নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোধের গহীন জলে।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

গেন্দু মিয়া

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

অলি লোকটি যেতেই পাগল আবার উলঙ্গ হলো

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

আজ শীতের রাতে রাজধানীতে সূর্য উঠছে,

কাঠফাটা রোদে ঘামছে নগরবাসি,

একজন নগ্ন পাগল দীর্ঘ শিশ্ন নিয়ে দুলে দুলে হাঁটছেন তো হাঁটছেন

কোনোদিকেই তাঁর তোয়াক্কা নেই,

জাতীয় ঈদগাহের প্রধান ফটকে যেতেই

তিনি এক অলিমানুষকে দেখে সেই যে ভয়ে দৌঁড়াচ্ছেন আর দৌঁড়াচ্ছেন

তার ইয়াত্তা নেই

তিনি রমনা ভবনের ওসাকা বস্ত্রালয় থেকে

একটি থান কাপড় নিয়ে লজ্জা নিবারণ করলেন



কেনো?

শহরের আর মানুষগুলো কি মানুষ নয় ?

সবার সামনে সে নগ্ন থাকে

আর কতদিন পর এই শহরে কোন এক অলি এসেছে

তাকে দেখেই সে গুরু মানছে সে,

শহর বাসি পাগলকে ধরলো,

ধাতানি দিলো,

অবশেষে পাগল তাঁর হাতের আংটি খুলে, আংটির ভেতর থাকা

আয়না দিয়ে শহরের মানুষসকলকে দেখালেন,

শহরবাসি এক এক করে দেখলো

প্রতিটি নরনারী ন্যাঙটা হয়ে হাঁটছে, চলছে,

কারো পড়নেই কাপড় নেই,

সে জন্যই সে কাপড় পড়েনা।

পাগল বলল : এই শহরে কোনো ভালো লোকের বাস নেই,

সেজন্যই সে কাউকেও ভয় পায় না,

বহুদিন পর একজন পরেহাজগার লোক পেয়েছেন তিনি,

তাই তিনি লজ্জা নিবারণ করেছেন।



অলি লোকটি যেতেই পাগল আবার উলঙ্গ হলো

হাঁটতে থাকলো মানিকমিয়া এ্যাভিনিউ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.