নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের নিগূঢ় সত্যটি হচ্ছে, কখনো এমন কোনো আবেগকে প্রশ্রয় না দেয়া যা অশোভন।

মোস্তফা অভি

আমি ফেরী করি, আমি ফেরীওয়ালা।

মোস্তফা অভি › বিস্তারিত পোস্টঃ

বড়মিয়া

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১৬

কাঁচা বাজারে প্রবেশ পথে মাচা করে কয়েক আটি শাক আর ধনেপাতার পসরা সাজিয়ে বসে আছে সে। গুনগুন করে গান গায়। সে গান কোনদিন কেউ শুনেছে কিনা জানা নেই। তার কাছে ক্রেতা সাধারণ ভিড় করেনা। সামান্য শীতবস্ত্রে তার সুখ। নাম তার বড় মিয়া। তিন সন্তানের জনক। রাতে কাঁচা বাজারের টল ঘরে পাটের ছালার আসন পেতে ঘুমায়। বিকালে শাক আর তরকারি কিনে মধ্য রাত অবধি বিক্রি করে। সর্বদা মুখে মিষ্টি হাসি তার। কোনদিন তাকে দু:খী বা ভারাক্রান্ত দেখিনি। বাজারে গেলে তার সাথে আলাপ করি, খোঁজ খবর নেই। লোকটা শারীরিক প্রতিবন্ধী। তবু জীবনকে সে তার নিজের মতো চেনে। দিনে লাভ করে ১৫০ টাকা। তবুও সে বলে, আমার ছেলে মেজিস্টার অইবে। সে যেমনই হোক তার স্বপ্ন তার আপন ভুবন ঘেরা। এই সকল অবহেলিত মানুষের জন্য রেখে গেলাম লাখো সালাম। জয় হোক বড় মিয়া।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:১৪

রাতুল_শাহ বলেছেন: স্বপ্ন পূরণ হউক।

২| ২০ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সৎ পথে কামাই। ভালো থাকুক...

৩| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:০৫

গালিব আফসারৗ বলেছেন: বড়ে মিয়ার জন্য ভালোবাসা। স্বপ্ন পুরণ হোক।

৪| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫১

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ভালো থাকুক বড়মিয়ারা

৫| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২১

কানিজ রিনা বলেছেন: সত্যি যেন ওর ছেলে ওর আশা পুরন
করে। এই আশা ধন্যবাদ।

৬| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২১

মোস্তফা অভি বলেছেন: সবাইকে ধন্যবাদ।

৭| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১২

সচেতনহ্যাপী বলেছেন: বড়মিয়ারা আছেন বলেই আমাদের সমাজটা এগিয়ে যাচ্ছে।।

৮| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩২

নূর-ই-হাফসা বলেছেন: বড় মিয়া অনেক ভালো থাকুন আর তার স্বপ্ন পূরন হোক । সেই কামনাই করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.