নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অত্যন্ত সহজ কিসিমের মানুষ...জীবনটাকে সহজভাবে দেখতেই পছন্দ করি...

ফুয়াদের বাপ

সাদা মনের মানুষ...

ফুয়াদের বাপ › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় আগ্রাসন ও আমাদের করনীয়

২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৫

ভারতীয় আগ্রাসন ও আমাদের করনীয়
========================
"ভারত আগ্রাসনের বিরুদ্ধে শহীদ আবরার ফাহাদ আওয়াজ তুলেছিল। যাকে ছাত্রলীগের গুন্ডারা সারারাত নির্মম টর্চার করে শহীদ করেছিল"


দীর্ঘ ১৯৭ বছর ব্রিটিশদের দাস থেকেও ভারতের নৈতিক শিক্ষা হয়েছে বলে মনে হয় না। ভারত অনৈতিক ভাবে প্রতিবেশী দেশগুলো (শ্রীলংকা, নেপাল, আফগানিস্তান, এবং মালদ্বীপ) উপর নগ্ন নিয়ন্ত্রন ও আধিপত্যর চেষ্টা করেছে-করে যাচ্ছে। বাংলাদেশের উপরও অনুরুপ চেষ্টা অব্যহত।

হায়দ্রাবাদ-সিকিম-কাশমির(একাংশ) স্বাধীন দশেগুলো ইতিমধ্যেই ভারতের গর্ভে বিলিন হয়েছে। নিয়ন্ত্রন নিতে ভারত যা করে তা হলো ভারতের পা চাটে এমন একজন শাসককে ক্ষমতায় রাখে, চেষ্টা করে ঐ দেশে জাতিগত বিভাজন তৈরি করতে, জাতিগত ঐক্য না থাকলে ঐ দেশ নিয়ন্ত্রন করতে সহজ হয়, সাথে চেষ্টা করে অর্থনৈতিক, খাদ্য, চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো যেন ভারতের উপর নির্ভরশীল হয়, মিডিয়া নিয়ন্ত্রন, পশ্চিমা বিশ্বকে ভারতের চোখ দিয়ে প্রতিবেশী দেশগুলোকে দেখতে বলে।

আমাদের করনীয় -
=> ভারত বড় প্রতিবেশী দেশ তাই তার সাথে ঝগড়া নয় মেধা দিয়ে লড়তে হবে। শিক্ষায় বরাদ্দ বাড়াতে হবে। প্রশিক্ষনের মাধ্যেমে প্রতিটি ক্ষেত্রে দক্ষ কর্মীর সংখ্যা বাড়াতে হবে।
=> আমাদের দেশের অভ্যান্তরীন কোন বিষয়ে ভারতকে নাক গলাতে দেওয়া যাবে না বিশেষ করে রাজনৈতিক পটভূমিতে।
=> ভারত যেনো কোন ভাবেই লেন্দুপ দর্জির মতো পা চাটা কাউকে বাংলাদশে তৈরি করতে না পারে সে দিকে সজাগ থাকতে হবে।
=> আমাদের দেশ ছোট হতে পারে, পৃথিবী ছোট নয়। তাই দক্ষ রেমিটেন্স যোদ্ধাদের দিয়ে পৃথিবীর শ্রমবাজার দখল নিতে হবে। তাহলে অর্থনৈতিক ভাবে সবসময় সবল থাকবে দেশ।
=> রাপ্তানি পন্যর পরিধি বাড়াতে হবে-গার্মেন্টস পন্য, কৃষি পন্যর সাথে আরো নতুন রাপ্তানি খাত বাড়াতে হবে
=> ফ্রিল্যান্সিং কাজের পরিধি বাড়াতে হবে, রাষ্ট্রীয় ভাবে প্রশিক্ষনের ব্যাবস্থা করতে হবে যাতে ঘরের গৃহিনী পর্যন্ত পশ্চিতা অফিসগুলোতে কাজের সুযোগ সৃষ্টি করতে পারে।
=> নিজেদের খাদ্য উৎপাদনের সয়ংসম্পন্ন হওয়ার চেষ্টা করতে হবে। ভারত ছাড়াও আর কোন কোন দেশ থেকে সহজলভ্যে খাদ্য আমদানী করা যায় সেদিকে চেষ্টা করতে হবে।
=> দেশেই উন্নত মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে যাতে রুগীদের ভারতমুখী হতে না হয়।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৮

জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট!

২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৯

ফুয়াদের বাপ বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৯

অগ্নিবেশ বলেছেন: মুমিন মুসলমান খোদাতালার সিদ্ধান্তের উপর চিন্তা ভাবনা করে মেধার অপচয় করতে যাবে কেন?
এখনই সবচেয়ে ভালো সময় গাজওয়াতুল হিন্দ করার, পেয়ারা পাকিস্তানের সাথে লেগে পড়ুন।
আজই ভারত আক্রমণ করতে হবে। আল্লাহ সাথে আছে। গনিমতের মাল হিসাবে বলিঊডের কাকে চাই?
আজকাল দক্ষিণের নায়িকারাও জোস।

হাদিসে উল্লেখ পাওয়া যায়, মুহাম্মাদ বলেছিলেনঃ
"আমার উম্মতের দুটি দল, আল্লাহ্ তা‘আলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। একদল যারা হিন্দুস্থানের জিহাদ করবে, আর একদল যারা ঈসা ইব্ন মারিয়াম -এর সঙ্গে থাকবে।"[২][৩]

আরও উল্লেখ পাওয়া যায় আবু হুরায়রা বলেছেন,
"রাসুলুল্লাহ (সা) আমাদেরকে ভারত অভিযানের ওয়াদা দিয়েছিলেন। যদি আমি তা (ঐ যুদ্ধে অংশ নেওয়ার সুযোগ) পাই, তা হলে আমি তাতে আমার সকল সম্পদ ব্যয় করব। আর যদি আমি তাতে নিহত হই, তাহলে আমি শহিদের মধ্যে উত্তম সাব্যস্ত হব। আর যদি আমি ফিরে আসি তা হলে আমি হবো জাহান্নাম হতে মুক্ত।"[৪][৫][৬][সনদ দুর্বল (যইফ)]

হযরত কা’ব থেকে বর্ণিত, মুহাম্মাদ বলেন,
"বায়তুল মোকাদ্দাসের (জেরুসালেমের) একজন রাজা ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানের যাবতীয় সম্পদ ছিনিয়ে নিবে। ঐ সময় ভারত বায়তুল মোকাদ্দাসের (জেরুসালেমের) একটি অংশ হয়ে যাবে। তখন তার সামনে ভারতের সৈন্য বাহিনী গ্রেফতার অবস্থায় পেশ করা হবে। প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে। ভারতে তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে"।
— আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ - ১২৩৫

৩| ২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার লেখা। আমাদের নীতি সবার সংগে বন্ধুত্ব সমতার ভিত্তিতে।

২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৭

ফুয়াদের বাপ বলেছেন: হুম, ভারত আমাদের বড় প্রতিবেশী। তার সাথে বন্ধুত্বপূর্ন সহঅবস্থানই প্রত্যাশা করি।

৪| ২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৪

রায়হান চৌঃ বলেছেন: প্রথমে করনীয় গুলো করে যোগ্যতা অর্জন করুন তার পর না হয় বলুন, অন্যথায় নাকে তেল দিয়ে নাক চাটুন।

২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৯

ফুয়াদের বাপ বলেছেন: নাকে তেল দিয়ে ঘুমানো ঠিক হবে না। যে যোগ্যাতাগুলো নাই তা সনাক্ত করে অর্জনের চেষ্টা করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.