![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১১ই জুন রাজশাহীআমিঃ সাধারণ হতে চেষ্টা করি ভালবাসিঃ মানুষ শখঃ ব্লগিং ও বই পড়াঅবাক করেঃ পৃথিবীগৌমূমোকৃঈ আমার পুরো নাম (গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা) এর সংক্ষিপ্ত রূপ। এই নামকরণের পেছনে কাউকে হেয় করার প্রবণতা নেই বরং সকল ধর্ম-গুরুর প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।মনের গভীরে জমে থাকা কিছু আজগুবি প্রশ্ন আমাকে স্থির থাকতে দেয় না। তাই নগণ্য কিছু লেখালেখির মাধ্যমে তা প্রকাশ করার চেষ্টা করি মাত্র। সকল কবি/লেখকদের প্রতি রয়েছে আমার বিনম্র শ্রদ্ধা।কর্ম জীবনে এপারেল এন্ড ফ্যাশান ট্রেড এর একটি বিদেশি বহুজাতিক কোম্পানীতে কাজ করছি।গল্প/কবিতা ছোট বেলা থেকেই ভাল লাগে। তাই ছোট বেলা থেকেই টুকটাক লিখতাম। ২০১০ সালে ব্লগে সেই গুলো প্রকাশ করার পর উৎসাহ পেয়েছি।প্রথম কাব্যগ্রন্থঃ শূন্যতা কল্পনা বাস্তবতা (১লা ফেব্রুয়ারী ২০১৩)।আমি বার বার ফিরে আসি পৃথিবীতেপৃথিবী কবে শান্ত হবে তা দেখতে।কবে কে যেন আঘাত করেছিল তাকেসে আঘাত সইতে না পেরেআজও আর্তনাদ করে করে ছুটে চলেছে পৃথিবী একই বাঁকে বাঁকে একই ঘূর্ণি পথেএকই কক্ষপথে।কষ্ট নিয়ে নিয়ে ছুটে চলা পৃথিবীর সেই আর্তনাদ শুনতে কি চাও তুমিতবে তৈরি থেকোকোনও এক চাঁদ বিহীন মধ্যরাতেকান পেতে রেখো হৃদয়ের স্তব্ধ মণিকোঠাতে।জন্মঃ ১১ই জুন রাজশাহীআমিঃ সাধারণ হতে চেষ্টা করি ভালবাসিঃ মানুষ শখঃ ব্লগিং ও বই পড়াঅবাক করেঃ পৃথিবী। সকল কবি/লেখকদের প্রতি রয়েছে আমার বিনম্র শ্রদ্ধা।কর্ম জীবনে এপারেল এন্ড ফ্যাশান ট্রেড এর একটি বিদেশি বহুজাতিক কোম্পানীতে কাজ করছি।গল্প/কবিতা ছোট বেলা থেকেই ভাল লাগে। তাই ছোট বেলা থেকেই টুকটাক লিখতাম। ২০১০ সালে ব্লগে সেই গুলো প্রকাশ করার পর উৎসাহ পেয়েছি।প্রথম কাব্যগ্রন্থঃ শূন্যতা কল্পনা বাস্তবতা (১লা ফেব্রুয়ারী ২০১৩)।আমি বার বার ফিরে আসি পৃথিবীতেপৃথিবী কবে শান্ত হবে তা দেখতে।কবে কে যেন আঘাত করেছিল তাকেসে আঘাত সইতে না পেরেআজও আর্তনাদ করে করে ছুটে চলেছে পৃথিবী একই বাঁকে বাঁকে একই ঘূর্ণি পথেএকই কক্ষপথে।কষ্ট নিয়ে নিয়ে ছুটে চলা পৃথিবীর সেই আর্তনাদ শুনতে কি চাও তুমিতবে তৈরি থেকোকোনও এক চাঁদ বিহীন মধ্যরাতেকান পেতে রেখো হৃদয়ের স্তব্ধ মণিকোঠাতে।
প্রতি শুক্রবার
কমিউনিটি সেন্টার
আর বিভিন্ন ক্লাবগুলোতে দেখি মাইক্রো-বাসের ভিড়
আত্মীয়স্বজন বন্ধু-বান্ধবীদের উল্লাস
ভারী মেকআপে সাঁজোয়া একদল তরুণীর হৈ-হুল্লোড়
হুগো-বসের সৌরভে উত্তাপ বাতাস-শরীর-নিঃশ্বাস
ভেতরে ঝাঁজালো বাতির ভিডিও
রিচ ফুডে ব্যস্ত সবাই।
এমনি এক শুক্রবারের সন্ধ্যায়
সাদা লেক্সাস সাঁজায়ে রজনী গন্ধায়
স্বর্ণের হাতকড়া দুহাতে পরিয়ে
বেনামিনীকে কেড়ে নিয়ে যায়
আমার বুকের পাঁজর ভেঙে।
দাঁড়িয়ে ছিলাম বাহিরের গেটের একটু দূরে
তবুও চোখ ছিল আমার কমিউনিটি সেন্টারে
অন্যের বাহুতে অবরুদ্ধ বেনামিনী গাড়ির ভেতরে
তাকিয়েছিল লুকিং গ্লাসের দিকে
পড়েছিল চোখে চোখ তার দেখেছিল সে আমারে
অচিনা লাগছিল সেই বহুদিনের চেনা কে।
পড়ন্ত দুপুরে দিনাজপুরের লেবু বাগানে
কাটিয়েছি কত মধুর সময় আমরা সেখানে
লেবুর ঘ্রাণ মিশে গিয়েছিল শরীরের ঘ্রাণে
উষ্ণ নিঃশ্বাস ছড়িয়েছে সে আমার চোখের মাঝখানে
শুনেছিলাম আমি তার বুকের ভেতরের শব্দ
অথচ সেই আমি আজ হয়ে গেছি নিস্তব্ধ
চলে গেল রজনী গন্ধায় সাজানো সাদা লেক্সাস
ভেঙে-চুড়ে দিয়ে আমার জীবনের সব উচ্ছ্বাস।
©somewhere in net ltd.