নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোধের গহীন জলে।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

গেন্দু মিয়া

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

বিবর্ণ পত্রের মর্মর ক্রন্দনে খসে পড়েছে হৃদয়ের বাসনার বৃত্তি

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০২

ঝরাপাতাদের মতো ঝরে গেছে সব সাধ আহ্লাদ

বিবর্ণ পত্রের মর্মর ক্রন্দনে খসে পড়েছে হৃদয়ের বাসনার বৃত্তি

শ্যাওলারা এসে দখল করেছে আমার স্বপ্নের রাজপ্রাসাদ

এখন শুধু বেঁচে থাকা নিৎসাড়, মন্থন করি স্মৃতি।



কতবার জীবনটাকে নতুন করে শুরু করা যায়

কতবার ভাঙা হৃদয়টাকে ঝাঁলাই করা যায় দক্ষ মিস্তির নিপুণতায়

কতবার আর মানুষেরে ক্ষমা করা যায়,

কত বেদনা আর ঝরা যায় শিল্পে, ভাস্কর্যে গান আর কবিতায় ?



স্বপ্ন দেখিনা আর ভুলেও কোনদিন কোন অবসরে

রঙিন পাখনায় উড়ি না দিগন্তের অথই সীমানা

ক্ষমা করি না যে অপরাধ করে গেলো তারে

নির্জন কক্ষে আমি এখন সারাদিন বাজাই তানানা তানানা।



কেউ নেই কিছু নেই আমি অন্তহীনতায় হারাই শুধু মনস্তাপে

কোনো আবেদন আসেনা হৃদয়ে আর প্রিয়তমার মধুর সংলাপে।

5.01.2013

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: খুব সুন্দর +

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

গেন্দু মিয়া বলেছেন: $#

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.