নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
সবে শেষ হওয়া নারী দিবসকে উৎসর্গিত ।
প্রতিদিন কাজে যেতে যেতে হাঁপিয়ে গেছে আমাদের ছোটন । কাঁহাতক আর সকাল ৯টা ৫টা অফিস করা যায় দিনের পর দিন ? আর তার বউ ঘরে বসে বসে আরামসে তার বেতনের টাকা ইচ্ছেমতো উড়িয়ে উড়িয়ে আছে মহা সুখে । এমন ভাবনা ছোটন কে অসুস্হ্য বানিয়ে ছাড়ে । তার উপরে নারী দিবসে তার বউ শত শত “ উইমেন’স ডে উইশ “ পায় । বউয়ের এতো এতো সুখে যারপর নাই জেলাস হয়ে ওঠে ছোটন একদিন । এমনটা ছোটনের হওয়ারই কথা । তাকে দোষ দিয়ে লাভ নেই , সব পুরুষেরই এমনটা হয় ! ঈর্ষায় , দুঃখে ছোটন সৃষ্টিকর্তার পায়ের কাছে সেজদায় পড়ে গেলো - “ হে ঈশ্বর ; আমি তোমার অধম বান্দা , সারাদিন ৮/৯ ঘন্টা গাধার খাটুনি খাটি আর আমার বউ ঘরেই থাকে মহা সুখে । সে জানেও না আমাকে কতো কষ্ট করতে হয় । হে শক্তিমান ; তুমি একদিনের জন্যে হলেও আমার বউয়ের শরীরটা আমার সাথে বদল করে দাও যাতে সে বোঝে পুরুষের কাজে কি কষ্ট ..... আমিন !”
ত্রিকাল সৃষ্টিকারী মহাজ্ঞানী সৃষ্টিকর্তা মুচকি হেসে ছোটনের এমন আবেদন কলমের এক খোঁচায় মঞ্জুর করে দিলেন । পরের দিন আমাদের ছোটন সকালে ঘুম থেকে উঠে দেখে , সে তার বউয়ের শরীর পেয়ে গেছে । আর তার বউ ছোটন শরীর ।
ছোটন ছাড়তেই হলো বিছানা । ঘুম থেকে বাচ্চাদের তুলে ওয়াশরুমে পাঠিয়ে ছোটনরূপী বউয়ের জন্যে নাস্তা রেডি করতে বসতে হলো তাকে ।
সব রেডি করে বাচ্চাদেরও নাস্তা খাইয়ে , তাদের স্কুল ড্রেস গুছিয়ে গাছিয়ে পরিয়ে স্কুলে পৌঁছে দিতে ছুটলো ছোটন ।
এর মাঝেই ঝটপট বাচ্চাদের টিফিনবক্স রেডী করে দিতেও ভুল হলোনা তার ।
ঘরে ফিরে তাকে ব্যস্ত থাকতে হলো খুঁজে খুঁজে ময়লা কাপড়-চোপড়গুলোকে একত্র করতে । এরপর স্ত্রীরূপী ছোটন বসলো কাপড় কাঁচতে ।
দড়িতে কাপড় ঝোলানো শেষ হলে রান্নাঘরে ঢুকলো সে । সবজী আর রান্নার কিছু জিনিষ ফুরিয়ে গেছে । আনতে হবে । ছোটন ছুটলো বাজারে । তার আগে ব্যাংক থেকে কিছু টাকা তুলতে হবে ।
বাজার-টাজার শেষ হলে আবার রান্নাঘর । বাজারগুলো রান্নাঘরের তাকে উঠিয়ে তবে প্রথম পর্বের ঝামেলার পাট চুকলো ছোটনের ।
এখন বাসন-কোসনগুলো ধুঁতে হবে । এরপরে রান্না । ওহহো..ওওওও ..... ইলেকট্রিক বিল আর গ্যাসের বিলই তো দেয়া হয়নি ! ছোটন কে আবার ছুটতে হলো বিল পরিশোধ করতে ।
ঘরে ফিরতে ফিরতে ঘড়িতে বারোটা বেজে গেলো । কার বারোটা বাজলো সেই হুশ ছোটনের নেই । দম ফেলার সময় নেই তার । আরো কাজ পড়ে আছে । রান্না করতে হবে । পোষা কুকুর , বেড়ালটাকে সাফসুতেরো করে খাবার দিতে হবে ।
বিছানা ঠিক করতে হবে , ঘর ঝাঁট দিতে হবে । কাজ আর কাজ .....
পারলে সাহেবের খান কয়েক কাপড় ইস্ত্রি করে রাখতে হবে । তারপরে নিজের খাওয়া ।
বেলা ৩টে বেজে গেলো এসব করতে করতে । এবার বাচ্চাদের স্কুলে ছুটতে হবে ওদেরকে নিয়ে আসতে ।
আসার পথে বাচ্চাদের বায়নাক্কা সামলাও । তাদের এটা চাই , ওটা চাই । তাদের এ প্রশ্ন , সে প্রশ্নের জবাব দিতে দিতে গলা শুকিয়ে গেলো ছোটনের ।
ঘরে এসে বাচ্চাদের কাপড় পাল্টে , তাদের জন্যে বৈকালিক কিছু একটা নাস্তা তৈরী করে দিলো সে । এরপর তাদের নিয়ে বসতে হলো হোমওয়র্ক করাতে ।
হোমওয়র্ক করানোর ফাঁকে ফাঁকে রাতের খাবারের প্রস্তুতি করতে আলু আর সবজি ছিলতে হলো তাকে । ফ্রিজ থেকে বের করে রাখলো একটা মুরগী । ডিফ্রস্টেড হলে কাঁটাকুটি করতে হবে ।
সাড়ে পাঁচটার দিকে কলিং বেল বাজলো । ছোটন (স্ত্রী ) সাহেব অফিস থেকে ফিরলেন ।
আমাদের আসল ছোটন ছুটলো তার চা -পানির ব্যবস্থা করতে । এর মধ্যেই ছোট বাচ্চাটা চীৎকার করে জানান দিলো , “মাম্মী, হোমওয়র্ক ডান” । ছোটনকে ছুটতে হলো সেখানে ও । হোমওয়র্ক চেক করে বইখাতা গুছিয়ে রাখলো । বড়টার তখনও হোমওয়র্ক শেষ হয়নি । ৩ নম্বর অনুশীলনের অংকগুলো পারছেনা সে ।
“কি করবি তাহলে ? তোর বাবার কাছে যা, দেখছিস না আমার কতো কাজ ! ” ছোটন একথা বলেই রান্নাঘরে উঁকি দিয়ে এলো একবার ।
এর মধ্যেই বড়টার চীৎকার , “মাম্মী এদিক আসো ।"
ছোটনকে বসতে হলো ৩ নম্বর অনুশীলন নিয়ে । কারন বাচ্চার বাপ সারাদিন অফিস করে এসে এখন একটু টিভি খুলে টকশো দেখতে বসেছে , তাকে যেন কেউ ডিষ্টার্ব না করে ।
রান্নাঘর আর বাচ্চার পড়ার টেবিল করতে করতে রাত ৯টা । এর পর খাওয়ার পাট চুকিয়ে বাচ্চাদের ঘুম পাড়িয়ে এটো বাসন-কোসন ধুঁয়ে মুছে গুছিয়ে রাখতে রাখতে ঘড়ির কাটা ১০ টা পার । হাবির সাথে বসে একটু আধটু রিলাক্স আর গল্প করবে বলে রিমোটটা হাতে নিয়ে চ্যানেল ঘুরিয়ে জিটিভি ধরতে না ধরতেই হাবির বাগড়া ----- উহুহুহুহু......... খেলা দেখছি , ডিষ্টার্ব করবেনা খবরদার একটুও ! আগে এককাপ চা করে দিয়ে ঘুমাতে যাও ।
উঠতে হলো ছোটনকে । চা বানিয়ে বেডরুমে গিয়ে বিছানায় বসতেই এতো ধকলের পরে গা ছেড়ে দিলো তার ।
মাঝরাতে হাবির আদরে ঘুম ভাঙলো ছোটনের । আধো ঘুম আধো জাগরণে হাবির আদর নামের অত্যাচারটাকে সারাদিনের ক্লান্তির পরে কোনও অভিযোগ ছাড়াই মেনে নিতে হলো তাকে ।
সকালে ঘুম থেকে উঠেই বিছানার পাশে বসে সোজা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে মাথা ঠুকলো ছোটন , “হে ঈশ্বর ; আমার ৯টা ৫টাই ভালো । আমি বুঝিনি, মেয়েমানুষ হওয়ার কি হ্যাপা । একদিনে আমার আয়ু ৩ বচ্ছর কমে গেছে । আমাকে তুমি আগের মতো পুরুষ বানিয়ে দাও প্লিজ ..... প্লিজ ...... প্লিজ ............”
