![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
বাদ দাও ওসব, যে জীবন গেছে, ডুবে গেছে অস্তাচলে,
মরে গেছে যে সাধ, আর প্রমত্তা নদী
তাকে ভেবে আর কী হবে !
নদীর মতোন তো ঘুরেফিরে আর আসেনা
কিংবা জলীয়বাষ্পের মতোন মেঘ হয়ে বৃষ্টি ঝরায় না
যা যায়, তা আর ফেরে না
কী হবে ভেবে সেই সব আলোকিত বিকেল আর
গল্পমুখর সন্ধ্যাদের,
কী হবে গোলাপের ঘ্রাণ শুকে আবার নতুন করে
কী হবে হৃদয় খুঁড়ে ভালোবাসা জেগে
একদিন নীলামায় ভীড়ে সব মিশে পাংশু হয়ে যায়
আমরা শুধু জ্বলজ্বল চেয়ে দেখি সন্ধ্যা তারায়
২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
দেশটা অস্থির বলেছেন: গেন্দু কেমন নাম ? ছদ্মনাম , পিতৃ প্রদত্ত নাম না নিজেই রাখচেন ?
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
অনুপম অনুষঙ্গ বলেছেন: এতদুঃখের কথা বলেন ? কষ্ট হয় পড়তে ! চোখ দিয়ে পানি ঝরে