![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিবিরের নেতারা তো রাজনীতি করে না করে শিবিরের চাকুরী এটা সবাই জানে। ব্লগ সাইট কিংবা সামাজিক ও অনলাইন যোগাযোগ মাধ্যম গুলোতে আমার আগমন সেই ২০০৭ কিংবা ২০০৮ থেকে তখন এই শিবির কর্মীদের এই সব জায়গায় দেখা যেত না কিন্তু যেই ২০০৯ এ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলো এই শুরু হয়ে গেল তাদের আন্ডার গ্রাউন্ড পলিটিকস যারই একটা অংশ হিসেবে তারা নিয়োগ দেন বেশ কিছু চুক্তি ভিত্তিক লেখক। যারা এই ব্লগ সাইট গুলোতে নিরধীদায় লিখে যাচ্ছেন দেশ বিরোধী কথা। রাজাকারদের মুক্তির দাবী ইত্যাদি ইত্যাদি।
পড়ে একদিন জানতে পাড়লাম এরাতো আসলে শিবিরের রাজনীতি করে না এরা হল চাকুরীর দায়ে লিখে। চাকুরী করার জন্য নামদারী শিবির এরা। যা কিছুদিন আগে জাফর ইকবাল স্যারের একটা লেখাতেও স্যার লিখেছেন Click This Link
এই লিংক পেজে তা আছে। তাই আমি বলবো ভাই ব্যাক্তি সার্থের জন্য দেশ বিরোধী দলের সাথে হাত মিলাবেন না। দেশ হচ্ছে মা এর মতো তাই মায়ের সাথে বেঈমানী করবেন না।।।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮
গাজী আলআমিন বলেছেন: ধন্যবাদ
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫
উদাসীফাহিম বলেছেন: +++্
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩
মুক্ত পাখীর মন বলেছেন: ভালো
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১
গাজী আলআমিন বলেছেন: ধন্যবাদ
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
বদ বলেছেন: অনেক কিছুই লিখতে চাই
তবে ভয়ে লিখতেও ইচ্ছা করে না।
আর আসল কাহিনী সবাই বোঝে
তাও যার যার ধান্দায়, সে সে নাটক কর
অনেকেই মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের মুখে পামপট্টি মেরে দেশ প্রেম দেখায়
আবার তারায় মুক্তিযুদ্ধকে রূপ কথার গল্প বানিয়ে ছারে
রাজাকারত ছিল মাত্র ৮/১০টা। সেই কয়টার বিচার করলেই হাতি দায় মুক্ত হবে।
বাকি রাজাকারদের বিচার না চাইলেও তুমি দেশপ্রেমিক
আইনের বিষয়ে কিছু বলার সাহস নাই
কানা মানে প্রতিবন্ধী আইন দিয়ে আর কত টুকুই বা আশা করা যায়
শালার এত লোককে যে মারছে, প্রমাণ হবার পরও তার ফাসি দেয় না।
আবার ভয়ে আছি, আমার এই লেখায় আবার কোন দালালের নাখোশের কারণ হওয়ায় আমাকে আবার শুলে চড়তে হয়।
বর্তমানে বাংলাদেশে আওয়ামীলীগ হলো সবচাইতে ভন্ডদের দল
সেই রকম নির্লজ্ব না হলে এখন কেও নিজেকে আওয়ামীলীগ সমর্থক বলে পরিচয় দিতেও লজ্বা পাবার কথা।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১
টাইটান ১ বলেছেন: লাইক দিলাম।