নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোধের গহীন জলে।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

গেন্দু মিয়া

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

শাশ্বত সুন্দর মধুর ধ্বনি লেগে থাকে শুধু আমার গীটারে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

নাটোরের লেক আজও বয়ে যায় হৃদয়ের মধ্য বরাবর

কলকল ধ্বনি তুলে বিমোহিত করে মন,

পাশেই দেখা যায বৃদ্ধ বৃক্ষের বন কত মনোহর!

আহা ! কী রঙিন পাখনায় চলে গেছে প্রথম জীবনের অনুক্ষণ।



কিশোরের খোলস বদলে কেবল যৌবনে পদার্পণ

সাদা সাদা সকাল আর রঙিন বিকেলের ফুরফুরে অনুভব !

ঘুড়ির মতো উড়ে মাতাল করে তোলা তোমার অবারিত গগণ।

মধুর শব্দের মালা গেঁথে কে যেন করেছিলো তলব।



নাটোরের লেক বয়ে চলেছে তার ‍উপর বাঁশের সাঁকো

একদল কিশোরী ধীরে ভয়ে পাড় হচ্ছে এপার থেকে ওপার,

বৃক্ষের ছায়া থেকে কে যেন বলছে : আমার সুরভী তোমাতে মাখো-

চোখ মেলে দেখি নীল লাল দীপালি আলোক অজস্র কোটি তারার।



নাটোরের লেক বয়ে যায় কাল নিরবধি ছন্দের ঝংকারে,

শাশ্বত সুন্দর মধুর ধ্বনি লেগে থাকে শুধু আমার গীটারে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.