| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদ জী এস
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
পোস্টের বডিটাই শুধু দেখতে পারছি আর কিছুই আসছেনা।
এটাই আসছে বডির নীচে - 
০৩ রা জুন, ২০২৩ রাত ১২:৪৭
আহমেদ জী এস বলেছেন: রানার ব্লগ,
এখন আপনাদের মন্তব্য দেখতে পাচ্ছি। যাক বাঁচা গেলো......
২|
৩০ শে মে, ২০২৩ রাত ১১:৩০
আহমেদ জী এস বলেছেন:
পাবলিক কৈ ???????????????
এটাও একটা টেস্ট কেস। ট্রাই করে দেখলুম পোস্ট হয় কিনা, মন্তব্য দেখা যায় কিনা। ![]()
৩|
৩০ শে মে, ২০২৩ রাত ১১:৪০
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের ঘর এখনও খুলছে না।
০৩ রা জুন, ২০২৩ রাত ১২:৪৯
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
এখন খুলেছে। আলহামদুলিল্লাহ।
এই ক'দিন দম বন্ধ হয়ে আসছিলো।
৪|
৩০ শে মে, ২০২৩ রাত ১১:৫৩
হাসান কালবৈশাখী বলেছেন:
Full version এ কমেন্ট করা যাচ্ছে না।
কমেন্ট দেখাও যাচ্ছে না।
০৩ রা জুন, ২০২৩ রাত ১:০৯
আহমেদ জী এস বলেছেন: হাসান কালবৈশাখী,
ভয় নেই এখন। একখানা হাসি দিয়ে কালবৈশাখীর ঝড় তুলে ফেলুন...।

৫|
৩০ শে মে, ২০২৩ রাত ১১:৫৩
হাসান কালবৈশাখী বলেছেন:
Full version এ কমেন্ট করা যাচ্ছে না।
কমেন্ট দেখাও যাচ্ছে না।
৬|
৩০ শে মে, ২০২৩ রাত ১১:৫৩
হাসান কালবৈশাখী বলেছেন:
Full version এ কমেন্ট করা যাচ্ছে না।
কমেন্ট দেখাও যাচ্ছে না।
৭|
৩১ শে মে, ২০২৩ রাত ১২:২৪
জ্যাক স্মিথ বলেছেন: Test 123
০৩ রা জুন, ২০২৩ রাত ১:১১
আহমেদ জী এস বলেছেন: জ্যাক স্মিথ,
"টেষ্ট" একটু আগে থেকে "রেষ্ট" এ গেছে ......
৮|
৩১ শে মে, ২০২৩ রাত ১২:৫২
কলাবাগান১ বলেছেন: মন্তব্য কি দেখা যায়? আমি দেখছি না
০৩ রা জুন, ২০২৩ সকাল ১১:৩৭
আহমেদ জী এস বলেছেন: কলাবাগান১,
ইতিমধ্যেই জেনে গেছেন, ব্লগে মন্তব্য দেখা সমস্যার সমাধান হয়েছে ।
ব্লগ আগের স্বরূপে ফিরেছে।
৯|
৩১ শে মে, ২০২৩ সকাল ৮:২৮
শেরজা তপন বলেছেন: আমি প্রতিদিন সকাল আটটায় পিসিতে বসেই ব্লগে ঢুকি।এখন পিসিতে পোস্ট দেখছি আর মোবাইল থেকে মন্তব্য করছি! ভালোই বেশ এক্সাইটমেন্ট আছে। ![]()
এইরকম কিছুদিন থাকলে বাদবাকি ব্লগাররাও হাওয়া হয়ে যাবে।
০৩ রা জুন, ২০২৩ সকাল ১১:৪৬
আহমেদ জী এস বলেছেন: শেরজা তপন,
আহারে !!!!!!! ব্লগারদের হাওয়া হয়ে যাওয়া আর হলোনা। আর আপনার এক্সাইটমেন্টও শেষ ......

১০|
৩১ শে মে, ২০২৩ দুপুর ২:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্য টেস্টিং
০৩ রা জুন, ২০২৩ সকাল ১১:৫৯
আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু ,
মন্তব্য টেষ্টিং শেষ । এবার আগের মতো মন্তব্যে ফাইটিং শুরু......
![]()
১১|
৩১ শে মে, ২০২৩ বিকাল ৩:০৯
মুজাহিদুর রহমান বলেছেন: আমারও সেইম অবস্থা। ![]()
০৪ ঠা জুন, ২০২৩ সকাল ৮:৫৪
আহমেদ জী এস বলেছেন: মুজাহিদুর রহমান,
আমার ব্লগে স্বাগতম।
তবে দুঃখিত, প্রতিমন্তব্য দিতে দেরী হলো বলে।
অপ্রত্যাশিত বন্দিদশা থেকে এখন মুক্তি মিলেছে নিশ্চয়ই!
১২|
০৩ রা জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২৪
জুন বলেছেন: আমি একটা পোস্ট দেয়ার পর সামুর এই অবস্থা সম্পর্কে বুঝতে পারলাম। তাই আবার রিপোস্ট করতে হলো
আগে জানলে আমিও একবার মাইক্রো ফোন টেস্টিং করতে পারতাম ![]()
০৬ ই জুলাই, ২০২৩ রাত ১০:১৬
আহমেদ জী এস বলেছেন: জুন,
প্রতিমন্তব্য দেয়ার এই দেরীর ফাঁকটিতে অনেক মাইক্রোফোন টেষ্টিং করে ফেলেছেন।
মাইক্রোফোনটি বেশ সরবেই টেষ্টিং ওয়ান, টু, থ্রি, ফোর বলতে পেরেছে....... ![]()
১৩|
০৬ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০১
সাহাদাত উদরাজী বলেছেন: এবার নুতন পোষ্ট লিখুন।
১০ ই জুলাই, ২০২৩ ভোর ৬:৩০
আহমেদ জী এস বলেছেন: সাহাদাত উদরাজী,
লেখা তো আর আতশবাজী নয় যে সলতেয় আগুন ধরিয়ে দিলেই হুশশশশশশশশশ .... করে উঠে আকাশে রঙিন রোশনাই ছড়াবে!
দেখি, নতুন কি লেখা যায়!
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০২৩ রাত ১১:৩০
রানার ব্লগ বলেছেন: