![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
তোমাকে আজ মনে হলো, মনে হলো তোমার গোলাপের ঘ্রাণ
হাতের তালুর উষ্ণতা, বসন্তের মৃদমন্দ বাতাস, তরতাজা কবিতা
মনে হলো তোমার দেহের বাস্না, চঞ্চুর চঞ্চলতা সন্ধ্যার লোবান
তুমি যেন কত নিবিড় হয়ে এলো মনোময় বিদুষী ও আমার সবিতা।
শীতের শীতার্ত রাত যায়, টিপটিপ শিশির পড়ে ক্রমশ পাতায় পাতায়
সুবাসে সুবাসিত হতে থাকে পৃথিবীর নীল লাল দীপালির শূন্য উঠোন
তুমি ক্রমশ নিবিড় হয়ে আসো আমার হৃদয়ের কানায় কানায়
থমথমে নীরবতা সর্বত্র্র্র তবু আমার ভেতর মাতাল যেন বসন্ত পবন।
মুলত তোমাকে নিয়ে নিবিড় বেঁচে থাকি মগ্ন মধুর অনুভবে
তুমি দূরে আাছো তবু বেঁচে আাছো মাতাল কোলাহল কলরবে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫
গেন্দু মিয়া বলেছেন: হ্যাঁ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১২
চাঙ্কু বলেছেন: আফসুস