সর্বজান্তা , ভুত-ভবিষ্যতের মালিক ঈশ্বর হাসলেন , “ হে বৎস ; আমি তোমার অবস্থা বুঝতে পারছি । কিন্তু এখন তো আর তা সম্ভব নয় ছোটন মিয়া ! কাল রাতে যে তুমি প্রেগন্যান্ট হয়ে পড়েছো । আগামী ১০ মাসের আগে তোমাকে তো ছাড়া যাচ্ছেনা ......................
স্বীকারোক্তি -
লেখাটি ব্লগে “সোহানী”র “পতিসেবার- একাল ও সেকাল.......... নারী দিবসের নারী ভাবনা “ পোস্টে আমার করা মন্তব্যের প্রতিউত্তরের জবাব । সোহানী লিখেছেন -
“ এরপর যখন সবাই উপলব্ধি করবে অধিকার নিয়ে ভাগাভাগির কিছু নেই, মেয়েরা শত্রু নয় বন্ধু..... ওদেরকে দমিয়ে রাখা মানে নিজের পায়েই কুড়াল মারা.............................. “
তাঁর এই কথাটির সূত্র ধরেই নারীদের দমিয়ে রাখা যে নিজের পায়েই কুড়াল মারা , নারী দিবসের গন্ধ শুকিয়ে যাবার আগেই পাবলিককে তা হাড়ে হাড়ে বোঝাতে এই পোস্টটির জন্ম ।
কৃতজ্ঞতা ----
সংকলিত , পরিমার্জিত এবং পরিবর্ধিত ।
১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১১
আহমেদ জী এস বলেছেন: সোহানী ,
ফিট হয়ে গেলে হুশ ফিরতে তো সময় লাগবেই ।
হুশ ফিরলে আসুন , গবেষণার থিসিস পেপার নিয়ে ।
২| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৯
লালকালো বলেছেন: ভাল লিখেচেন।
১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২৬
আহমেদ জী এস বলেছেন: লালকালো ,
আমার ঘরে স্বাগতম ।
লালকে লাল আর কালোকে কালো বলেছি এইখানে ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
৩| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: আহা বেচারী কুদ্দুস!
অবশেষে বুঝল নারী হওয়ার হ্যাপা।
ছবির মাধ্যমে বিশ্লেষণ অনেকটা রম্যর মত মনে হল।
ভাল থাকুন।
১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৯
আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার ,
বেচারী কুদ্দুস না । বেচারা কুদ্দুস !
বেচারী হওয়ার খায়েশ মেটাতে গিয়েই তো দশ মাসের ধাক্কায় পড়ে গেলো ............. আহহা... বেচারা !!!!!!!!!!!!!!!!!!
৪| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৭
মোস্তফা সোহেল বলেছেন: রম্য মজার হয়েছে ভাইয়া
১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪০
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
মজা না হয় হলো কিন্তু প্রতিদিন এমন কাজেই যে মেয়েদের মাজা ব্যথা হয় সে খবর রাখেন ????
৫| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৯
মলাসইলমুইনা বলেছেন: প্রিয় সোহানি :আহমেদ জিএস ভাইতো আপনার লেখার কমপ্লিমেন্ট হিসেবে কঠিন লেখা লিখেছেন ! "প্রেম প্রীতির পুণ্য বাধনে যবে মিলে পরস্পরে / স্বর্গ আসিয়া দাঁড়ায় মোদের এই কুঁড়েঘরে" কবিতার কথা কেন যেন মনে হলো লেখা পড়ে আর আপনার লেখায় আহমেদ জিএসভাইয়ের মন্তব্যের উত্তরে আপনার প্রতিমন্তব্য দেখে | এটাতো নিখাদ আট তারিখের লেখা |আহমেদ জিএস ভাই, দুদিন দেরি হলো কেন ?
১১ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৮
আহমেদ জী এস বলেছেন: মলাসইলমুইনা ,
দেরী হলো কই ? সোহানীর পোস্ট এসেছে ৮ ই মার্চ সকালে । আমি তাতে মন্তব্য করেছি ৮ ই মার্চ রাতে । তার জবাব সোহানী দিয়েছেন ১০ই মার্চ রাত ৩:৫৪ ( সোহানীর দুপুর সম্ভবত ) । তার ঐ জবাব দেখে কুদ্দুস কে সাজিয়ে গুছিয়ে ব্লগে হাজির করতে বেশ কিছু সময় লাগার কথা নয় ? তারপরেও কত্তো ঝটপট কুদ্দুসের কাহিনী আপনাদের কাছে নিয়ে এসেছি !!!!!!!!!!!!!!!!!
আর এটা নিখাদ আট তারিখের লেখা হলেও আমি যদি ঐ বিশেষ দিনটিতে এটা দিতুম তবে সব রসকষ একদিনেই শেষ হয়ে যেতোনা ? সব মিষ্টি কি একদিনে খাওয়া ভালো ? একটু রইয়ে সইয়ে খেলে হজমটাও ভালো হয়, তাইনা ?
৬| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দারুন হয়েছে। বেচারা কুদ্দুস!!
