নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোধের গহীন জলে।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

গেন্দু মিয়া

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

তোমাকে তো কবেই নির্বাসনে দিয়েছি,

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

তোমাকে তো কবেই নির্বাসনে দিয়েছি,

তবু পোড়া মন তোমাকে নিয়ে সারাদিন খেলে যায়,

তোমাকে ডাকে, তোমাকে আঁকে,

এবং তোমার স্পর্শেই সারাদিন থাকে।



তোমাকে নিয়ে ঘুরতে বেরুয় স্বপ্নপুরি,

পৃথিবীর সবচে দীর্ঘতম সমুদ্রসৈকত,

আর অনুভবের পাহাড়, পুলকের প্রপাত

আর আনন্দের বৃত্তিমেলে থাকা আবেশ।



তোমাকে কবেই অবারিত পিঞ্জর থেকে বের করে দিয়েছি,

তবু তোমার কেকাশব্দগুলো কবিতা হয়ে যায়,

তোমার ভালোবাসার উষ্ণতায় ফুটে থাকে সাফল্যফুল,

তবু ভুল করে তোমাকে আলিঙ্গন করি অফিসে যাওয়ার সময়

কিংবা ফিরে, কিংবা টাইয়ের নট বাঁধার লগনে

কিংবা ডাইনিং টেবিলে,

কিংবা বিছানায় গেলে যখন মশারীখাটানোর কথা মনে থাকেনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.