নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অত্যন্ত সহজ কিসিমের মানুষ...জীবনটাকে সহজভাবে দেখতেই পছন্দ করি...

ফুয়াদের বাপ

সাদা মনের মানুষ...

ফুয়াদের বাপ › বিস্তারিত পোস্টঃ

নারী কিসে আটকায়?

১৩ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:০২

নারী কিসে আটকায়?
===============

নারী আটকায়-
পুরুষের বাহুডোরে
শর্তহীন-নিঃস্বার্থ ভালোবাসায়
ঝড়-ঝাপটায় পাশে থাকা ছাতায়।

নারী আটকায় -
মিথ্যা আশ্বাস-বিশ্বাস ভালোবাসায়
কুপুরুষের ধোকায়-ধাঁধায়
তলহীন প্রেমের কৃষ্ণগহবরে৷

নারী আটকায় -
অনর্থক অর্থের লালসায়
আরো চাই আরো চাই চেতনায়
গাড়ী-বাড়ী-ঘড়ি-মুঠোফোন-গহনায়৷

নারী আটকায় -
ধর্ম-অধর্মের বেড়াজালে
পরাধীনতার শক্ত-শিকলে
কুসংষ্কার-জ্বীনভূত অত্যাচারে৷

নারী আটকায় -
ঈর্ষা-হিংসা-হিনমন্যতায়,
পাশের বাড়ীর ভাবীর গহনায়,
অমুকের তমুক আছে তুলনায়৷

নারী আটকায় -
ফেইসবুকের পাতায়
ভারতীয় বাংলা সিরিয়ালে
পাড়ার ভাবীদের সাথে আড্ডায়।

নারী আটকায় -
টসটসে তেঁতুলের টকে
কাঁচা আম-আমড়া-জলপাইয়ে
মামার হাতের চটপটি-ফুসকায়৷

নারী আটকায় -
সংসারের নেশায়
ছোট-বড় হাজারো আত্বত্যাগে,
স্বামী-সন্তান সম্পর্কের মায়াজালে৷

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ! বেশ হয়েছে।

১৩ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:১৫

ফুয়াদের বাপ বলেছেন: আর, নারীর ষোলচুঙা বুদ্ধির ফাঁদে পুরুষ আটকে থাকে আজীবন।

২| ১৩ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: আটকায় আটকি চমৎকার

১৩ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

ফুয়াদের বাপ বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ কবি সাহেব...

৩| ১৩ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:০১

অক্পটে বলেছেন: চমৎকার!
৭০ এর সাথে ১৬'র বিয়ে দেখলাম।
বুড়াকে নিয়ে নারীর সে কি গদগদ ভাব।

১৩ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

ফুয়াদের বাপ বলেছেন: অনর্থক অর্থের লালসায় কিছু নারী পুরুষে/বয়সে আটকায় না, অর্থে আটকায়...

৪| ১৩ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

শেরজা তপন বলেছেন: ফুয়াদের বাপ প্রায় মাসখানেক পরে আসলেন।
কবিতা তো ভাল হয়েছে- তবে শেষের কথাগুলোতে নারী ব্লগারদের সমালোচনার পথ রুদ্ধ করে দিয়েছেন।

১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৪৬

ফুয়াদের বাপ বলেছেন: অফিসের কাজের চাপে ব্লগে থিতু হতে পারি না। তবে চুপিসারে চোখ বুলিয়ে ব্লগের লেখাগুলো পড়ে যাই প্রতিদিনই।

৫| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: সবাই সবার কাছে আটকে আছে।

৬| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৮:২৬

খায়রুল আহসান বলেছেন: কবিতার তালিকায় নারীগণ যা কিছুতে আটকায়, ওনেক পুরুষও তার অনেকগুলোতেই আটকায়।
রাজীব নুর এর মন্তব্যের কাছাকাছি আমিও বলতে চাই, সবাই সবার কাছে আটকায়; নিয়মিত না হলেও, কখনো কখনো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.