নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোধের গহীন জলে।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

গেন্দু মিয়া

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

বাসানো ভালোবাসা ঘুরেফিরে অাসে,// শাফিক আফতাব //

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১০

তোমাকে নিয়ে আর বাড়তি ভালোবাসা জমে না।

যে ভালোবাসাগুলো বাসা হয়েছিলো, তাই ঘুরেফিরে আসে।

সেই বাসিত ভালোবাসাগুলো দ্যায় অগনণ বেদনা।

কাছে থাকো, তবু মনে হয়, তুমি নেই কাছে।



সেই তুমি এখনো অাছো। তোমার পেলব দেহ এখনও জ্বাজল্যমান।

তোমার প্রেম আর কামনা এখনো আছে স্তনে, মনে, তনুর ভাঁজে __

তবু মনে হয়, তুমি কেমন বিবর্ণ আজ, এই সন্ধ্যাসাজে।

তোমার আবেদনে আজ প্রখর, স্নিগ্ধ হয় না কান।



রক্তের তৃষ্ণা বুঝি কমে গেছে, অামার হয়তো ক্ষুধামন্দা ?

নদীরাও নয় আছে মৃদছন্দা __

কেমন বিবর্ণ আজ গু্চ্ছ গুচ্ছ রজনীগন্ধা __

আমাদের ভালোবাসার দিন যেন আজ বন্ধ্যা।



তোমাকে নিয়ে আর বাড়তি ভালোবাসা জমে না

বাসানো ভালোবাসা ঘুরেফিরে অাসে, আহা ! মোহন, মধুর বেদনা।

০৪.০২.২০১৪

বাসানো ভালোবাসা ঘুরেফিরে অাসে,//

শাফিক আফতাব //

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.