নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোধের গহীন জলে।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

গেন্দু মিয়া

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

তোমার প্রথম গোলাপের ঘ্রাণ, আর লাউডুগিআঙুলের স্পর্শ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

সেইদিনটি ঘুরেফিরে আসে, তোমার ভালোবাসার দিন,

তোমার মন দেয়ার দিন,

কিংবা আমাদের হাতে হাত রেখে শপথের মিছিলে

একীভূত হবার দিন,

তুমি ফিরে আসো, অনাঘ্রাত হাতের স্পর্শে, গোলাপের

গন্ধে, এলোকেশ চুলের বিন্যাসে

তোমার ঘ্রাণে আমি প্রেমের টেস্টটউবে ক্লোরোফিল পেয়ে

ব্যঙের মতোন অবচেতন হয়ে যাই,

কারা যেন আমাকে ব্যবচ্ছেদ করে উধাও কোথাও

শূন্যের ভেতর নিয়ে যায়,

বোধে আমার কোনো চেতনা থাকেনা,



আজকের কঠিন বাস্তবের মুখোমুখি দিনে

জীবনের রঙ গাঢ় ধূসর,

বেঁচে থাকা যেন বন্যপশুদের মাঝে শ্বাপদসংকুল পরিবেশে নিজকে

টিকে রাখা , কিংবা আগ্রাসনে নিপতিত দেশে পরাধীন থাকার মতোন ‍

দুর্বিষহজীবন,

এবং দুর্নীতিতে প্রথম শ্রেণিতে উত্তীর্ন হওয়া দেশে মানুষের মানবতা

ভূলুণ্ঠিত দেশে বেঁচে থাকা যখন দুস্কর,

তখন ‍তুমি বেঁচে থাকার অবলম্বন হয়ে আসো

তোমার প্রথমদিন ফিরে আসে,

তোমার প্রথম গোলাপের ঘ্রাণ, আর লাউডুগিআঙুলের স্পর্শ।

আর আমি বেঁচে থাকি, বেঁচে থাকার অবলম্বন পাই!

৬।১।২০১৩





















মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

অনুপম অনুষঙ্গ বলেছেন: আপনার কবিতার উপমাগুলোতে নতুনত্ব আছে। শুভ কামনা আপনার জন্য।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১

গেন্দু মিয়া বলেছেন: আপনাকে তো দেখতে একেবারে নায়কের মতো মনে হয় !

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

আপনার কবিতা আসলেই দূর্দান্ত।
পাঠে মুগ্ধতা বাড়েই।।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

গেন্দু মিয়া বলেছেন: চেষ্টা করি কবিতায় সামগ্রিক জীবনকে তুলে আনতে । আপনার জন্য শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.