নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামা রশ্নি

ঘামা রশ্নি › বিস্তারিত পোস্টঃ

সবার প্রিয় এনার্জি ড্রিঙ্ক

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:০৯

আজ আপনাদের আমাদের প্রিয় ড্রিঙ্ক,এনার্জি ড্রিঙ্ক সম্পর্কে কিছু বলতে চাই আশা করি সবাই পড়বেন!!!

টিভি বিজ্ঞাপনের নানা বাহারী বিজ্ঞাপনে আমরা সবাই এখন কম বেশি এনার্জি ড্রিঙ্কস পান করি । কিন্তু এই এনার্জি ড্রিঙ্কসের উপাদান সমূহ কি কি ? এবং এগুলো কি পরিমানে আছে আছে তার খবর কি আমরা রাখি ! ‘দেশী পণ্য খেয়ে হও ধন্য বা দেশের টাকা দেশে রাখতে, দেশের তৈরি পণ্য ব্যবহার করি।’ এমন নানা চটকদার বিজ্ঞাপন দিয়ে দেশের প্রতি মমত্ববোধ জাগিয়ে তুলে অসাধু ব্যবসায়ীরা ইতোমধ্যেই হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা এই এনার্জি ড্রিঙ্কসের মাধ্যমেই । অথচ এই এনার্জি ড্রিঙ্কসের উপাদানের কোন সঠিক তথ্য ড্রিঙ্কসের বোতলের লেবেলে লেখা থাকে না । এমনকি অনেক সময় লেখা থাকে না উৎপাদন ও বাজারজাতের সঠিক তারিখ । কিছুদিন আগে , শিশুদের জন্য তৈরি অনেক কোমল পানীয়তে ভায়াগ্রা উৎপাদনকারী পদার্থের অস্তিত্বের মিলেছে। এ নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এনার্জি ড্রিংকসের পাশাপাশি শিশুদের জন্য তৈরি কোমল পানীয়রও পরীক্ষা শুরু করে। আর তাতেই মেলে এমন চাঞ্চল্যকর তথ্য !!! সম্প্রতি মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের একটি প্রতিবেদনে প্রমান মিলেছে , দেশের ৭ টি শীর্ষস্থানীয় এনার্জি ড্রিঙ্কসের মধ্যেও রয়েছে মানবদেহের জন্য মারাত্বক কিছু ক্ষতিকর পদার্থের উপাদান । এই এনার্জি ড্রিঙ্কসগুলো হল ম্যানপাওয়ার, হর্স ফিলিংস, রয়েল টাইগার, ব্ল্যাক হর্স , স্পিড ও ভিগো-বি সহ ৭টি । এই ৭ টি এনার্জি ড্রিঙ্কসে মারাত্বক পরিমাণে ক্যাফেইন পাওয়া গেছে যা মানব দেহের জন্য মারাত্বক ক্ষতিকারক । আন্তর্জাতিকমান অনুযায়ী প্রতি মিলিলিটারে যদি ২৫ ভাগ ক্যাফেইন থাকে তাও উচ্চ মাত্রার। কিন্ত যে ৭টি এনার্জি ড্রিংকস সম্পর্কে প্রতিবেদন পাওয়া গেছে তাতে শতকরা ৮০ ভাগের মতো ক্যাফেইন আছে। যা মানবদেহের জন্য রীতিমতো হুমকিস্বরূপ।কিন্তূ দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশের অধিকাংশ তরুণ তরুণী এই ড্রিঙ্ক গুলা পান করে তারা মনে করে এই ড্রিঙ্ক গুলা দেহে শক্তি যোগাই বাস্তবে তা ভুল এটা হচ্ছে ওই প্রোডাক্ট গুলা তে ০.৫% এর মত এল্কোহোল দেওয়াতে তা মস্তিষ্কে একটা অনুভূতি সৃষ্টি করে যা আমরা বুঝি তা আমাদের দেহে শক্তি যুগান দিতেছে এটার ভিতর এল্কোহোল দেওয়াতে আমাদের তরুণ সমাজ কে এই প্রোডাক্ট গুলা নেশাগ্রস্ত হওয়ার পথে নিয়ে যায় আর এগুলা আমাদের মস্তিষ্কের প্রোটিন নষ্ট করে পেলে যার ফলে শ্রবণ শক্তি দিন দিন হ্রাস পায়।আমাদের দেশের এখন বড় বড় কোম্পানী গুলা এনার্জি ড্রিঙ্ক তৈরি করার দিকে আগ্রহী কারন আমাদের দেশে এই এনার্জি ড্রিঙ্ক খুবই জনপ্রিয় হয়ে ওঠেছে। একটি সুন্দর সমাজ করার লক্ষে এই ড্রিঙ্ক গুলা আমাদের পরিহার করে উচিৎ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.