নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

টেষ্ট কেস নং ????????

৩০ শে মে, ২০২৩ রাত ১১:২৬



পোস্টের বডিটাই শুধু দেখতে পারছি আর কিছুই আসছেনা। :((

এটাই আসছে বডির নীচে -

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০২৩ রাত ১১:৩০

রানার ব্লগ বলেছেন: ;)

০৩ রা জুন, ২০২৩ রাত ১২:৪৭

আহমেদ জী এস বলেছেন: রানার ব্লগ,




এখন আপনাদের মন্তব্য দেখতে পাচ্ছি। যাক বাঁচা গেলো......

২| ৩০ শে মে, ২০২৩ রাত ১১:৩০

আহমেদ জী এস বলেছেন:


পাবলিক কৈ ???????????????
এটাও একটা টেস্ট কেস। ট্রাই করে দেখলুম পোস্ট হয় কিনা, মন্তব্য দেখা যায় কিনা। :(

৩| ৩০ শে মে, ২০২৩ রাত ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের ঘর এখনও খুলছে না।

০৩ রা জুন, ২০২৩ রাত ১২:৪৯

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




এখন খুলেছে। আলহামদুলিল্লাহ।
এই ক'দিন দম বন্ধ হয়ে আসছিলো।

৪| ৩০ শে মে, ২০২৩ রাত ১১:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:

Full version এ কমেন্ট করা যাচ্ছে না।
কমেন্ট দেখাও যাচ্ছে না।

০৩ রা জুন, ২০২৩ রাত ১:০৯

আহমেদ জী এস বলেছেন: হাসান কালবৈশাখী,




ভয় নেই এখন। একখানা হাসি দিয়ে কালবৈশাখীর ঝড় তুলে ফেলুন...।

৫| ৩০ শে মে, ২০২৩ রাত ১১:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:

Full version এ কমেন্ট করা যাচ্ছে না।
কমেন্ট দেখাও যাচ্ছে না।

৬| ৩০ শে মে, ২০২৩ রাত ১১:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:

Full version এ কমেন্ট করা যাচ্ছে না।
কমেন্ট দেখাও যাচ্ছে না।

৭| ৩১ শে মে, ২০২৩ রাত ১২:২৪

জ্যাক স্মিথ বলেছেন: Test 123

০৩ রা জুন, ২০২৩ রাত ১:১১

আহমেদ জী এস বলেছেন: জ্যাক স্মিথ,




"টেষ্ট" একটু আগে থেকে "রেষ্ট" এ গেছে ......

৮| ৩১ শে মে, ২০২৩ রাত ১২:৫২

কলাবাগান১ বলেছেন: মন্তব্য কি দেখা যায়? আমি দেখছি না

০৩ রা জুন, ২০২৩ সকাল ১১:৩৭

আহমেদ জী এস বলেছেন: কলাবাগান১,




ইতিমধ্যেই জেনে গেছেন, ব্লগে মন্তব্য দেখা সমস্যার সমাধান হয়েছে ।
ব্লগ আগের স্বরূপে ফিরেছে।

৯| ৩১ শে মে, ২০২৩ সকাল ৮:২৮

শেরজা তপন বলেছেন: আমি প্রতিদিন সকাল আটটায় পিসিতে বসেই ব্লগে ঢুকি।এখন পিসিতে পোস্ট দেখছি আর মোবাইল থেকে মন্তব্য করছি! ভালোই বেশ এক্সাইটমেন্ট আছে। :)
এইরকম কিছুদিন থাকলে বাদবাকি ব্লগাররাও হাওয়া হয়ে যাবে।

০৩ রা জুন, ২০২৩ সকাল ১১:৪৬

আহমেদ জী এস বলেছেন: শেরজা তপন,




আহারে !!!!!!! ব্লগারদের হাওয়া হয়ে যাওয়া আর হলোনা। আর আপনার এক্সাইটমেন্টও শেষ ......

১০| ৩১ শে মে, ২০২৩ দুপুর ২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্য টেস্টিং

০৩ রা জুন, ২০২৩ সকাল ১১:৫৯

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু ,




মন্তব্য টেষ্টিং শেষ । এবার আগের মতো মন্তব্যে ফাইটিং শুরু...... :D :) :|

১১| ৩১ শে মে, ২০২৩ বিকাল ৩:০৯

মুজাহিদুর রহমান বলেছেন: আমারও সেইম অবস্থা। :(

০৪ ঠা জুন, ২০২৩ সকাল ৮:৫৪

আহমেদ জী এস বলেছেন: মুজাহিদুর রহমান,



আমার ব্লগে স্বাগতম।
তবে দুঃখিত, প্রতিমন্তব্য দিতে দেরী হলো বলে।

অপ্রত্যাশিত বন্দিদশা থেকে এখন মুক্তি মিলেছে নিশ্চয়ই!

১২| ০৩ রা জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

জুন বলেছেন: আমি একটা পোস্ট দেয়ার পর সামুর এই অবস্থা সম্পর্কে বুঝতে পারলাম। তাই আবার রিপোস্ট করতে হলো :((
আগে জানলে আমিও একবার মাইক্রো ফোন টেস্টিং করতে পারতাম #:-S

০৬ ই জুলাই, ২০২৩ রাত ১০:১৬

আহমেদ জী এস বলেছেন: জুন,




প্রতিমন্তব্য দেয়ার এই দেরীর ফাঁকটিতে অনেক মাইক্রোফোন টেষ্টিং করে ফেলেছেন।
মাইক্রোফোনটি বেশ সরবেই টেষ্টিং ওয়ান, টু, থ্রি, ফোর বলতে পেরেছে....... ;)

১৩| ০৬ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০১

সাহাদাত উদরাজী বলেছেন: এবার নুতন পোষ্ট লিখুন।

১০ ই জুলাই, ২০২৩ ভোর ৬:৩০

আহমেদ জী এস বলেছেন: সাহাদাত উদরাজী,




লেখা তো আর আতশবাজী নয় যে সলতেয় আগুন ধরিয়ে দিলেই হুশশশশশশশশশ .... করে উঠে আকাশে রঙিন রোশনাই ছড়াবে!

দেখি, নতুন কি লেখা যায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.