মিসেস কুদ্দুসের কী হল?? তাকে নিয়ে আরেকটি রম্য লিখুন।।
১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৬
আহমেদ জী এস বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল ,
না সেটি হবার নয় । এটি রম্যের মতো মনে হলেও আসলে কিন্তু রম্য নয় । হাযারো পুরুষ মানুষের মনে নারীদের সম্পর্কে " অলস" , " কর্মহীন" ইত্যাদি যে ধারনা বদ্ধমূল তার বিপরীত রূপটিই এখানে দেখানো হয়েছে ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
৭| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: চমৎকার পোষ্ট।
১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৭
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,
ধন্যবাদ ।
৮| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৮
শুভ_ঢাকা বলেছেন: আহমেদ জী এস ভাই,
হা হা হা হা...........পারফেক্ট ছবি, পরিমিত লেখা আর রম্য......জাস্ট অসম।
১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২০
আহমেদ জী এস বলেছেন: শুভ_ঢাকা ,
শুভ দুপুর । মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
এটা ঠিক রম্য নয়, আমাদের দেশের অধিকাংশ নারীদের দৈনন্দিন জীবনের আলেখ্য ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
৯| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহা কুদ্দুসের এখন কি হবে রে --------------
১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৭
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,
হো... হো...হো... তার এখন যা হবার তাই হবে , আমাদের মা-বোন-বউদের এসময় যা হয় তাই-ই হবে ! বোঝার উপর শাকের আঁটি ।
১০| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৪
তারেক_মাহমুদ বলেছেন: বেচারা কুদ্দুস, মজার হয়েছে রম্য।
১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৮
আহমেদ জী এস বলেছেন: তারেক মাহমু৩২৮ ,
হুমমমমমমমম , বেচারা ! কিন্তু এটা যে রম্য নয় , বোধগম্য কিছু.................
১১| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৭
রোকসানা লেইস বলেছেন: আ...হা হা হা কুদ্দুস এবার বুঝল মজা।
সাজ পোষাক আর মেকাপ না শুধু বাচ্চা বিয়ানোর হেপ্যাও
নয় মাস দশ দিন পরে কুদ্দুসের কি অবস্থা হয় তা জানার অপেক্ষায় রইলাম
হাসানোর শুভেচ্ছা নিবেন
১২ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
আহমেদ জী এস বলেছেন: রোকসানা লেইস ,
নয় মাস দশ দিন পরে কি অবস্থা হয়, তা জানা তো মনে হয় আপনাদের দরকার নেই । এসব আপনাদের আগেই প্রাকটিক্যালি জানা হয়ে গেছে সম্ভবত । যেটুকু অন্যদের, মানে পুরুষদের জানানোর কথা , তা হলো - শারীরিক এই পরিবর্তনের ধকল সইয়েও একজন নারীকে উপরের দৈনন্দিন সব হ্যাপাগুলোকেও সামলাতে হয়, কোনও রকমের ছাড় বিহনেই । আমাদের দেশে সংসারের কঠিন নিষ্পেষনে নারী চিরকালই বন্দি ।
প্রশ্ন করে বেকায়দায় ফেলার শুভেচ্ছা নেবেন আপনিও ......................
১২| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০০
জাহিদ অনিক বলেছেন:
সমগ্র পোষ্ট পড়ে মনে হল পুরুষ এবং নারী, তাদের চিরকালের আড়ি।
১২ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৮
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,
পুরুষ এবং নারী, তাদের চিরকালের আড়ি
সে কারনেই তো তছনছ হয় তেমন ঘরবাড়ী ........................
মন্তব্যের জন্যে ধন্যবাদ জানাতে হবে ?
১৩| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৮
সৈয়দ ইসলাম বলেছেন:
ছবির সাথে রূপক গল্পটি সেইরকম ভাল লেগেছে।
আচ্ছা, কুদ্দুসের জন্য কতেক বস্তা সমবেদনা
১২ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৫
আহমেদ জী এস বলেছেন: সৈয়দ ইসলাম ,
ভালো লাগার জন্যে খুশি হলুম ।
ধন্যবাদান্তে ।
১৪| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: রম্য ভাল হয়েছে জী এস ভাই। তবে কুদ্দুসের স্থানে অন্য নাম হলেও চলত। আমার মনে হয় নামটা চেঞ্জ করে দিলে ভাল হয়। এটি আল্লাহর একটি গুণবাচক নাম।
১২ ই মার্চ, ২০১৮ রাত ৯:১০
আহমেদ জী এস বলেছেন: সম্রাট ইজ বেস্ট ,
পড়া এবং মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
আর বাকীটুকুর জন্যে নীচের ১৫ নম্বর মন্তব্যের প্রতিউত্তরটুকু দেখে নিলে খুশি হবো । মনে হয় ওখানে আপনার কাঙ্খিত জবাবটি পেয়ে যাবেন ।
১৫| ১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৫
বারিধারা ২ বলেছেন: সবই বুঝলাম, কিন্তু কুদ্দুসকে প্রেগন্যান্ট করল কে? নয় মাসে তো হবেনা, বাচ্চাকে দুধ খাওয়াতে হবেনা, সেটা করবে কে?
লেখকের প্রতি অনুরোধ, সব নাম নিয়ে ফান করবেন না। কুদ্দুস আল্লাহ্র ৯৯ নামের একটি - এর অর্থ পবিত্র, আপনি আলা ভোলা মদনা - এরকম কোন নাম ব্যবহার করতে পারতেন।
১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪১
আহমেদ জী এস বলেছেন: বারিধারা ২ ,
সঙ্গত কারনেই আপনার এই মন্তব্যের জবাবটি অনেককে ডিঙিয়ে দিতে হলো , যা আমার রূচি এবং বিবেক বিরূদ্ধ ।
বিশ্ব ব্রহ্মান্ড এবং তার সৃষ্টিকর্তার বিশালতা , শক্তিমত্তা, প্রাজ্ঞতা, মহানুভবতা, পবিত্রতা ইত্যাদি হাজারো মহাগুন সম্পর্কে আপনার ধারনা কতোটুকু তা আমার জানা নেই । তবে যে কথাটি তুলেছেন, তাতে সেই মহান ও পবিত্র স্রষ্ঠাকে খুব ছোট একটি গন্ডীতে বেঁধে রাখলেন মনে হয় । কারন এই বিশ্ব ব্রহ্মান্ডের সমস্ত সৃষ্টির তুলনায় আমি - আপনি তো ছাড়, আমার -আপনার এই বিশাল সৌরজগৎটার স্থান-কাল-পাত্রগত অবস্থান বিশ্বের সমস্ত পানির একটি ক্ষুদ্রতম বিন্দুর চেয়েও ক্ষুদ্রতম । বলতে পারেন, পৃথিবীর সকল সমুদ্র সৈকতে পড়ে থাকা একটি বালুকনার চেয়েও ক্ষুদ্র । এতো বিশাল ও সীমাহীন মহাবিশ্বের যিনি মালিক তাঁর পবিত্রতাও তেমনি সীমাহীন, অতলান্ত ,অমলিন ও অধরা । কোন কিছুই তাঁকে ষ্পর্শ করার সামান্যতম ক্ষমতাও রাখেনা । তাঁকে অপবিত্র করা তো দূর ।
আমার এই লেখায় সেই পবিত্র প্রভুর নাম নেয়াতে তাঁর কিছুই যায় আসেনা । এখানে ঐ নামটি একটি বিশেষ্য হিসেবে এসেছে । আর ঐ নামের লোকটিকেও এই লেখায় হেয় বা লোকটিকে নিয়ে “ফান” করা হয়নি । তার অসহায় অবস্থার কথা বোঝেনো হয়েছে, যদি লেখার মর্ম কথাটি আপনি বুঝে থাকেন । খেয়াল করলে দেখবেন , আমাদের সমাজের সিংহভাগ নামই মহান আল্লাহতায়ালার ৯৯টি নামে রাখা হয় । সেই নামে কারো উল্লেখ করলেই মহান সৃষ্টিকর্তার সাথে “ফান” করা হলো এমন ধারনা আপনার জ্ঞানের দৈন্যতাই প্রকাশ করে ।
মহান আল্লাহতায়ালা এতোটা ক্ষুদ্র নন যে আমি তাঁকে স্পর্শ করার ক্ষমতা রাখি । আমাকে তিরষ্কৃতও তিনি করবেন না নিশ্চয়ই, কারন তিনি সকল কিছুর উর্দ্ধে এক মহান সত্ত্বা । তিনিই মার্জনাকারী (আল-গ’ফূর) , তিনিই সুবিবেচক (আশ-শাকূর) ।
তারঁ নাম নিয়ে এই যে আপনার কিছুটা কষ্ট, তা আপনার সংস্কার । তাঁর সম্পর্কে জ্ঞানের সীমাবদ্ধতার কারনেই আমরা বিশ্বের সকল কিছুর মালিককে এই পৃথিবীর ক্ষুদ্র এইটুকুন সীমানাতে আটকে রেখেছি । তিনি যেন শুধু আমাদের মতো এই নশ্বর মানুষদের জন্যেই , সমগ্র বিশ্ব ব্রহ্মান্ডের নন ।
তবুও আমার সম্মানিত পাঠকের এই ধর্মীয় সংস্কারের প্রতি সম্মান জানিয়ে আমি লেখায় নামটি পরিবর্তন করে দিলুম । কিন্তু কোনও অবস্থাতেই সৃষ্টিকর্তার ( যিনি আমারও সৃষ্টিকর্তা ) প্রতি অসম্মান প্রদান করা হয়েছে এমন যুক্তিতে নয় ।
( ব্লগে লগইন করার অসুবিধার কারনে জবাবটি দিতে দেরী হলো । )
১৬| ১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৭
মনিরা সুলতানা বলেছেন: বেশ দশ মাস পর ফিরছি ,আপডেট নিতে
১২ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৮
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,
সুচতুর একটি মন্তব্য ।
দশ মাস পরে ফিরবেন ? এতোদিন আপনাকে আমরা দেখতে পাবোনা ?????????
আপডেট কি আর নেবেন ? তখনকার আপডেট তো হোল ওঁয়া ...ওঁয়া ...ওঁয়া..... শোনা ।
১৭| ১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভাই এটা কি লিখলেন! হাসতে হাসতে খুন হয়ে গেলাম!!
১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৭
আহমেদ জী এস বলেছেন: অনন্য দায়িত্বশীল আমি,
এই সেরেছে ! শেষকালে খুনের দায়ে ফেললেন ???????????
১৮| ১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৬
কালীদাস বলেছেন: আল্লাহু আকবার! ১৮+ ট্যাগ লাগান মিয়া
আপনার লাস্টের সমস্যাটারও সমাধান বিজ্ঞান বের করেছে, আই পিলের এড দেখেছিলাম পেপারে লাস্টবার ৪৮ ঘন্টা পর্যন্ত মুশকিল আহসান
মীনার একটা পর্ব ছিল কাছাকাছি কাহিনীর, মীনা রাজু নিজেদের ডিউটি চেন্জ করেন। তবে শরীর শুদ্ধা প্লটের সিনামা আছে একটা, নাম ফ্রিকি ফ্রাইডে। ২০০৩ এ রিমেক করা হয় মুভিটা, ট্রাই করতে পারেন। পুরা বিয়াশাদি/বয়ফ্রেন্ড নিয়া টানাটানি
১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:২০
আহমেদ জী এস বলেছেন: কালীদাস ,
১৮+ নয়, ৮১+ ট্যাগ লাগান উচিৎ ছিলো । যাতে ঐ বয়সের লোকেরা লেখাটি পড়ে বুঝতে পারে , অতোগুলি বচ্ছর ধরে তারা কি হ্যাপাতেই না রেখেছে বুড়ীদের । ৮১র বেশী বাঁচলে তো আরো হ্যাপা সহ বুড়ীদের আবারও দশ মাসের ধাক্কায় ফেলা !!!!! তবে আপনার "মুশকিল আহসান" মন্ত্র হয়তো বুড়ীদের রক্ষা করবে, এইটা যা ভরসার বাণী শুনিয়েছেন ।
১৯| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সত্য কথাটা আগে আমরা ভেবে দেখি না ।সব হারিয়ে পরে ভাবি
কালীদাস ভাই আমি যতটুকো জানি আই'য়ের চেয়ও ভালো আমাদের দেশীও একটা আপডেট আইছে ইমোকন বা এই
টাইপের কিছু একটা নাম হবে । সময় ৭২ ঘন্টা, আহারে আধুনিক বিজ্ঞান কত এগিয়ে
১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:০২
আহমেদ জী এস বলেছেন: (:হাসু মামা ,
কালীদাস আর আপনি , এই দু'জন মিলে হাতে নাতে পরীক্ষা করে একটা রিপোর্ট দিতে পারতেন; বিজ্ঞান এগিয়ে না পিছিয়ে !
তাতে সব হারিয়ে পরে ভাবার হাত থেকে ১৮+ ব্লগবাসীরা রক্ষা পেতে পারতেন ...................
২০| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১০
মিরোরডডল বলেছেন: আমি এই গল্পটা আগে পড়েছি
very funny one
আপনি বেশ মজা করে লিখেছেন :- )
১৩ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
আহমেদ জী এস বলেছেন: MirroredDoll ,
অবাক হবার কিছু নেই , আপনি আগে এরকমটা পড়ে থাকতে পারেন কারন আমি এটাকে " সংকলিত " ছাপ দিয়ে রেখেছি, অর্থাৎ এটা আমার নিজের নয় । বাড়তি যা করেছি তা পরিবর্দ্ধন ও পরিমার্জন ।
ধন্যবাদ মন্তব্যের জন্যে ।
২১| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৬
শাহরিয়ার কবীর বলেছেন: জানা-অজানা এ লেখায় হাজারো কুদ্দুদের গল্প লুকিয়ে।।
১৩ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,
অনেক খাটি কথাটিই বলেছেন । আমাদের দেশের সিংহভাগ নারীদের গল্পই এটা ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
২২| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৭
নীলপরি বলেছেন: দারুণ ! দারুণ ! দারুণ !
১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৪
আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,
ধন্যবাদ ! ধন্যবাদ ! ধন্যবাদ !
২৩| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৫
বারিধারা ২ বলেছেন: আমি ভাবতাম আমার মন্তব্য কেউ দেখেনা, আজ পর্যন্ত খুব কমই প্রতিউত্তর পেলাম। অনেক মন্তব্য পেরিয়ে তাই আমার মন্তব্যের উত্তর দেবার জন্য আপনাকে প্রথম ধন্যবাদ।
দ্বিতীয়বার ধন্যবাদ নামটা পালটে ছোটন দেবার জন্য। আমাদের দেশে অনেকে আল্লাহ্র নামে নাম রাখে, বেশির ভাগ আলেম ওলামার মতে, এটা শিরক। তাই কাউকে সরাসরি সেই নামে ডাকাটা কিন্তু গুনাহের কাজ।
তাছাড়া ইসলামী নামগুলো নিয়ে আমরা যে হাসিঠাট্টা করি - এর মাধ্যমে নিজেদের ছোট করছি। বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে
আমি আশা করি, যারা কষ্ট করে আপনার ব্লগে ভিজিট করেছে, সকলকেই খুশি করবেন - এক লাইনে হলেও।
১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৯
আহমেদ জী এস বলেছেন: বারিধারা ২ ,
কেন অনেককে ডিঙিয়ে আপনার মন্তব্যের জবাব দিয়েছি , তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন !
আর আপনার একথা জেনে ভালো লাগবে যে , আমার ব্লগে যারা মন্তব্য করেন তাদের প্রত্যেককেই আমি " এক লাইন" নয় অনেক লাইনে উত্তর দিয়ে থাকি । এবং যারা শুধুই ভিজিট করে যান , তাদের লেখাতেও যথা সম্ভব মন্তব্য করে আসি ।
আর আল্লাহ্র নামে নাম রাখা শিরক কিনা , তা বুঝতে হলে আরও আরও পড়াশোনা করতে হবে । কি সব জানতে, কি সব বিষয়ে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে তা আপনার আগের মন্তব্যের জবাবে বলেছি , দেখে ও বুঝে থাকবেন নিশ্চয়ই ।
আল্লাহতায়ালার নাম নিয়ে কেউ-ই হাসি ঠাট্টা করেননা । আল্লাহতায়ালার নামের কাউকে যখন নাম ধরে ডাকা হয় তখন যিনি ডাকেন তিনি আল্লাহতায়ালাকে মনে রেখে ডাকেন না । আল্লাহতায়ালাকে ব্যঙ্গ করতেও ডাকেন না , হোক তা বিকৃত উচ্চারণে । ডাকেন ব্যক্তিটিকে । এই সরল সত্যটাও মাথায় রাখতে হবে ।
যা হোক , এ নিয়ে আর কথা বলা ঠিক নয় । ভ্রান্তি বাড়তে পারে ।
ভালো থাকুন । মহান আল্লাহতালা আপনার সহায় হোন ।
২৪| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫২
নতুন বিচারক বলেছেন: ভালো লিখেছেন ভাই ।
১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫২
আহমেদ জী এস বলেছেন: নতুন বিচারক ,
আপনার বিচারের রায় শিরোধার্য্য ।
২৫| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০২
জুনায়েদ বি রাহমান বলেছেন: শিক্ষণীয় পোস্ট।
১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৩
আহমেদ জী এস বলেছেন: জুনায়েদ বি রাহমান ,
মানুষেরা শিখলে হয় !!!!!!!
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
২৬| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩১
করুণাধারা বলেছেন: আহা কি দারুন গল্প! চিত্রসহকারে চমৎকার বুঝিয়ে বলেছেন।
বাচ্চা বিয়ানোর যন্ত্রণার কথা বাদ দিলাম কিন্তু দশ মাস বাচ্চা পেটে নিয়ে কাজ করার জন্য যন্ত্রণা কি সইতে পারবে ছোটন? ভেবে ভেবে আর কোন কুল পাচ্ছিনা!
চমৎকার গল্প বলে আনন্দময় সময় উপহার দেবার জন্য ধন্যবাদ।
১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৫
আহমেদ জী এস বলেছেন: করুণাধারা ,
ভেবে ভেবে আর কোন কুল কিনারা পাচ্ছেন না , এই যদি হয় আপনার অবস্থা তবে নীচে সোহানীর করা মন্তব্যের এই অংশটুকু আপনার জন্যে ----------------------------
" করুণাধারা বলেছেন: ভেবে ভেবে আর কোন কুল পাচ্ছিনা!
উত্তর: হাহাহাহাহাহা, এইটা হলো গিয়া কথা। হাড়ি পাতিল মাঝা, রান্না করা বা বাজার করা এক জিনিস আর দশ মাস কয়েক কেজি ওয়েট পেটে নিয়ে চলাফেরা যে কি জিনিস তার তিল পরিমান ও যদি কুদ্দুসরা বুঝলে মেয়েদের সকাল বিকাল সালাম দিতো।"
সুন্দর মন্তব্যে আমাকে ভাবিয়ে তোলার জন্যেও আপনাকে ধন্যবাদ ।
২৭| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৪
কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহাহ বেশ মজাই পেলাম।
১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৭
আহমেদ জী এস বলেছেন: কামরুননাহার কলি ,
হা....হা....হা.......... মজা তো পাবেনই । আপনাদের হ্যাপা পোয়ানোর কথা লিখেছি যে !!!!!!
২৮| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৪
বুড়ো বক বলেছেন: ঠিক একই কাহিনী নিয়ে একটা লেখা কয়েক বছর আগে রসঅােলোতে পড়েছিলাম। আধুনিক ইচ্ছাপূরণ বা এমন কিছু ছিলো শিরোনাম। এমনকি শেষে প্রেগন্যান্ট হওয়া অব্দি পুরো কাহিনী একই। আপনি কি জেনেশুনে কপি করলেন নাকি অবচেতন মনে গল্পটা ছিলো? গল্পটা সামহোয়ারেও একজন পোষ্ট করেছিলো। লিংক দিলাম Click This Link
১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩২
আহমেদ জী এস বলেছেন: বুড়ো বক ,
বুড়ো হয়েছেন তাই চোখে অনেক কিছুই ধরা পড়েনা । পড়লে দেখতেন একদম শেষে এমনটা লেখা আছে -------------
" কৃতজ্ঞতা.........
সংকলিত , পরিমার্জিত এবং পরিবর্দ্ধিত । "
না হে, আমি জেনেশুনে কোনও কিছুই কপি পেস্ট করিনা , এমনকি না জেনেশুনেও করিনা ।
আপনার উল্লেখিত কোনটাই আমার দেখার সৌভাগ্য হয়নি । এটা ২০১১ সালে (সম্ভবত) আমার গ্রুপের এক সদস্যের আমাকে পাঠানো মেইল ( ইংরেজীতে ) থেকে সংকলিত , পরিমার্জিত এবং পরিবর্দ্ধিত ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
২৯| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৯
আখেনাটেন বলেছেন: গল্পের থিমটা জানা থাকলেও আপনার ছবিসহ চমৎকার উপস্থাপনার জন্য মজা পেলাম।
অাসলে নিজের অবস্থান থেকে কেউ সুখী নয়। সবাই মনে করে 'নদীর ওপারেই বুঝি সব সুখ অপেক্ষা করছে'।
১৪ ই মার্চ, ২০১৮ রাত ৮:১১
আহমেদ জী এস বলেছেন: আখেনাটেন ,
গল্পের থিমটা অনেকেরই জানা থাকার কথা । আমিও এটা সংকলন করে পরিমার্জিত এবং পরিবর্দ্ধিত করেছি আমার মতো করে ।
ঠিকই বলেছেন- নদীর ওপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ..................
৩০| ১২ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৪
সোহানী বলেছেন: জী ভাই অনেক কষ্টে আসতে পারলাম সামুতে, দোষ কিন্তু আমার না সব দোষ নন্দঘোষের। এই দুইদন কোনভাবেই সামুতে ঢুকতে পারছিলাম না। বেড গেটওয়ে.... অসংখ্যবার ট্রাই দিয়ে ক্ষ্যামা দিলাম।
বাই দা টাইম ভাবছিলাম এমন একটা মুভি দেখেছিলাম, কমেডি। কালীদাসের কথায় মনে পড়ে গেল। আর হাঁ, কালীদাসের সমাধানে লাইক।
বারিধারা ২ এর কথায় একটু দ্বিমত পোষন করি এবং আপনার উত্তরই এ্যাক্সপ্ট করি। আমাদের কালচারে আবুল, কুদ্দুস, রহিমা এমন ধরনের নাম সবসমই একটু ফান হিসেবে ইউজ করা হয়। এটার সাথে ধর্ম টানলেতো একটু সমস্যা। কালচারের সাথে ধর্মকে মিশানো সমর্থন করি না।
মলাসইলমুইনা বলেছেন: আহমেদ জিএস ভাই, দুদিন দেরি হলো কেন ?
