নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন যাহা কয়......

মু.আ. গাফ্‌ফার

জানার জগতে এখনও আমি শিশু তাই জানতে ও শিখতেই আমার এই পথ চলা..............

মু.আ. গাফ্‌ফার › বিস্তারিত পোস্টঃ

স্বাধীন দেশে বাঁচার অধিকার সবারই আছে................

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ , এখানে মত প্রকাশের তথা স্বাধীন ভাবে বেচে থাকার অধিকার সবারই আছে । ব্লগার রাজিবের যেমন অধিকার আছে কক্সবাজারে নিহত মুদি দোকানদার, পথচারী এবং শিবির কর্মীরও তেমনি অধিকার আছে । বাংলাদেশের মিডিয়াগুলো নিরপেক্ষতার বুলি সদা আওড়ালেও তাদের কর্মে সদা প্রকাশ পায় ভিন্নরুপ । রাজিব হত্যা যেমন মেনে নেওয়া যায় না , পুলিশের গুলিতে কেউ মরুক তাও কল্পনা করা যায় না । অথচ মিডিয়াগুলো এই হত্যাগুলোকে সদা ভিন্নখাতে প্রকাশ করে । আমরা সাধারন নাগরিক , স্বাধীনভাবে এই দেশে বাচতে চাই । মিডিয়াগুলো নিরপেক্ষতা বজায় রাখুক , আমরা সত্যটাই জানতে চাই হোক সেটা ভাল আর মন্দ । মিডিয়া মুঘলরা একটু ভাবুক তাদের টাকায় আমরা চলি না আমাদের কষ্টের টাকা দিয়েই তারা আজ মুঘল । মুঘলরা একটু ভাবুন আপনাদের কাজ হোক সকলের জন্য, কারও পক্ষে যাবে কারও বিপক্ষে যাবে এটাই স্বাভাবিক আর যদি সকলকেই সন্তুষ্ট রাখতে চান তাহলে আপনি ভন্ড । যদি কোন পক্ষনিয়ে পথ চলেন তবে তো আপনি নিকৃষ্ট । বাংলাদেশের মত এই মানবতাহীন রাজনীতির কুড়ে ঘরেই শুধু আপনাদের রাজসিংহাসন , সাধারনের কাতারে আসুন আপনি কি জানতে পারবেন ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

যেড ফ্রম এ বলেছেন: আপনি কি নুনুব্লগে ল্যাদাতেন B:-)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

মু.আ. গাফ্‌ফার বলেছেন: আপনি মুঘল নাকি ???

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

মশামামা বলেছেন:



ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

মু.আ. গাফ্‌ফার বলেছেন: ওহে জনতা, জেগে ওঠো তরে মুঘুলদের দাঁত ভাঙ্গবার-
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

মু.আ. গাফ্‌ফার বলেছেন: 'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.