![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ২৪তম জন্মদিন উপলক্ষে সাড়াদিন সময় কাটিয়েছি প্রকৃতির সাথে।
অনেকে হয়তো ভাবতে পারেন পরিবার আত্মীয় বন্ধুরা থাকেতে কেন আমি সাড়া দিন প্রকৃতির সাথে সময় কাটালাম।
তার উত্তর হচ্ছে আমি আমার পরিবার আত্মীয় বন্ধু ও আমার প্রাণপ্রিয় স্বদেশ বাংলাদেশ থেকে অনেক দূরের দেশ সিঙ্গাপুরে।
আমি ছোট বেলা থেকেই প্রকৃতির প্রেমিক। সবুজ গাছ আমার বাল্য বন্ধু। তাই আজ এই সিঙ্গাপুরেও সময় কাটালাম সবুজ গাছের সাথে।
তবে একটা নতুন কিছু ও ঘটেছে।প্রকৃতির এই রূপ দেখতে আমি চড়ে ছিলাম সিঙ্গাপুর ক্যাবল কারে(আকাশের উপর দড়ি দিয়ে চালানো গাড়ি)। ভু-পৃষ্ঠ থেকে যার উচ্চতা কম পক্ষে ১০০ মিটার। এই ক্যাবল কারে চড়ে পাখির মত উপভোগ করলাম নিচের গাছপালা, সমুদ্র, ও সন্টুসা সি বিচ এলাকা।
প্রকৃতি আর গাছের সাথে সময় কাটাতে গিয়ে দেখা হয়ে গেলো সামুদ্রিক মাছেদের সাথেও। পৃথিবীর বৃহত্তম সমুদ্র পৃষ্ঠে তৈরি করা সী একুরিয়ামেও গিয়েছিলাম আজ।
এটা একটি ব্যতিক্রম অভিজ্ঞতাও বলতে পারেন। সমুদ্রের নিচে কাচের তৈরি একুরিয়াম যার ভিতর দিয়ে মানুষ হাটে আর কাচের উপর সামুদ্রিক মাছ ও নানান সামুদ্রিক প্রাণী।
আমার জন্মদিনের আনন্দ তাই ভাগাভাগি করে নিলাম প্রকৃতির বাতাস, গাছপালা, সমুদ্র, সমুদ্রের মাছের সাথে।
২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬
বাবুই পািখ বলেছেন: ভালোই তো ছবিগুলো । জন্মদিনের শুভেচ্ছা রইলো।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০
গাজী আলআমিন বলেছেন: ধন্যবাদ বাবুই পাখি
৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২
মো: ইলিয়াস বলেছেন: শুভ জন্মদিন।
সিংগাপুর, খুব পছন্দের জায়গা। সুজোগ পেলেই চলে যেতে ইচ্ছে করে।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪
গাজী আলআমিন বলেছেন: ধন্যবাদ। সিঙ্গাপুর আসলেই সুন্দর একটি দেশ খুব গোছানো একটি সামাজিক ব্যবস্থা।
৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫
মুক্ত পাখীর মন বলেছেন: সত্যি অসাধারণ কিছু ছবি। সুন্দর কাটুক আপনার ২৪ বছরের যৌবন কাল
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২২
গাজী আলআমিন বলেছেন: ধন্যবাদ
৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩২
জিএম শুভ বলেছেন: নাহ,কামডা ভালা অইল না। আমাদের সাথে তো ভাগাভাগি করলেন না
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪
গাজী আলআমিন বলেছেন: আগামী বছর করবো ইনশাহ আল্লাহ।।
৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১২
বোকামন বলেছেন:
কৃতজ্ঞতা ভাই গাজী আলআমিন
আল্লাহ আপনার মঙ্গল করুন
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭
গাজী আলআমিন বলেছেন: ধন্যবাদ ভাই আল্লাহ আপনার ও মঙ্গল করুক আমীন।
৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০
ভিটামিন সি বলেছেন: ভাইজান আমি আগেই সন্দেহ করছিলাম যে জাহাজের ছবিটা হারবারফ্রন্ট থেকে তোলা, কেবল কার এর ছবিটা সেন্তুষা থেকে তোলা। শুভ কামনা থাকল আপনার জন্মদিনে। জুড়ং ইষ্ট বা বুনলে আসেন আপনাকে জন্মদিন উপলক্ষে একব্যাগ কফি কিইন্ন্যা দেই। ভালো থাকবেন।
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৯
গাজী আলআমিন বলেছেন: দেখি একদিন চলে আসবো
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮
গাজী আলআমিন বলেছেন: সবগুলো ছবি আমার মোবাইলে তোলা