নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোধের গহীন জলে।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

গেন্দু মিয়া

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

কেউ ফোসকা পড়া হাতে মোলাকাত করবেনা ভালোবাসার স্পর্শে

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

জানি কেউ কাজে আসবে না, দৃর্দিনে, বিপদে ;

আর আমার অনাহারদিনে, অনাশ্রিতে এই আমাকে

কেউ দেবেনা এতটুকু আশ্রয়, শিশির বিন্দু, করুণার দুফোটা জল,

কেউ ফোসকা পড়া হাতে মোলাকাত করবেনা ভালোবাসার স্পর্শে

আমার লজ্জানিবারণের জন্য কেউ দেবেনা এতটুকু বস্ত্র

ভালোবাসার গোলাপ, কিংবা বাশীফুল

কেউ এই অনাথের মাথায় বুলাবে না হাত

কেউ দেবেনা আমাকে জীবনের নতুন প্রভাত।



আমার ভার আমাকে বহিতে হবে,

উদরের জ্বালা মিটাতে হবে নিজকেই

আমার লজ্জা, আমার ইজ্জত কিংবা সম্মান,

আমাকেই রক্ষা করতে হবে,

রুগ্ন হলে ডাক্তারের ভিজিট আমাকেই দিতে হবে,

কেউ আসবেনা,



যদিবা আসে, আসবে, আমাকে খাবলে খেতে

কেউ উপকারে আসবেনা আমার

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১০

অনুপম অনুষঙ্গ বলেছেন: এতদুঃখ আপনার। এত ভালো কবিতা লেখেন

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭

গেন্দু মিয়া বলেছেন: ও আচ্ছা। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.