নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের নিগূঢ় সত্যটি হচ্ছে, কখনো এমন কোনো আবেগকে প্রশ্রয় না দেয়া যা অশোভন।

মোস্তফা অভি

আমি ফেরী করি, আমি ফেরীওয়ালা।

মোস্তফা অভি › বিস্তারিত পোস্টঃ

প্রথম ও শেষ সাক্ষাত

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১১

সুন্দর জ্যোৎসনা
চারিদিকে জনমানবের সাড়া নাই। গভীর রাত্রি। দূর হইতে নদীর কলকল ধ্বনি ভাসিয়া আসিতেছে। নির্জন প্রান্তরে একা দাড়াঁইয়া আছি। স্বপ্ন বিহ্বল নেত্রে দেখিতেছি। জ্যোৎসনায় ভূবন ভাসিয়া যাইতেছে। কুৎসিত জিনিসও সুন্দর হইয়া উঠিল। ওই পচা ডোবাটাও যেন জড়িদার কাপড় পরিয়া মোহিনী সাজিয়াছে। আকাশের কালো মেঘটাতেও যেন রূপালী আবেশ।
নির্জন প্রান্তরে একা দাড়াঁইয়া আছি। তাহারই প্রতীক্ষায়। তাহারই প্রতীক্ষায় এই গভীর রাত্রির সমস্ত জ্যোৎসনাও যেন পরির্পূণ হইয়া উঠিয়াছে। অবশেষে আমি তাহাকে দেখিতে পাইলাম। তাহার নুপূরের শিঞ্জনে জ্যোৎসনার আলোক শিহরিয়া উঠিল। আমি তাহার নেত্রপানে তাকাইয়া আর সহিতে পারিলাম না। তাহাকে বুকের মধ্যে আবিষ্ট করিয়া শতবার ভালবাসার চুম্বন আকিঁয়া দিলাম। নিজের বুকের মধ্যে রাখিতে গিয়া তাহার বুক থেকে কিযে এক অদ্ভূত অনুভূতির আবেশ আমার বুকের মধ্যে ঢেউ খেলিয়া গেল, তাহা আমার সমস্ত অংগ টের পাইল। আমি আজও তাহা অনুভব করিতেছি।
সেইযে তাহার সাথে আমার শেষ আলিঙ্গন হবে তাহা কে জানিত! তাহার পর আজো তাহার সাক্ষাত পাইনাই।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: অপেক্ষায় থাকেন সাক্ষাত হবে কোন একদিন। শুভ ব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.