![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
বসন্ত বিকেলের শহরতলির কথা মনে হলো আজ, মনে হলো তোমাকে,
মনে হলো ঘাসের লতায় কীভাবে জড়িয়ে যেতো হলুদশাড়ির পাড়,
তোমার চোখের তারায় মিটমিট ছিলো অজস্র কোটি তারার __
আজ তোমাকে আহা ! নিবিড় করে মনে হলো গহীন আনন্দলোকে।
ভাবনাহীন ভালোবাসার দিনগুলি ছিলো গার্হস্থ্যজীবন থেকে দূরে,
শাড়ির ভাঁজে, হাতের মুঠোতে শুধু মক্ষিকার গুঞ্জন !
কোন এক যাদুকর রোমান্সের বালুকাবেলায় গান ধরতো সুরে,
হাওয়ার সাথে ফুরফুরে চলে যেতো ভালোবাসাবেলা প্রতি অনুক্ষণ।
শাড়ির ভাঁজে, খোঁপার খাপে, হাতের মুঠোয়, স্তনের করিডোরে কত সুঘ্রাণ,
কথার ভেতর আহা সাবলীল আর প্রাঞ্জল বাক্যমালার কেমন অভিবাদন __
বসন্ত বিকলের ভেতর তুমি অামি কত কত দিন উপশহরের কোলে ;
হাওয়ার পাখনায় পৃথিবীর প্রান্তর নদী মাঠ ঘুরে ফিরেছি মত্তবোলে।
বসন্ত বিকেলরা ঘুরেফিরে আসে, তুমি আসো না__ আমি থাকি নির্জনে __
তবু কত আনন্দ, কত ভালোবাসা ভেসে ওঠে নিঃসঙ্গ মনের গহীনে।
২৬.০২.২০১৪
বসন্ত বিকেলে কত কতদিন তুমি আর আমি //
শাফিক আফতাব //
©somewhere in net ltd.