নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবর্তন

গৌমূমোকৃঈ

জন্মঃ ১১ই জুন রাজশাহীআমিঃ সাধারণ হতে চেষ্টা করি ভালবাসিঃ মানুষ শখঃ ব্লগিং ও বই পড়াঅবাক করেঃ পৃথিবীগৌমূমোকৃঈ আমার পুরো নাম (গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা) এর সংক্ষিপ্ত রূপ। এই নামকরণের পেছনে কাউকে হেয় করার প্রবণতা নেই বরং সকল ধর্ম-গুরুর প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।মনের গভীরে জমে থাকা কিছু আজগুবি প্রশ্ন আমাকে স্থির থাকতে দেয় না। তাই নগণ্য কিছু লেখালেখির মাধ্যমে তা প্রকাশ করার চেষ্টা করি মাত্র। সকল কবি/লেখকদের প্রতি রয়েছে আমার বিনম্র শ্রদ্ধা।কর্ম জীবনে এপারেল এন্ড ফ্যাশান ট্রেড এর একটি বিদেশি বহুজাতিক কোম্পানীতে কাজ করছি।গল্প/কবিতা ছোট বেলা থেকেই ভাল লাগে। তাই ছোট বেলা থেকেই টুকটাক লিখতাম। ২০১০ সালে ব্লগে সেই গুলো প্রকাশ করার পর উৎসাহ পেয়েছি।প্রথম কাব্যগ্রন্থঃ শূন্যতা কল্পনা বাস্তবতা (১লা ফেব্রুয়ারী ২০১৩)।আমি বার বার ফিরে আসি পৃথিবীতেপৃথিবী কবে শান্ত হবে তা দেখতে।কবে কে যেন আঘাত করেছিল তাকেসে আঘাত সইতে না পেরেআজও আর্তনাদ করে করে ছুটে চলেছে পৃথিবী একই বাঁকে বাঁকে একই ঘূর্ণি পথেএকই কক্ষপথে।কষ্ট নিয়ে নিয়ে ছুটে চলা পৃথিবীর সেই আর্তনাদ শুনতে কি চাও তুমিতবে তৈরি থেকোকোনও এক চাঁদ বিহীন মধ্যরাতেকান পেতে রেখো হৃদয়ের স্তব্ধ মণিকোঠাতে।জন্মঃ ১১ই জুন রাজশাহীআমিঃ সাধারণ হতে চেষ্টা করি ভালবাসিঃ মানুষ শখঃ ব্লগিং ও বই পড়াঅবাক করেঃ পৃথিবী। সকল কবি/লেখকদের প্রতি রয়েছে আমার বিনম্র শ্রদ্ধা।কর্ম জীবনে এপারেল এন্ড ফ্যাশান ট্রেড এর একটি বিদেশি বহুজাতিক কোম্পানীতে কাজ করছি।গল্প/কবিতা ছোট বেলা থেকেই ভাল লাগে। তাই ছোট বেলা থেকেই টুকটাক লিখতাম। ২০১০ সালে ব্লগে সেই গুলো প্রকাশ করার পর উৎসাহ পেয়েছি।প্রথম কাব্যগ্রন্থঃ শূন্যতা কল্পনা বাস্তবতা (১লা ফেব্রুয়ারী ২০১৩)।আমি বার বার ফিরে আসি পৃথিবীতেপৃথিবী কবে শান্ত হবে তা দেখতে।কবে কে যেন আঘাত করেছিল তাকেসে আঘাত সইতে না পেরেআজও আর্তনাদ করে করে ছুটে চলেছে পৃথিবী একই বাঁকে বাঁকে একই ঘূর্ণি পথেএকই কক্ষপথে।কষ্ট নিয়ে নিয়ে ছুটে চলা পৃথিবীর সেই আর্তনাদ শুনতে কি চাও তুমিতবে তৈরি থেকোকোনও এক চাঁদ বিহীন মধ্যরাতেকান পেতে রেখো হৃদয়ের স্তব্ধ মণিকোঠাতে।

গৌমূমোকৃঈ › বিস্তারিত পোস্টঃ

দূর হ অমানুষের বাচ্চারা!

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

দূর হ দানবের বাচ্চারা!

আর একবার যদি গণতন্ত্রের কথা বলিস

তাহলে তোদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে।



তোর দেশের মানুষ খাবারের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করে

আর তোরা ইগোর রাজনীতি করিস আঙুলে তুড়ি মেরে মেরে।



তোর দেশে রাতের বেলায় রাস্তার ধারে

শুয়ে থাকা শিশুরা ঘুমোতে পারে না মশার কামড়ে

আর তোরা অট্টালিকার ভেতোরে পাখির পালকের বিছানায়

বুঁদ হয়ে পড়ে থাকিস এবসলিউট ভোদকা মেরে।



তোদের প্রতিহিংসার রাজনীতির তাণ্ডবে

রাস্তায় রাস্তায় মানুষের রক্তাক্ত লাশ পড়ে থাকে

তোদের এক ঘাউড়ামির কারণে

দেশের অর্থনীতি ধ্বংসের মুখে পতিত হতে থাকে

আর তোরা ফন্দি আঁটিস কে কতবার

অপ-রাজনীতি করতে পারিস ক্ষমতায় থেকে থেকে।

তোদের কি সহজাত বিচার বুদ্ধি নষ্ট হয়ে গেছে

তোরা দেশের দায়িত্ব পালন করিস কি করে?



দূর হ অমানুষের বাচ্চারা!

আর একবার যদি মানুষের জীবন নিয়ে পুতুল খেলা করিস

তাহলে তোদের উলঙ্গ করে জন সম্মুখে আনা হবে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: রক্তের কনায় বাকশালের বীজ!!!

না, হন্যতে!

ভয়ের আফিমে ঘোরলাগা জনতা!

চোখে মূখে সাহসের জলছিটা দিলেই সিংহের গর্জনে কাঁপবে
লৌভী, কর্পোরেট প্রতাত্বারা
যারা দেশপ্রেমকে পণ্য বানিয়ে বানিজ্য করে
৫ বছর মেয়াদী!

শিকারী শিকার হয়ে যাচ্ছে! জনতা ছেড়ে
বহির্মূখী দায়বোধে আস্থা-
যারা খুবলা করে দেবে মাকে
হায়- বাকী সব শেয়াল শকুন
ছেড়া, পড়া টুকরা অংশের লোভৈ
ঘুরঘুর করে চারপাশে লোল জিহ্বা নিয়ে!!!

সময়ের গ্যাড়াকলে
দমবন্ধ আমজনতা
ভয়ের আফিমে ঘৌরলাগা।।

২| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

গৌমূমোকৃঈ বলেছেন: বাহঃ দারুণ!
শুভেচ্ছা গ্রহণ করুন বিদ্রোহী ভৃগু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.