উত্তর: এ দু'দিন মি: কুদ্দুস সৃষ্টিকর্তার কাছে প্রার্থনায় বসেছিল। কারন আপনিতো জানেনই, কঠিন সাধনা না করলে প্রার্থনা মন্জুর হয় না।.......
করুণাধারা বলেছেন: ভেবে ভেবে আর কোন কুল পাচ্ছিনা!
উত্তর: হাহাহাহাহাহা, এইটা হলো গিয়া কথা। হাড়ি পাতিল মাঝা, রান্না করা বা বাজার করা এক জিনিস আর দশ মাস কয়েক কেজি ওয়েট পেটে নিয়ে চলাফেরা যে কি জিনিস তার তিল পরিমান ও যদি কুদ্দুসরা বুঝলে মেয়েদের সকাল বিকাল সালাম দিতো।
যাহোক যা বলছিলাম..... আপনার অসাধারন লিখা, প্রানবন্ত উপস্থাপনা, সাথে ছবি সহকারে সবার মগজে একটু হলেও বুঝিয়ে দিয়েছে মেয়ে হওয়ার মতো প্যারা আর নাই। সকাল থেকে পরদিন সকাল পর্যন্ত যে চক্রাকার জীবন তার থেকে মুক্তির কোন উপায়ই নেই। যখন জেন্ডার এর উপর ক্লাস করতাম তখন প্রায় ছেলে মেয়ের পার্থক্য করতে হতো। তখন ক্লাসের শেষের দিকে ছেলে পার্টিসিপেন্টরা বলতো যে, মায়া-মমতা-ভালোবাসা, ধৈর্য্য, কষ্ট সহিষ্নুতা, সেক্রিফাইস করা.... সব কিছুতেই মেয়েরা এগিয়ে। তারপর ও মেয়েদের প্রতি এতোটা অবহেলা।
তবে এটা বলে নেই, যে সমস্যা আমাদের দেশের মেয়েরা ভোগ করে পশ্চিমা কালচারে তা সমস্যা নয়। কারন রাষ্ট্রিয় পর্যায় থেকে প্রতিটি বিষয়ে মেয়েদের প্রাধান্য। এ নিয়ে একটা লিখার ইচ্ছে আছে, সময় পেলে লিখবো।
আবারো ধন্যবাদ জানাই, আমার মতো ক্ষুদ্র একজন লেখকের লিখার বিষয়টিকেই শুধু সমর্থনই করেননি সাথে আরেকটি লিখাও যোগ করেছেন। শুধু লেখক নয় একজন নারী হিসেবে ও কৃতজ্ঞতা। আপনার মতো যদি সব পুরুষরা চিন্তা করতো তাহলে সত্যিই জেন্ডার শব্দটি বিলুপ্ত হতো। এতো হানাহানি এতো নির্যাতন দেখা যেত না।
অনেক অনেক ভালো থাকুন প্রিয় লেখক।
১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৯
আহমেদ জী এস বলেছেন: সোহানী ,
বিশাল আর চমৎকার এই মন্তব্যে প্রতিমন্তব্য করার মতো কিছু সুযোগ আপনি রাখেননি আমার জন্যে ।
আমাদের দেশের হতভাগী মেয়েদের হ্যাপার কথাই আপনি প্রকারন্তরে বলে গেছেন এখানে । কিছু কিছু মন্তব্যের যুৎসই কাঁটাচেরাও করেছেন আপনার স্বভাব সুলভ চপলতায় ।
বলেছেন , " .............তখন ক্লাসের শেষের দিকে ছেলে পার্টিসিপেন্টরা বলতো যে, মায়া-মমতা-ভালোবাসা, ধৈর্য্য, কষ্ট সহিষ্নুতা, সেক্রিফাইস করা.... সব কিছুতেই মেয়েরা এগিয়ে। তারপর ও মেয়েদের প্রতি এতোটা অবহেলা। "
এটা পড়ে নারী কি ও কেমন , এমন আরও একটা গল্প ( ? ) মনে পড়লো । কখনও সময় হলে লিখবো । যদিও সেটাও সংকলন ।
অসংখ্য ধন্যবাদ আপনাকেও এতো হ্যাপা সয়েও এই মন্তব্যটি করেছেন বলে ।
৩১| ১২ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৪
রোদ্দূর মিছিল বলেছেন: উপস্থাপনটা ভালো। শুভেচ্ছা।
১৪ ই মার্চ, ২০১৮ রাত ১০:০১
আহমেদ জী এস বলেছেন: রোদ্দূর মিছিল ,
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
আমার ব্লগে স্বাগতম ।
৩২| ১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৬
ওমেরা বলেছেন: আপনি কি নাটক লিখেন ভাইয়া ? প্রায় এরকমই একটা নাটক মনে দেখেছিলাম ।
১৪ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৭
আহমেদ জী এস বলেছেন: ওমেরা ,
আমবাঙালীরা কেউ নাটক লেখেনা , তারা নাটক দেখে ; পথে-ঘাটে, হাটে-বাজারে, অফিস আদালতে, ফেবুতে- ব্লগে ........
আমিও আমবাঙালীদের একজন !
এমনটা দেখে থাকতেই পারেন কারন আমিও এরকম কিছু দেখেই লিখেছি ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
৩৩| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২১
খাঁজা বাবা বলেছেন: ভাল লাগল
রবীন্দ্রনাথের এমন একটা ছোট গল্প আছে না? বাবা ছেলে অদল বদল?
