নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোধের গহীন জলে।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

গেন্দু মিয়া

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

আদিম গানের ব্যঞ্জনা ।। শাফিক আফতাব

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

আদিম গানের ব্যঞ্জনা : ....আনত হই যে আমাকে আনন্দ দিয়েছিলো, যে দিয়েছিলো

পরিপূর্ণ আলোর বিকাশ, যে আমাকে অমায় নিয়েছিলো, আমি তাঁর কাছে

বিনীত হই, তাঁর কাছে আমি সর্বাংশে দুর্বল হই, আমার যত কৃতজ্ঞতা তাঁর কাছে,..

যে আমাকে দেখতে দেখালো সুন্দরের চোখে, চোখে চুলে আর চুলের বিন্যাসে আমাকে দেখালো

মেঘমালা, তাঁর কাছে আমি, আর অনুষঙ্গে বিহঙ্গ আমি প্রেমের আসঙ্গে ......



আমি হৃদয় দিয়ে তারে করেছি অনুভব, তার বিভাবে ভেসে ভেসে হাওয়ার ভেলায়

আমি পেয়েছি ভালোবাসার ভাষা, তার গহীনে গিয়ে আমি দেখেছি পুলকের খনিজ, জলদামে

অজস্র জলজলতার বিন্যাস, রঙিন মাছের মতোন রাঙা পাখানায় সারা সমুদ্র ঘুরেফিরে আমি

তারঁ মোহনায় মুখ লুকাই, আদিম গানের ব্যঞ্জনায় আমার প্রতিটি কথা কবিতা হয়, গান হয়

অজস্র অন্বয়ে প্রণয়গুলো ফুলের মতোন পাখা মেলে.....



তার কাছে গেলে আমি অত্যন্ত সঙ্গত হই, শিল্পবোধে উজ্জীবিত হই আমি, তার সৌন্দর্যের কারুকাজে

জলমগ্ন মাছগুলো প্রাণ পায়, আমি অনুরূপ মাছ, মাছের উৎফুল্ল বিচরণে রমণে প্রাণে সাত সমুদ্র

আর তেরনদীর অপার থেকে আসে পুলকের পাখি, তার হৃদয়ের নির্যাস থেকে আমি

ফুটে উঠি, আমার ভিতরে তখন আনন্দধাম, পুলকের রেণু, বৃত্তি............

৩১.১২.১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.