নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

সুখ মানেই.......

১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৭





সুখ মানেই.......



সুখ মানেই কুলুঙ্গীতে রাখা ছবি

নিটোল, সূর্য্য দীঘল মুখ

সুখ মানেই কাছে থাকা

ভরে যাওয়া বুক ।।



সুখ মানেই উড়ন্ত আঁচল তোমার

মেঘেদের পালে লাগা হাওয়া

সুখ মানেই দিনভর

তোমাকেই পাওয়া ।।



সুখ মানেই দারুচিনি দ্বীপ চোখ

ঠোটের বঙ্কিম ঢাল

সুখ মানেই কোজাগরী রাতে

তোমাতে মাতাল ।।



সুখ মানেই যাবতীয় অসভ্য শয়ন

কারুকার্য্যময় স্তনের মিনার

সুখ মানেই ভালোবাসা

তোমার আমার ।।





( বেশ আগের লেখা । খানিকটা ঘসে মেজে দিয়েছি শুধু ।)

মন্তব্য ৫৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

সুখ যে কি বুঝলাম না। বড়ই আজীব এক জিনিস সহজেই ধরা দেয় না। তার চেয়ে অসুখ অনেক ভাল। হলেই বিছানায় শুয়ে থাকা যায়।

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৬

আহমেদ জী এস বলেছেন: কান্ডারি অথর্ব ,

খুব সুন্দর বলেছেন ।
সুখ যেহেতু সোনার হরিন তাই তাকে ধরার চেষ্টার চেয়ে অসুখই ভালো । এতে আত্মীয়-স্বজনরা একবার হলেও দেখা তো দিয়ে যায় !
ফলমূল ভেট পাওয়ার কথা বাদ দিলুম ফরমালিনের ভয়ে । এ্যাটলিষ্ট হরলিকস, গ্লুকোজ তো পাওয়া যাবে । এটাই লাভ । আর কাজকাম থেকে ছুট্‌টি ......

২| ১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৬

লেখোয়াড় বলেছেন:
খুব ভাল লাগল।

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৮

আহমেদ জী এস বলেছেন: লেখোয়াড় ,


সুখ বলে কথা , ভালো তো লাগবেই ।

ধন্যবাদ মন্তব্যের জন্যে ।

৩| ১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৬

মামুন রশিদ বলেছেন: সুখের অনুভূতি প্রকাশে অনন্য প্রয়াস । উপমাগুলো অসাধারণ!


ভালোলাগা++

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৪

আহমেদ জী এস বলেছেন: মামুন রশিদ ,


ভালোলাগাতে পেরেছি জেনে ভালো লাগলো আর প্লাস দেয়াতে সুখানুভূতি ।

রাতের শুভেচ্ছা ।

৪| ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

সুমন কর বলেছেন: সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়..........

সুখের কবিতায় ভাল লাগা রইল।

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫২

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,

আজি এ রাতে সুমন কর
কেমনে পশিল প্রানের পর
তারই ভালোলাগায় মন্তব্যের ঘর
আজ যে উঠিল ভরি ....

কি আর করি ?

ধন্যবাদ এভাবেই জানালুম ।

৫| ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

তারার রাত বলেছেন: সুখের কবিতা পড়ে অনেক সুখ পেলাম। তবে এই সুখের সংজ্ঞা দিতে পারব না :P

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৭

আহমেদ জী এস বলেছেন: তারার রাত ,


সুখের কোনও সংজ্ঞা হয়না । এটা রাতের তারাদের মতো অধরা কিছু ।

মন্তব্যের জন্যে ধন্যবাদ ।

শুভেচ্ছান্তে ।

৬| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সুন্দর কবিতায় এবং উপস্থাপনায় ভালোলাগা (+) রেখে গেলাম ...

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৫

আহমেদ জী এস বলেছেন: মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) ,


ভালোলাগা রেখে কই গেলেন ? সুখের খোঁজে ?

সুখ অনায়াস হোক আপনার , এবেলা এটাই কামনার ।

ভালো থাকুন ।

৭| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৭

ইমিনা বলেছেন: কবিতায় অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম
...