১৪ ই মার্চ, ২০১৮ রাত ১০:১০
আহমেদ জী এস বলেছেন: খাঁজা বাবা ,
ভালোলাগা ও মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
রবীন্দ্রনাথের এমন একটা ছোট গল্প আছে কিনা জানা নেই । আছে অবশ্যই যেহেতু অনেক মন্তব্যকারী তেমনটাই উল্লেখ করেছেন ।
৩৪| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৬
দি রিফর্মার বলেছেন: চমৎকার লেখা। বিষয়টি সবার মনে নাড়া দেবে আশা করি।
শুভ কামনা রইল।
১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
আহমেদ জী এস বলেছেন: দি রিফর্মার ,
অনেক ভালো লাগলো আপনার এই মন্তব্যটুকু ।
শুধু আমার দুঃখ হলো বেশ দেরী হলো এর জবাবটি দিতে ।
৩৫| ১৩ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
নূর-ই-হাফসা বলেছেন: কিছু পুরুষ মানুষ এর ক্ষেত্রে সত্যি যদি এমনটা হতো তাহলে খুব ভালো হতো , কিছু লোক মেয়েদের ছোট করার জন্য ই হয়তো জন্মায় ।
এমন বিষয়ে একটা বিজ্ঞাপন দেখেছিলাম ,তবে জেন্ডার চেন্জ টা ছিল না ।
বেশ ভালো লাগলো আপনার লেখা ।
১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
আহমেদ জী এস বলেছেন: নূর-ই-হাফসা ,
কিছু লোক নয় , আমাদের সমাজে বেশির ভাগ পুরুষই মেয়েদের ছোট করে দেখতে অভ্যস্ত ।
জবাবটি দিতে বেশ দেরী হলো বলে , দুঃখিত । মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
৩৬| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৭
সুমন কর বলেছেন: রবি বাবু'র "ইচ্ছা পূরণ" মনে পড়ে গেল। হাহাহা.........মজা পেলাম। ছবি আর লেখা মিলিয়ে বেশ লিখেছেন।
১৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৩
আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,
আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরীতে প্রতিউত্তর করার জন্যে ।
রবি বাবু'র "ইচ্ছা পূরণ" টা আগে কখনও পড়িনি ।
ছবির সাথে লেখা দিলে মনে হয়, কিছু কিছু বিষয়ের মেসেজটা পরিষ্কার হয় পাঠকের কাছে ।
ধন্যবাদ মন্তব্যের জন্যে ।
৩৭| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৫
বুড়ো বক বলেছেন: হুমমম..শেষের কৃতজ্ঞতা অংশটুকু খেয়াল করিনি দুঃখিত। ভালো হয়েছে আপনার উপস্থাপন। চালিয়ে যান।
১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৩
আহমেদ জী এস বলেছেন: বুড়ো বক ,
আবার এসেছেন দেখে ভালো লাগলো ।
আপনারা আছেন বলেই তো চালিয়ে যাচ্ছি , চালিয়ে যেতে পারছি ।
৩৮| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩০
প্রামানিক বলেছেন: সোহানীর লেখার জবাব দিতে গিয়ে মন্দ লেখেন নাই, ছবি আর লেখা মিলিয়ে দারুণ হয়েছে।
১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৫
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
জবাবট দিতে বেশ দেরী হলো বলে , দুঃখিত । মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
সোহানীর লেখা বিষয়টির জবাব এমনটাই হওয়া উচিৎ ছিল নয় কি ?
৩৯| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫১
খায়রুল আহসান বলেছেন: নারীবান্ধব একটি স্মার্ট উপস্থাপনা। চমৎকার একটি সংকলিত গল্পের মাধ্যমে নারীদের দৈনন্দিন অবদানকে মূল্যায়ন এবং স্বীকৃতির এ প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছি।
১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৪
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
দেরীতে প্রতিউত্তর করার জন্যে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
চমৎকার মন্তব্য আপনার । অনেক ধন্যবাদ ।
৪০| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৪
চাঁদগাজী বলেছেন:
ছবি লেখার প্রাণের মতো; এক লেখায় বেশী প্রাণ থাকলে উহা বিড়ালের মতো হয়ে যায়। আমি ছবি দেখে কনফিউজড
১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪০
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
ঠিকই বলেছেন । বিড়ালের অনেক প্রান । কিন্তু আমাদের যে হাযার হাযার প্রান ! বিড়ালেরও অধম ! দেখতে তো পান , সবখানেই এই প্রানের ছড়াছড়ি ।
তাই-ই ছবি দিতে হলো অনেক অনেক । আমরা বেশী পন্ডিত তো তাই হাতে কলমে বুঝিয়ে না দিলে কিছুই মাথায় ঢোকেনা । লিলিপুটিয়ান মাথা যে !
এর পরেও পাবলিক বুঝলো কিনা কে জানে !
৪১| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩২
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , পিকচার সমেত সংক্ষিপ্ত বিবরনী কনটেন্ট এনালিসিসের ধারায় লেখাটিকে গুনগতভাবে প্রানবন্ত করেছে ।
১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৬
আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী ,
আপনি গবেষক তাই কনটেন্ট এনালিসিসের কথা বলতে পেরেছেন । ওসব টার্ম এই নবিসের মাথাতে ছিলোনা । যা সামনে এসেছে তাকে তেমন করেই বলে গেছি , এই যা ।
আপনার মন্তব্য সব সময়ই প্রেরণাদায়ক । এবারেও তার অন্যথা হয়নি ।
খুব ভালো লেগেছে ।
নিরন্তর শুভেচ্ছা ।
৪২| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৫
শায়মা বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা
ঠিক হয়েছে ভাইয়া!!!!!!!!!!!
একদম ১০ মাস আটকায় থাকুক এখন গেঁড়াকলে।
১০ মাসের পর তাকে আরও তিন বছর আটকায় দাও বেবি স্কুলে না যাওয়া পর্যন্ত!!!!!
১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫০
আহমেদ জী এস বলেছেন: শায়মা ,
গ্যাঁড়াকলে ফেললেন তো আমাকে ! তার জন্যে ১০ মাসের সিডিউল ( স্কেজু্উল ) বানিয়ে রেখেছিলুম তাকে এখনো আরও তিন বছর বাড়াতে হলে তো অনেক হ্যাপা । প্লানিং ডিভিশনকে আবার টেনে এনে কাজে লাগাতে হবে । প্রতিদিন প্লান মোতাবেক যে লাখে লাখে মানব সন্তানকে ওয়ারেন্টি সহ সাপ্লাই দিতে হচ্ছে তাতে তো তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে , বাড়তি খাঁটিয়ে নিলে যে তাদের ওভার টাইম দিতে হবে ! ট্রেজারী চেক করে দেখতে হবে ১০ মাসের প্লানটাকে তিন বছর কারার মতো মালপানি সেখানে জমা আছে কিনা !
তারপরেও ঝামেলা আছে , আপনিই তখন আবার বলবেন , "আমার পিচ্চিদের স্কুলে ভর্তি করিয়ে দাও আমি যেন পিচ্চিটাকে নাচাগানা , সাজুগুজু শেখাতে পারি ! "
তখন কি হবে ? এ সব প্লান কি বাংলাদেশের সরকারের কাজ পেয়েছেন যে , ডেভেলপমেন্ট ওয়ার্কগুলোর মতো দু'বছরে শেষ হবার কথা দিয়ে টেনে টেনে দশ বচ্ছরে নিয়ে যাবো ?
ইট'স হেভেনলী ওয়র্ক , ম্যাম ! হ্যাপা বেশি । ভ্যা..............ভ্যা..................ভ্যা...................
৪৩| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: লেখাটা পড়ে কঠিনভাবে উপলোব্ধি করা গেল "নারী হওয়ার হ্যাপা"!
১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,
"নারী হওয়ার হ্যাপা" কঠিনভাবে উপলব্ধি করানোর জন্যেই তো লেখা !
উপলব্ধি যে করতে পেরেছেন তাতে সাধুবাদ জানাতেই হয় !
৪৪| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৬
শায়মা বলেছেন: ভ্যা ভ্যা করে লাভ নেই ভাইয়া~!!!!
নাচাগানা সাজুগুজুর মাঝে কতই না জীবনের আনন্দ না শিখলে বুঝবে কেমনে তারা???
কাজেই সরকার মরকার জানিনা.... জানোনা জনগণই সরকার!!!!
কাজেই বানিয়ে ফেলো জীবন আনন্দময় প্ল্যানিং!
১৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:২১
আহমেদ জী এস বলেছেন: শায়মা ,
এইতো..... এই তো যা বলেছিলুম সেই হ্যাপাই তো দিলেন ! আপনার পিচ্চিদের স্কুলে তাকে ভর্তি করিয়ে দিতে হবে !
