![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম লিলনকে আজ শনিবার কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২০০৪ সালে হুমায়ন আজাদ সারকেও এই ভাবে কুপিয়ে হত্যা করেছিলো স্বাধীনত্বা বিরোধী শক্তি। আজ আবারো আরেক অধ্যাপক লিমন স্যারকে একই ভাবে হত্যা করলো এই হত্যার বিচার চাই। আজকের হত্যার সাথে স্বাধীনতা বিরোধী দলের সম্পৃক্ততা একদমই স্পষ্ট কেননা রাজশাহী মানেই শিবিরের ঘাটি।
অনতি বিলম্বে লিলন স্যার হত্যা কারীদের ফাসি চাই।
১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
গাজী আলআমিন বলেছেন: এইটা কি কথা বললেন?? আমি দক্ষল করতে যাবো কেন? আমি এই খুনিদের ফাসি চাই। আর এটাই ঠিক যে শিবিরই এই হত্যার পিছনে জড়িত। তারা ২০০৪ সালে হুমায়ন আজাদ সারকেও এই ভাবে কুপিয়ে হত্যা করেছিলো । কুপিয়ে হত্যা, রগ কাটা এগুলো শিবিরের কাজ।
২| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
অপূর্ণ রায়হান বলেছেন: সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার হোক ।
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৭
গাজী আলআমিন বলেছেন: হত্যা কারীদের ফাসি চাই।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৩
তারা চাঁন বলেছেন: হ্যাঁ, বিশ্বজিৎ কেও শিবির কুপিয়ে হত্যা করেছিল।
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১০
গাজী আলআমিন বলেছেন: জি ভাইযান তারা যে শিবিরের লোকছিলো সেটাও প্রমাণিত হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
খেলাঘর বলেছেন:
বিচার হবলতে কিছু নেই, রাজশাহীর শিবির শহর দখল করতে পারলে করেন, না হয় চুপ হয়ে যান।