নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের নিগূঢ় সত্যটি হচ্ছে, কখনো এমন কোনো আবেগকে প্রশ্রয় না দেয়া যা অশোভন।

মোস্তফা অভি

আমি ফেরী করি, আমি ফেরীওয়ালা।

মোস্তফা অভি › বিস্তারিত পোস্টঃ

সর্ম্পকের সাতকাহন

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৭

সম্পর্ক একটা আজব ব্যাপার বটে, কখন কে যে আসে আপোনার হয়ে বলা যায়না। তবে কিছু মানুষ এমনো আছে যারা আসে শুধু হৃদয়ের দরদাম করে যায়। বনিবনা না হলে সওদা করে না। আবার সমাজে এমন মানুষেরও অভাব নেই যারা দরদাম না করেই হৃদয়ের লেনদেন করে বসে। প্রকৃতপক্ষে ঠকে তারাই যারা সহজেই বিশ্বাস করে ফেলে মানুষের মুখনিঃসৃত কথাগুলো। বিশ্বাস, ভালোবাসা সমাজ থেকে বিদায় নিয়েছে প্রায়। এখন জগতে যা কিছু বেঁচে আছে তা শুধুই লাভ ক্ষতির হিসেব নিকাশ। কাকে ভালবাসবে তুমি বল! আজ তোমাকে যে কথা দিল কাল তা সে ভুলে যাবে বেমালুম। চোখের পলকেই পাল্টে যাবে তার আচরণ। তুমি শুধু শুধু ব্যাথা পাবে বন্ধু। আবার ভালো না বেসেই বা যাবে কোথায়? হৃদয়ের সাথে হৃদয়ের যদি আত্মীয়তা না হয় তবে একাকী জীবন হয়ে উঠবে মরুময়। যাবে কোথায় তুমি। সব বাঁধার পরেও তুমি ভালবাসো। সত্যিকারের ভালোবাসবে তুমি। তবে নন্দনকানন সম হয়ে উঠবে তোসার জীবন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৯

মোস্তফা অভি বলেছেন: এটি আমার একান্তই মনের ব্যাপার তবে যদি কেউ অমত প্রকাশ করেন তবে মন্তব্যে জানাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.