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫০

আহমেদ জী এস বলেছেন: ইমিনা ,


অনেক অনেক সুখের রেণু যেন ছড়িয়ে দিয়ে গেলেন মন্তব্যে ।

রাতের শুভেচ্ছা জানবেন ।

৮| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৬

ডি মুন বলেছেন: বাহ, দারুণ।

সুখের কবিতা পাঠেও সুখ।

লিখে চলুন নিরন্তর।

১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩০

আহমেদ জী এস বলেছেন: ডি মুন ,

লিখে চলুন নিরন্তর, বলেছেন ।

তা কিভাবে ? সুখে-দুঃখে, হাসি-কান্নায় প্রতিটি সময় ?

সুখের কবিতা পাঠে সুখ আর কান্নার কবিতায় কান্না ?

শুভেচ্ছান্তে ।

৯| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুখ মনে হয়
মনের অসুখ
পেতে হই উন্মাদ
সুখকামনা কষ্ট বেলায়
যেন এক জল্লাদ। :P

নবীশ কবির পক্ষ থেকে +

১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৪

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,


ঠিক বলেছেন , মনের অসুখ । কে যে কিসে সুখী হয় !

নবীশ কবির এই আবেশী লেখায় অসংখ্য ভালোলাগা ।
শুভেচ্ছান্তে ।

১০| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৭

আজমান আন্দালিব বলেছেন: মামুন রশিদ বলেছেন: সুখের অনুভূতি প্রকাশে অনন্য প্রয়াস । উপমাগুলো অসাধারণ!

১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৯

আহমেদ জী এস বলেছেন: আজমান আন্দালিব ,


হুমমমমমম.....

ভালো আছেন তো ?

ভালো থাকুন আর সুখে ....

১১| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৫

শুকনোপাতা০০৭ বলেছেন: বাহ.. চমৎকার কাব্য :)

১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৩

আহমেদ জী এস বলেছেন: শুকনোপাতা০০৭ ,


শুকনোপাতার মর্মরধ্বনি যেন শুনি .....

শুভেচ্ছান্তে

১২| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন:
সুখ মানেই দারুচিনি দ্বীপ চোখ
ঠোটের বঙ্কিম ঢাল
সুখ মানেই কোজাগরী রাতে
তোমাতে মাতাল ।।
-

চমৎকার লাগলো জী এস ভাই! সুখের জন্য, সুখের প্রকাশে সুখময় শব্দগুচ্ছ!

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০২

আহমেদ জী এস বলেছেন: ৎঁৎঁৎঁ ,

সূখ তো চিরটাকালই চমৎকার লাগার মতো ।
সুখের জন্যে মানুষ তো দেশ-দেশান্তরেও যায় !

কিন্তু ....

এই "কিন্তু" টা সহ-ব্লগার জুন তাঁর করা ১৫ নং মন্তব্যের শেষে চমৎকার বলেছেন -

"সুখের লাগিয়া এ ঘর বাধিনু বেনোজলে যায় ভেসে
পথের খোজেতে পথ খুজে মরি ঘুরে ঘুরে দেশে দেশে।। "


তবুও বলি- ভালো থাকুন, সুখে থাকুন ।

১৩| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: সুখের চাইতে অসুখই ভাল, তবুতো ঔষধ পাওয়া যায়। নিরাময় হলে বোঝা যায়। কিন্তু সুখ!! কখন আসা-যাওয়া করে, বোঝাই যায় না।।
ধন্যবাদ।।

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৮

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,

সুখ চলে গেলেও বোঝা যায়, তখোন তো অসুখ হয় , ঔষধ গিলতে হয় ।

সুখ কখোন যে আসে আর কখোনই বা যায় তা ও একটু "সচেতন" হলেই বোঝা যায় । "হ্যাপী" হওয়া যায় ।

সচেতন ভাবে হ্যাপী থাকুন .... ভালো থাকুন ।

১৪| ১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫০

আমি ই শুভ্র বলেছেন: দারুন কাব্য

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১২

আহমেদ জী এস বলেছেন: আমি ই শুভ্র,


একটুকরো কথাও যে দারুন হতে পারে , আপনার মন্তব্য ও তাই !

