নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোধের গহীন জলে।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

গেন্দু মিয়া

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

গহীন জলে নগ্নমাছের মতোন রঙিন পাখনায় ঘুরবো সমুদ্রের তল // শাফিক আফতাব //

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫০

ভালোবাসায় ধুয়ে দেবো তোমার মন

স্পর্শের ঘ্রাণে প্রাণে দেবো রাজমহলের সুখ

তোমাকে দেবো বসন্ত বাতাসের শন শন

হারানো প্রেমের জন্য হবে উৎসুক।



আলতো অনুভবে তোমার উর্বর মৃত্তিকার ফোটাবো গোলাপ গুচ্ছ গুচ্ছ

রাত্রি নিঝুমে ঘুমের কুসুমে প্রেমের মউসুম আসবে আমাদের আলিঙ্গনে

রাত্রির কোলে কামনার বিহঙ্গ মেলবে তার দীঘল পুচ্ছ

আনন্দ আর বেঁচে থাকার পুলক হয়ে ফুটবো তোমার অঙ্গনে।



গহীন জলে নগ্নমাছের মতোন রঙিন পাখনায় ঘুরবো সমুদ্রের তল

আমার প্রেমের আহবানে তুমি আপনাই হবে বিহবল

এক আশ্চর্য অভিবাদনে বদনে ছোঁয়াবে তোমার ভালোবাসার হাত

কত মুধময় হবে এই রাঙা বসন্তের রাত।



আজ রাতে ভালোবাসায় ধুয়ে দেবো তোমার সুন্দরের শরীর

আজ তোমাকে নিয়ে যাবো বহুদূরের পুলকের দীর্ঘ সমুদ্রতীর।

২৬.০২.২০১৪

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫১

আরুশা বলেছেন: +++++++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯

গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ। আপা।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো হইছে ভাই ++++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

গেন্দু মিয়া বলেছেন: আমার কাছে ভালো লাগে নাই ভাই।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো হয়েছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

গেন্দু মিয়া বলেছেন: সত্যি বুঝি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.