![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
তোমাকে ভালোবেসে দেখলাম__তুমি নও অন্য কেউ
তোমাকে কাছে পেয়ে দেখলাম__তুমি নও অন্য কেউ
তোমাকে নিবিড় করে দেখলাম__মনেতে অন্য ঢেউ
তাহলে তোমাকে ভালোবাসা ভুল ছিলো
তাহলে তোমাকে কেনো ফুল দিয়েছিলাম।
কেনো ফুল দিয়েছিলাম__জানিনা
কেনো কাছে টেনেছিলাম__জানিনা
কেনো তোমাকে নিবিড় করেছিলাম__ জানিনা
কেনো তবে ভালোবেসেছিলাম __জানিনা।
যখন কাছে থাকো__হয়ে যাও লবনহীন ভাত
যখন কাছে থাকো__ফিকে আর হালকা হয় তোমার রূপ
যখন সহজে ধরা দাও__তোমাকে সহজলভ্য মনে হয়।
দূরে চলে গেলে পরিপূর্ণ প্রকাশিত হয় তোমার রূপ
মনের গভীরে জ্বলে শাশ্বত ধূপ।
©somewhere in net ltd.