শুভেচ্ছান্তে ।

১৫| ১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৪

জুন বলেছেন: আহমেদ জীএস

সুখ মানেই উড়ন্ত আঁচল তোমার
মেঘেদের পালে লাগা হাওয়া


উপমায় অসাধারণ কবিতায়
+

সুখের লাগিয়া এ ঘর বাধিনু বেনোজলে যায় ভেসে
পথের খোজেতে পথ খুজে মরি ঘুরে ঘুরে দেশে দেশে।

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৭

আহমেদ জী এস বলেছেন: জুন ,


পোষ্টের ছবিটি ও বলে আপনার ভালো লাগা কথাটুকু ।
আকাশের কোলে ভাসা মেঘেদের আঁচলেও লেগেছে যেন সূর্য্যস্নানের হাওয়া ।

যে দু'লাইন লিখেছেন শেষে , এ ও জীবনের আর এক সত্য ।
সুখ কেবলই বেনোজলে ভেসে যায় ।

উড়ন্ত আঁচল সে বেনোজলে পেতে রাখলে সুখ ধরা পড়তেও পারে .........

সবে হয়ে ওঠা সন্ধ্যার শুভেচ্ছা ।

১৬| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সুখ মানেই কাছে থাকা
ভরে যাওয়া বুক ।।

১৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,

হুমমমমম.... কাছে থাকা .... ।


সাথেই থাকুন বরাবরের মতোন ।
শুভেচ্ছান্তে ।

১৭| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার কবিতা ভাই!

একদিন সুখ দেখব!

১৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২০

আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ,


একদিন সুখ দেখবেন ? সবদিন নয় কেন ?

সুখ তো নিজের মনে । কাল্পনিক নয় , ভালোবাসার সুখ । সেই ভালোবাসার মনটা তো আপনার আছেই ।
এটা থাকুক আপনার চিরসঙ্গী হয়ে ............

সুখে থাকুন । শুভেচ্ছান্তে ।

১৮| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৫

বাংলার পাই বলেছেন: সুখ মানেই তুমি আমি দূরে থাকার দুখ
সুখ মানেই তুমি আমি কাছে থাকার সুখ
সুখ মানেই তোমার আমার ভরে যাওয়া বুক ।।


অনেক অনেক ভালো লাগা রইলো।

১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

আহমেদ জী এস বলেছেন: বাংলার পাই ,


সুখ মানে অনেক কিছুই , যে যেমন করে ভেবে সুখ পায় তা-ই সুখ ।
দুঃখ রোমন্থনের ও কিন্তু একটা সুখ আছে ।

আপনার মন্তব্যেও ভালো লাগা রইলো ।

সুখে থাকুন ।

১৯| ১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১১

আরুশা বলেছেন: বাংলার পাই বলেছেন: সুখ মানেই তুমি আমি দূরে থাকার দুখ
সুখ মানেই তুমি আমি কাছে থাকার সুখ । বাংলার পাই এর সাথে সহমত আহমেদ জিএস ভাই ।++++

১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

আহমেদ জী এস বলেছেন: আরুশা ,

যার সাথে আপনার সহমত জানিয়ে এই মন্তব্য, তাকে দেয়া প্রতিমন্তব্যটির প্রথম দু'লাইন আপনার জন্যে তুলে দিলুম ---

সুখ মানে অনেক কিছুই , যে যেমন করে ভেবে সুখ পায় তা-ই সুখ ।
দুঃখ রোমন্থনের ও কিন্তু একটা সুখ আছে ।


আসলে সুখের কোনও ঠিক ঠিকানা নেই । সুখ সবার নিজের মনের ঘরেই বাস করে । দুঃখও তেমনি ।

ভালো থাকুন আর সুখেই থাকুন ।

শুভেচ্ছান্তে ।


২০| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৩

হাসান মাহবুব বলেছেন: আপনার এ ধরনের চটুল লেখা এই প্রথম পড়লাম। বেশ লাগলো।

১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,

সুখের তো কোনও শেষ সংজ্ঞা নেই । ভালোবাসা ও সুখের একটা অনুঘটক । আর ভালোবাসার সুখ তো এরকম আবেগীয় ঢেউ তুলেই যায় সবার মনের নদীতেই ।

তাই ...
"চটুল" না বলে " রোমান্টিক" বললে যথাযথটাই বলা হতো । অকপটেই বলি - শেষ প‌্যারাটির জন্যে হয়তো এটাকে চটুলতা বলেছেন । কিন্তু সব প‌্যারার ভেতরে তো রোমান্টিসিজম দিয়েই ভরা ।

চটুলতা, চপলতা আমার এটাই প্রথম নয় । বেশ কিছু লেখা আছে এ ধরনের । তারপরেও -

.........................হে নিরুপমা,
চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা ।


সুখে থাকুন ।

২১| ১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১০

অতঃপর জাহিদ বলেছেন: গুগলসার্চ করুণ সুখ অথবা শান্তি মানে কি, আপনাকে শান্তি নিকেতন দেখায় দিবে!