এরপরে বলবেন , আরও পাঁচ বছর আপনার জিম্মায় তাকে রাখতে হবে । তারপরে ছোটন ছাড়া পাবে , এই তো ?
তথাস্তু ....................
৪৫| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৪
শায়মা বলেছেন: ছোটনের আর ছাড়াছাড়ি নাই তারপর তারে আরও ১০মাস জেইলে দেওয়া হবে। তারপর আরও ৩ বছর .....
১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৩
আহমেদ জী এস বলেছেন: শায়মা ,
আপনার যন্ত্রনায় ছোটনের মনে হয় ইহ-জিন্দেগীতে আর রেহাই নাই .......................
৪৬| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২২
বিলিয়ার রহমান বলেছেন: সব আফনের ষড়যন্ত্র মেয়াবাই!
ফেনিনিস্টরা কত দিসে কনসে দেহি!
১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৪
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
বিয়া তো একটাও করেন নাই হের লইগ্গা বুঝতে পারবেন না সব সোয়ামীরাই ফেমিনিষ্ট ।
সোয়ামীরা রাস্তায় যত্তো নারীবিদ্বেষীই সাজুক না কেন, যতোই বিড়াল মারুক না কেন, ঘরে এলেই মিউ মিউ ....সুড় সুড় করে মহান ফেমিনিষ্ট হইয়া যায় ।
ফেনিনিষ্টরা দ্যায় নাই মেল ইগোষ্টিকরা দেছে , কইছে আপনে লেখেন হেইডা দেহাইয়া বউরে কাইত করুম , বাড়তি যদি কিছু আদর টাদর পাওয়া যায় .......
৪৭| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৫
সৈয়দ ইসলাম বলেছেন:
আহমেদ জী এস ভাই,
এ নোটিশ বড়ই মর্মাহত করলো আমায়
এ থেকে উত্তরণের কী আছে উপায়!
(অপ্রাসঙ্গিক মন্তব্যের জন্য দুঃখিত )
১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩১
আহমেদ জী এস বলেছেন: সৈয়দ ইসলাম ,
আপনার দুঃখে আমিও দুঃখী !
উত্তরণের কী আছে উপায় ?????
আছে.......... আছে উপায় আছে ।
" রাতের পরে দিন আসে
মেঘের পিছে সূর্য্য হাসে......"
এই কথায় আমল আনতে হবে । ধৈর্য্য ধরে থাকলে একদিন প্রথম পাতা কেন, সব পাতায়, সব ডালে ডালে বিচরণ করতে পারবেন ।
এ্যাটেনশান ব্লগ কর্তৃপক্ষ ; একজন সাধারন ব্লগার সৈয়দ ইসলাম এর উত্তরন ঘটাতেই হবে যতো তাড়াতাড়ি সম্ভব ।
৪৮| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৮
শায়মা বলেছেন: না নাই !!!!!!!
একবার যখন নারী হবার ধৃষ্টতা দেখিয়েছে এখন হ্যাপার বাবা ব্যাপা বুঝুক বেটা!
২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
আহমেদ জী এস বলেছেন: শায়মা ,
হুমমমমমমমম .... দেশ যখন নারীরা চালাচ্ছে তখন পুরুষ হয়ে নারী হবার ধৃষ্টতা দেখানোর জন্যে ছোটনকে আসলেই রিমান্ডে নিয়ে যাবজ্জীবন .......কি যেন বলে !!!!!! ও হো... কারাদন্ড ।
তা হলে আপনার দেয়া হ্যাপার পর হ্যাপা থেকে আমারও ছুট্টি মেলে ।
৪৯| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
কথাকথিকেথিকথন বলেছেন:
শেষের ইন্টারেস্টিং ব্যাপারটা মনে হয় আপনার ভাবনায় প্রথম এসেছে এবং সেখান থেকেই এই গল্পের উৎপত্তি ! গল্পটা রম্য হলেও এর অর্থবহ বিষয়গুলো নারীকে বোঝার জন্য যথেষ্ট ।
২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৮
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
না তেমন কোনও উৎপত্তির ঘটনা নেই । আমি অন্যের ভাবনা শেয়ার করেছি ।
মন্তব্যের শেষের লাইনটিতে যথার্থ বলেছেন ।
ভালো থাকুন । বিশ্ব কবি দিবসের শুভেচ্ছা ।
৫০| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০০
শিখা রহমান বলেছেন: দারুন লেখাটা। দেরীতে দেখলাম। আমার সব কথাই অন্যরা বলে দিয়েছে। ওপরের মন্তব্যেগুলোর ভালোলাগা আমারটা জুড়ে তিনগুণ করে নেবেন।
লেখাটা পড়ে Beyonce এর If I were a boy গানটা মনে পড়ে গেলো।
শুভকামনা। আর বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা প্রিয় কবি।
২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১১
আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান ,
এমন মন্তব্যের জন্যেও আপনাকে তিনগুন ধন্যবাদ ।
কবিতা দিবসের শুভেচ্ছা রইলো আপনার জন্যেও ।
৫১| ০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৩
উম্মে সায়মা বলেছেন: আহা বেচারা ছোটন
খুব মজা পেয়েছি পড়ে।
এই উপলব্ধিটা আসলে সব পুরুষের দরকার!
ধন্যবাদ আহমেদ জী এস ভাই.....
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৭
আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,
আপনাদের পক্ষে লিখলুম আর আপনি এলেন এ্যাদ্দিন পরে ? বেচার ছোটনের তো এতোদিনে দফারফা !
লেখাটির জন্যে ধন্যবাদ দেয়াতে ধন্যবাদ !
৫২| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৭
উম্মে সায়মা বলেছেন: একটু দেরীই করে ফেললাম আমাদের নিয়ে লেখায় আসতে! ইদাানিং সবকিছুতে লেইট লতিফ হয়ে গেছি।
ছোটনের মত এমন দশা ঘরে ঘরে হোক তখন বুঝবে মজা!
একটা গল্প পড়েছিলাম একটা ছেলে ছুটিতে এডভেঞ্চারের জন্য শরীর বদলে মৌমাছির শরীর নেয়। খুব মজার ছিল!
ভালো আছেন আশা করি
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৬
আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,
হুমমমমমমম.......... ছোটনকে (পুরুষদেরকে) এমন লেজে গোবরে অবস্থায় দেখে খুব মজা পাচ্ছেন মনে হলো ।
ভালো আর কি করে থাকি ? বলেছেনই তো - " ছোটনের মত এমন দশা ঘরে ঘরে হোক তখন বুঝবে মজা! " তাহলে আমি কেমন করে ভালো থাকি ??????
ভালো আছেন আপনিও নিশ্চয়ই !
শুভেচ্ছান্তে ।
৫৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৬
মনিরুল ইসলাম বাবু বলেছেন: রম্য মজার ও সূচালো ।
১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৫
আহমেদ জী এস বলেছেন: মনিরুল ইসলাম বাবু ,
ধন্যবাদ, বছরের প্রথম দিনটিতে এমন মন্তব্যের জন্যে ।
৫৪| ১১ ই মে, ২০১৮ রাত ৮:২৪
রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।
১১ ই মে, ২০১৮ রাত ৯:১১
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,
ধন্যবাদ এমন মন্তব্যে ।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০১
সোহানী বলেছেন: হাহাহাহা.............. পড়তে পড়তে ফিট। উত্তর গবেষনা করছি, আবার অাসছি কিছুক্ষন পর।