুৎ আসার সাথে সাথে কর্মীরা স্বদলবলে সবাই কাজে ঝাপিয়ে পরে। কমসময়ে বেশি কাজ করার দক্ষতা বৃদ্ধি পায়। কর্মীরা হয়ে উঠে আরো পরিশ্রমী-আরো কর্মঠ।
=> লোডশেডিং হলে পড়াফাঁকিবাজরা বেজায় খুশি থাকে। গরমের আরামের দোহাই দিয়ে পড়তে বসতে হয় না।
=> লোডশেডিংয়ের সময় গরমের আরামে মাথাও কিঞ্চিত গরম থাকে। গরমের উপর দোষ চাপিয়ে বউয়ের উপর গরম ঝারি দিতে পারেন (সংবিধিবদ্ধ সর্তকরন: বউ হতে সাবধান)।
=> লোডশেডিং এর কারনে wifi বন্ধ থাকে তাই বাধ্য হয়ে সবাই অনলাইন বন্ধু ছেড়ে সামনে বসে থাকা বন্ধুর সাথে গল্প করার সুযোগ পায়। এতে কাছের মানুষদের সাথে সোহার্দপূর্ন সম্পর্ক বৃদ্ধি পায়।
=> বিদ্যুৎ না থাকার কারনে প্রচলিত রাজনৈতিক টকশো এর টক কথা শোনা লাগে না।
=> লোডশেডিং থাকার কারনে ভারতীয় ওয়েবসিরিজগুলো দেখে সময় অপচয় হয় না, মেয়েরা ঘরের কাজে মনযোগী হওয়ার সুযোগ পায়।
=> লোডশেডিং এর সুবাধে ভাবীরা বাবুর বাপকে দিয়ে হাত পাখার বাতাস খেতে খেতে গান গেতে পারে-"তোমার হাত পাখার বাতাসে প্রান জুড়িয়ে আসে"
অবশেষে, লোডশেডিং আছে বলেই আবার বিদ্যুৎ এসেছে বলে চিৎকারে আনন্দ প্রকাশ করতে পারি।
০৭ ই জুন, ২০২৩ বিকাল ৫:৩৫
ফুয়াদের বাপ বলেছেন: বাহ! দারুন তো! লোডশেডিং এর উপকারীতা বর্ননা করে কভু শেষ হবে না।
২| ০৭ ই জুন, ২০২৩ বিকাল ৫:৫১
জটিল ভাই বলেছেন:
লোডশেডিং-এর আনন্দে ফুয়াদের মায়েরা খাক ফুয়াদের বাপেদের হাতের বাতাস আর গেয়ে উঠুক,
"তোমার হাত পাখার বাতাসে, প্রাণ জুড়িয়ে আসে!"
০৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৩
ফুয়াদের বাপ বলেছেন: সুযোগ থাকলে হানিমুন হোক ঘরে ঘরে...
৩| ০৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬
জ্যাক স্মিথ বলেছেন: লোডশেডিং এর কল্যাণে আমার অন্তত দুই জনের সাথে সম্পর্কের উন্নয়ন হয়েছে, আগে প্রতিদিন দেখা হলেও টুকটাক হাই, হ্যালো পর্যন্তই শেষ, কিন্তু গত কিছুদিন ধরে প্রতিদিন সন্ধার পর ১ ঘন্টা করে আলাপচারিতা হচ্ছে। লোডশেডিং এর জয় হউক।
০৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫০
ফুয়াদের বাপ বলেছেন: জয় বাবা লোডশেডিং।
৪| ০৭ ই জুন, ২০২৩ রাত ৯:২৬
রাজীব নুর বলেছেন: হ্যা সব কিছুর উপকারিতা ও অপকারিতা আছে।
০৮ ই জুন, ২০২৩ দুপুর ১২:০৮
ফুয়াদের বাপ বলেছেন: হুম, লোডশেডিং নিয়ে তাই তো বলার চেষ্টা করলাম।
৫| ০৭ ই জুন, ২০২৩ রাত ৯:৪০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহাহাহা
অনেক দিন পর আপনার দেখা পেলাম !!
০৮ ই জুন, ২০২৩ দুপুর ১২:২৪
ফুয়াদের বাপ বলেছেন: সম্মানিত নিবর্হন নির্ঘোষ, ব্লগপদচারনায় এই অধমকে মনে রাখার জন্য ধন্য হলাম। ব্লগতটে অনেকটা নিরব পাঠক হয়েই থাকি অধিকাংশ দিন। পড়ার নেশায় প্রতিদিনই ঢু মারি ব্লগপাতায়, এই বুঝি সুখপাঠ্য লেখা কোন এলো।
৬| ০৭ ই জুন, ২০২৩ রাত ১০:৪৩
মোহাম্মদ গোফরান বলেছেন: বিদ্যুৎ থাকেনা বলে, সংসদে মমতাজের ' বিদ্যুৎ লাগবো নি গো বিদ্যুৎ ' এমন উদ্ভট বক্তব্য দেখা লাগেনা।
০৮ ই জুন, ২০২৩ দুপুর ১:০০
ফুয়াদের বাপ বলেছেন: পবিত্র সংসদে দেশপ্রেমিকের চাইতে সংখ্যায় বেশি দলীয় পা-চাটুকার।
৭| ০৮ ই জুন, ২০২৩ সকাল ১০:১২
আহমেদ জী এস বলেছেন: ফুয়াদের বাপ,
হা...হা....
আমি একটু যোগ করি =< লোডশেডিং এর কারনে করার কিছু থাকেনা বলে প্রায় সব ঘরের বিছানা ক্যাচক্যাচ করে। ফলে উৎপাদনের জন্যে ভবিষ্যতের শ্রমিক জন্ম হয়....কম মজুরীতে শ্রমিক পাবার গ্যারন্টি পাওয়া যায় এবং জনশক্তি রপ্তানী করে দেশে অনেক রেমিটেন্স আনা যায়।
০৮ ই জুন, ২০২৩ দুপুর ১২:২০
ফুয়াদের বাপ বলেছেন: বাহ! কী মচেৎকার ভাবনা, আদম সংখ্যা বৃদ্ধিতেও বেশ ভূমিকা রাখছে লজ্জাবতী লোডশেডিং
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০২৩ বিকাল ৫:৩১
রানার ব্লগ বলেছেন: লোডশেডিং এর কারনে বিছানা অটো সুইমিংপুল হয়ে যায় !