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৭

আহমেদ জী এস বলেছেন: অতঃপর জাহিদ ,

যেখানেই সার্চ করুন, যতো সার্চইঞ্জিন দিয়েই করু্ন, "মন" নামের সার্চইঞ্জিনটাই আসল আর শেষ । এই যেমোন এই মন্তব্যটি তো আপনি মন থেকেই করেছেন , তাইনা ? গুগলসার্চ দিয়ে তো এই মন্তব্যটি পাননি । নাকি পেয়েছেন ? পেয়ে থাকলে তো আপনি শান্তি নিকেতন দেখেই ফেলেছেন ।

সুখ অথবা শান্তি তো আপনার নিজের মনে । আপনি যেমোন করে ভাববেন তেমনি করেই তা ধরা দেবে ।

সুখে থাকুন । শুভেচ্ছান্তে ।

২২| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৭

একজন ঘূণপোকা বলেছেন: সুখ মানেই যাবতীয় অসভ্য শয়ন
কারুকার্য্যময় স্তনের মিনার
সুখ মানেই ভালোবাসা
তোমার আমার ।।



B:-) B:-) B:-) X(( X(( ;) ;) ;)


বদ পুলা


:P :P :P ;) ;) ;)


দারুন লাগলো

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১৯

আহমেদ জী এস বলেছেন: একজন ঘূণপোকা ,

হুমমমমম..... আপনাকে ঘূণ পোকাতেই খেয়ে ফেলেছে মনে হয় । বদ পুলা , সৎ পুলা , ছোট্ট পুলা, বড় পুলা , ভালো পুলা, মন্দ পুলা সব পুলাপাইনেগো কাছেই এটা দারুন লাগবে । পৃথিবীর আদি-অকৃত্রিম সত্য যে ব্যাপারটি ।

একটি নারী আর পুরুষের ভালোবাসার লজিক্যাল সিকোয়েন্সই তো এটাই ।

দারুন লেগেছে জেনে খুশি হলুম ।
শুভেচ্ছান্তে ।

২৩| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫২

আরজু পনি বলেছেন:

সুখ মানেই কাছে থাকা...আমারও তাই মনে হয় ।

সুখের কতো রকমফের আছে...

২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১১

আহমেদ জী এস বলেছেন: আরজুপনি ,


শুধু আপনারই নয় , আমাদের সবারই তা-ই মনে হয় ।

সুখের কতো রকমফের আছে... আছেই তো ।
কেউ নিলামবালা ছ'আনার চুলের ফিতে কিনে সুখ পায়, কেউ ডায়মন্ডের নাকছাবি কিনেও সুখ পায়না ।
কেউ দু'টাকার ডালপুরি খেয়ে সুখ পায়, কেউ সাতশ' টাকার পিজ্জা খেয়েও সুখ পায়না ।
কেউ ভালোবেসে সুখ পায় , কেউ ছ্যাকা দিয়ে সুখ পায় ।
কেউ লিখে সুখ পায় , কেউ পড়ে ।

এই যে আপনি সাথে আছেন , তাতে আমার সুখবোধ হচ্ছে । কিন্তু এটা পড়ে আপনি সুখ পাবেন কিনা, জানিনে ।

ভালো থাকুন, সুখেই থাকুন ।

২৪| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩১

সোহানী বলেছেন: সুখ মানে..... হাতে এক কাপ গরম কফির মগ, বাইরে অঝর ধারার বৃষ্টি, সাথে হাই স্পীড ইর্ন্টানেট ও প্রিয় একটি বই... ও হাঁ আর সাথে আছে প্রিয় মিউজিক।

না হলো না.... সুখ মানে..... অঝর ধারার বৃষ্টির মাঝে লং ড্রাইভ সাথে লো ভলিউমের প্রিয় মিউজিক।

আরে সেটা ও না... তাহলে !!!!!! বাবা মা কে পাশে রেখে সন্তানদের বুকে রেখে ভাই বোন সহ প্রিয় মানুষদের সাথে তুমুল আড্ডা আর সাথে ঝাল মুড়ি।

অসাধারন আপনার সুখ বর্ননা........

