![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
ভালোবাসাতে বাসতে বেলা হয়ে যায় : শাফিক আফতাব
ভালোবাসতে বাসতে ভোর হয়ে যায়, বেলা বেড়ে যায়
তুমি ক্ষয়ে ক্ষয়ে বিবর্ণ হয়ে আসো
জীবনের সব ভালোবাসা শেষ হয়__ ফুরিয়ে যায়
কেমন পানসে হয়ে আসে বসন্ত মাসও
একদিন ভালোবেসে উজাড় করে দিয়েছি পৃথিবীতে আমার যা অাছে সঞ্চয়
একদিন ভালোবেসে হয়েছি পৃথিবীর সেরাসুখি মানুষ
একদিন তোমাকে ভালোবেসে আমি রাজার তনয়
এখন বিবর্ণ ঝরাপাতা সব, সব ভোজনোত্তর বাশী ভোজ্য, উড়াই ফানুস,
ভালোবাসাগুলো বাতাসের সাথে মিশে যায়,
জলকনার সাথে বাষ্প হয়ে উড়ে যায় আকাশে, মেঘমালা হয়,
প্রেমের বৃষ্টিতে প্লাবিত করে পৃথিবীর প্রান্তর নদী মাঠ ঘাট
আমরা ভালোবাসা উগড়ে দিয়ে খালি কঙ্কালের কাঠামো নিয়ে লাগাই কবরের কপাট,
ভালোবাসাতে বাসতে বেলা হয়ে যায়
ভালোবাসা শেষে বিবর্ণ ঝরাপাতা ঝরে যায়....
০৩.০১.২০১৪
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫
গেন্দু মিয়া বলেছেন: বোঝা গেলো না কী বুঝালেন ?
২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫০
এহসান সাবির বলেছেন: ভালোবাসা শেষে বিবর্ণ ঝরাপাতা ঝরে যায়...
তারপরও ভালোবাসতে বাসতে তোমাকেই ভালোবেসে যাই....!!!
কবিতায় ভালোলাগা।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
গেন্দু মিয়া বলেছেন: শুভ কামনা করি
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৫
পানকৌড়ি বলেছেন: আবার ?