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪৬

আহমেদ জী এস বলেছেন: সোহানী ,

খুব সুন্দর করে অনেকগুলো সুখের আভাস দিয়েছেন ।

সুখের বর্ণনায় সুখ আছে হয়তো , স্বস্তি নেই । কারন সুখের সংজ্ঞা স্থান- কাল-পাত্রে পাত্রে পালটে পালটে যায় । এই যেমন সুখ কি, বলতে গিয়ে বলেছেন --অঝোর ধারার বৃষ্টির মাঝে লং ড্রাইভ সাথে লো ভলিউমের প্রিয় মিউজিক।

এই সুখটি যদি ঢাকার মতো শহরে পেতে চান তবে তা হবে "দিল্লী হনুজ দুর অস্ত ..." ।

বছরের প্রথম দিনে আমার - আপনার কাছে পান্তা ইলিশ সুখকর । কিন্তু দু'দিন না খাওয়া বস্তির একটি শিশুর কাছে শুধু পান্তা আর একটুখানি লবনই স্বর্গীয় সুখ ।

দিলেম তো আপনার সুখটাকে মাটি করে !!!

আসলে, কে যে কিসে সুখ পায় ; কে জানে ! সুখ তো আপনার নিজের মনে । আপনি যেমোন করে ভাববেন তেমনি করেই তা ধরা দেবে ।

সুখে থাকুন ...........

২৫| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুখের সংজ্ঞা।

চমৎকার কবিতায় অনেক ভালো লাগা।

শুভেচ্ছা আহমেদ জী এস ভাই।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৬

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,

এই রে....... এই মূহুর্তে আপনি এখানে আর আমি আপনার ওখানে !

কী কাকতালীয় , তাই না ?

আপনিও ভালো থাকুন ।

২৬| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৩:২১

অন্ধবিন্দু বলেছেন:

সুখ !

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৩

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,

সুখ মানেই ব্লগে ঢোকা
অন্ধবিন্দুর মন্তব্য দেখা ।

২৭| ০২ রা জুন, ২০১৮ রাত ৩:১৯

সোহানী বলেছেন: ২০১৪ তে যখন আমি এ মন্তব্য করছিলাম তখন মনে পড়ে যে গাড়িতে যেতে যেতেই করছিলাম। এবং শ্রীকান্ত এর বৃষ্টি তোমায় দিলাম গানটা শুনছিলাম। সে মূহুর্তের অনুভূতি এখনো ফিল করি। তাই তখনকার ফিলিংসা বলছিলাম। যাইহোক আমার সে সুখের অনুভুতি কিন্তু এখনো একই আছে।

০২ রা জুন, ২০১৮ রাত ৯:২০

আহমেদ জী এস বলেছেন: সোহানী ,



সুখ কিম্বা দুঃখ , তার অনুভব মনে হয় সময়- পরিবেশ - মানসিক অবস্থার উপর নির্ভরশীল । যেটাকে একসময় সুখ বলে মনে হয়েছিলো ঠিক সেরকমটাকেই আবার অন্যসময়, অন্য পরিবেশে সুখকর বলে মনে ধরেনা । বিপরীত কথা দুঃখের বেলাতেও ।

শ্রীকান্তের ঐ গানটি---" আমার সারাটা দিন, মেঘলা আকাশ , বৃষ্টি / তোমাকে দিলাম ..." আমারও বেশ পছন্দের । ভরাট গলায় অনেক দরদ আর আবেগ দিয়ে গেয়েছেন উনি । ভালো লাগার ফিলিংস আসতেই পারে । আবার এই গানটিই যখন আরেক পরিবেশে শুনবেন ভালো লাগবেনা, ফিলিংস হবে অন্যরকম ।

আবারও কষ্ট স্বীকার করে এখানে এসেছেন বলে ধন্যবাদ ।
ভালো থাকুন এবং সুখে ..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.